ETV Bharat / bharat

Radio Signal from Galaxy: মহাকাশ গবেষণায় নয়া মোড় ! 21 সেমি দীর্ঘ রেডিও সংকেত ধরলেন বিজ্ঞানীরা

author img

By

Published : Feb 4, 2023, 7:44 PM IST

বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (Indian Institute of Science) এবং কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির (McGill University) জ্যোতির্বিজ্ঞানীরা পারমাণবিক হাইড্রোজেন দ্বারা নির্গত ওই রেডিও সংকেত সনাক্ত করেছেন । হাইড্রোজেন হল মহাবিশ্বের অন্যতম প্রধান গাঠনিক উপাদান । তাই কোনও স্থানে এর উপস্থিতি সেখানকার বৈশিষ্ট্য সম্পর্কে অনেক বেশি তথ্য দিতে পারে।

Etv Bharat
Etv Bharat
মহাকাশ গবেষণায় নয়া মোড়

পুনে, 4 ফেব্রুয়ারি: অ্যাস্টোফিজিক্সের গবেষণায় নয়া মোড় (Astronomers detect Radio Signal from Galaxy) । সম্প্রতি ধরা পড়েছে মহাশূন্য থেকে আসা 21 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেডিও সংকেত । এই প্রথমবার অন্য কোনও ছায়াপথ থেকে আসা এত দীর্ঘ রেডিও সংকেত রিসিভ করা সম্ভব হয়েছে । পুনের ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্টোফিজিক্সের জায়ান্ট মেট্রিওয়েভ রেডিও টেলিস্কোপের (Giant Metrewave Radio Telescope) ডেটা ব্যবহার করে রেডিও ওয়েভটি ধরা হয়েছে ।

বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (Indian Institute of Science) এবং কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির (McGill University) জ্যোতির্বিজ্ঞানীরা পারমাণবিক হাইড্রোজেন দ্বারা নির্গত ওই রেডিও সংকেত সনাক্ত করেছেন । যে দুই বিজ্ঞানী এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাঁরা হলেন ম্যাকগিল ইউনিভার্সিটির পদার্থবিদ্যা ও ট্রটিয়ার স্পেস ইনস্টিটিউটের পোস্ট-ডক্টরাল গবেষক অর্ণব চক্রবর্তী এবং আইআইএসসির পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক নিরুপম রায় । বিজ্ঞানীদের কথায়, হাইড্রোজেন হল মহাবিশ্বের অন্যতম প্রধান গাঠনিক উপাদান । তাই কোনও স্থানে এর উপস্থিতি সেখানকার বৈশিষ্ট্য সম্পর্কে অনেক বেশি তথ্য দিতে পারে ।

a
a

কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের মহাকাশ গবেষক অর্ণব চক্রবর্তী বলেন, "প্রতিটি ছায়াপথ আলাদা আলাদা রেডিও সংকেত নির্গত করে । এখনও পর্যন্ত পৃথিবীর কাছাকাছি ছায়াপথগুলির থেকে আগত ওয়েভের বিষয়ে আমরা জানতাম । এই প্রথম দূরের ছায়াপথের এত বড় একটি ওয়েভ আমরা ধরতে সক্ষম হয়েছি ।"

পুনের ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্টোফিজিক্সের (National Centre for Radio Astrophysics) ডিরেক্টর যশবন্ত গুপ্তা বলেন, "নিঃসন্দেহে হাইড্রোজেন দ্বারা নির্গত দূরবর্তী ছায়াপথ থেকে আসা রেডিও সংকেত শনাক্ত করা অত্যন্ত চ্যালেঞ্জিং । এই চ্যালেজ্ঞ নেওয়াই জায়ান্ট মেট্রিওয়েভ রেডিও টেলিস্কোপের অন্যতম প্রধান লক্ষ্য । আমরা এই ফলাফলে খুশি ।"

তিনি বলেন, "আমাদের আশা, ভবিষ্যতে এটি আরও উন্নত করা যেতে পারে । অদূর ভবিষ্যতে কম-ফ্রিকোয়েন্সি রেডিও টেলিস্কোপগুলির সঙ্গে বিভিন্ন নিউট্রাল গ্যাসের মহাজাগতিক বিবর্তন অনুসন্ধানের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে ।"

আরও পড়ুন: বাজারে আসছে বিশ্বের প্রথম গো-টু ট্রাক্টর, জলবায়ু পরিবর্তন সংকটের অবসান হবে

মহাকাশ গবেষণায় নয়া মোড়

পুনে, 4 ফেব্রুয়ারি: অ্যাস্টোফিজিক্সের গবেষণায় নয়া মোড় (Astronomers detect Radio Signal from Galaxy) । সম্প্রতি ধরা পড়েছে মহাশূন্য থেকে আসা 21 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেডিও সংকেত । এই প্রথমবার অন্য কোনও ছায়াপথ থেকে আসা এত দীর্ঘ রেডিও সংকেত রিসিভ করা সম্ভব হয়েছে । পুনের ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্টোফিজিক্সের জায়ান্ট মেট্রিওয়েভ রেডিও টেলিস্কোপের (Giant Metrewave Radio Telescope) ডেটা ব্যবহার করে রেডিও ওয়েভটি ধরা হয়েছে ।

বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (Indian Institute of Science) এবং কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির (McGill University) জ্যোতির্বিজ্ঞানীরা পারমাণবিক হাইড্রোজেন দ্বারা নির্গত ওই রেডিও সংকেত সনাক্ত করেছেন । যে দুই বিজ্ঞানী এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাঁরা হলেন ম্যাকগিল ইউনিভার্সিটির পদার্থবিদ্যা ও ট্রটিয়ার স্পেস ইনস্টিটিউটের পোস্ট-ডক্টরাল গবেষক অর্ণব চক্রবর্তী এবং আইআইএসসির পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক নিরুপম রায় । বিজ্ঞানীদের কথায়, হাইড্রোজেন হল মহাবিশ্বের অন্যতম প্রধান গাঠনিক উপাদান । তাই কোনও স্থানে এর উপস্থিতি সেখানকার বৈশিষ্ট্য সম্পর্কে অনেক বেশি তথ্য দিতে পারে ।

a
a

কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের মহাকাশ গবেষক অর্ণব চক্রবর্তী বলেন, "প্রতিটি ছায়াপথ আলাদা আলাদা রেডিও সংকেত নির্গত করে । এখনও পর্যন্ত পৃথিবীর কাছাকাছি ছায়াপথগুলির থেকে আগত ওয়েভের বিষয়ে আমরা জানতাম । এই প্রথম দূরের ছায়াপথের এত বড় একটি ওয়েভ আমরা ধরতে সক্ষম হয়েছি ।"

পুনের ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্টোফিজিক্সের (National Centre for Radio Astrophysics) ডিরেক্টর যশবন্ত গুপ্তা বলেন, "নিঃসন্দেহে হাইড্রোজেন দ্বারা নির্গত দূরবর্তী ছায়াপথ থেকে আসা রেডিও সংকেত শনাক্ত করা অত্যন্ত চ্যালেঞ্জিং । এই চ্যালেজ্ঞ নেওয়াই জায়ান্ট মেট্রিওয়েভ রেডিও টেলিস্কোপের অন্যতম প্রধান লক্ষ্য । আমরা এই ফলাফলে খুশি ।"

তিনি বলেন, "আমাদের আশা, ভবিষ্যতে এটি আরও উন্নত করা যেতে পারে । অদূর ভবিষ্যতে কম-ফ্রিকোয়েন্সি রেডিও টেলিস্কোপগুলির সঙ্গে বিভিন্ন নিউট্রাল গ্যাসের মহাজাগতিক বিবর্তন অনুসন্ধানের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে ।"

আরও পড়ুন: বাজারে আসছে বিশ্বের প্রথম গো-টু ট্রাক্টর, জলবায়ু পরিবর্তন সংকটের অবসান হবে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.