ETV Bharat / bharat

Dolo 650 প্রেসক্রাইব করতে চিকিৎসকদের 1000 কোটি, ডোলো 650 প্রস্তুতকারকদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এমআর সংগঠন - Association of medical representatives at the SC

প্রেসক্রাইব করতে ডোলো 650(Dolo 650) প্রস্তুতকারক কোম্পানি ডাক্তারদের বিভিন্ন উপহার দেওয়ার পিছনে 1000 কোটি টাকা বিনিয়োগ করেছে ৷ কোম্পানির উপর আর্থিক তছরুপের অভিযোগ এনে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের এক সংগঠন (Allegation of financial fraud against Dolo 650)।

Etv Bharat
ডোলো 650র বিরুদ্ধে শীর্ষ আদালতে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন
author img

By

Published : Aug 19, 2022, 5:13 PM IST

কলকাতা, 19 অগস্ট: জ্বর থেকে মাথা যন্ত্রণা, সবেতেই বাজিমাত প্যারাসিটামলের। অতিমারির সূচনাপর্ব থেকে যার ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে প্যারাসিটামলের মধ্যে ডোলো ব্র্যান্ডের জনপ্রিয়তা ছিল শিখরে। তবে সেই নিয়েই এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের এক সংগঠন ।

ডোলো কোম্পানির উপর আর্থিক তছরুপের অভিযোগ এনে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেন ফেডারেশন অফ মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (Association of medical representatives at the SC)। তারা বৃহস্পতিবার আদালতে একটি আবেদনপত্র পেশ করে। যেখানে দেখা যাচ্ছে ডোলো 650 নামে এক জ্বরের ট্যাবলেটের কথা। আবেদনপত্রে বলা হয়েছে, ডাক্তাররা যাতে জ্বরের জন্য এই ওষুধটিই লেখেন, তা নিশ্চিত করতে ডোলো 650-র নির্মাতারা ডাক্তারদের বিভিন্ন উপহার দেওয়ার পিছনে 1000 কোটি টাকা বিনিয়োগ করেছে (Allegation of financial fraud against Dolo 650)!

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এএস বোপান্নার বেঞ্চে শুনানি হয় এই মামলার। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এদিন অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়ার সময় বলেন, "আমার যখন কোভিড হয়েছিল তখন আমাকেও একই ওষুধ খেতে বলা হয়েছিল। এটি অত্যন্ত গুরুতর একটি বিষয়।" এ প্রসঙ্গে 10 দিনের মধ্যে কেন্দ্রের জবাব চেয়েছে বিচারপতি চন্দ্রচূড় এবং বিচারপতি বোপান্নার বেঞ্চ।

কী বলছেন চিকিৎসক ফার্মাকোলজিস্ট অর্পণ দত্ত রায়

আরও পড়ুন: জরায়ু ক্যানসার চিকিৎসায় নয়া দিগন্ত, বিশেষজ্ঞ কমিটির ছাড়পত্র পেল প্রথম দিশি ভ্যাকসিন

তবে ঠিক কী কাজ করে এই ওষুধ ? এই বিষয়ে চিকিৎসক ফার্মাকোলজিস্ট অর্পণ দত্ত রায় বলেন, "অন্যান্য প্যারাসিটামলের মতোই ডোলো একটি প্যারাসিটামল। যা জ্বর-সর্দি-কাশি কমাতে কাজে লাগে। কোভিডের সময় ভাইরাসের উপসর্গ দেখা যেত, তাই ডোলো 650 ডোজটি দেওয়া হতো। তবে অনেক সময় এই ধরনের ওষুধ মেডিসিনের দোকান থেকে দেওয়া হয়ে থাকে। কিন্তু কোনও প্যারাসিটামলই বেশি খাওয়া উচিত নয়। কারণ কিডনিতে চাপ পড়ে। খুব দরকার হলে তিনবার খাওয়া যেতে পারে। তবে অন্যান্য প্যারাসিটামলের সঙ্গে এর বিশেষ কোনও পার্থক্য নেই।

কলকাতা, 19 অগস্ট: জ্বর থেকে মাথা যন্ত্রণা, সবেতেই বাজিমাত প্যারাসিটামলের। অতিমারির সূচনাপর্ব থেকে যার ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে প্যারাসিটামলের মধ্যে ডোলো ব্র্যান্ডের জনপ্রিয়তা ছিল শিখরে। তবে সেই নিয়েই এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের এক সংগঠন ।

ডোলো কোম্পানির উপর আর্থিক তছরুপের অভিযোগ এনে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেন ফেডারেশন অফ মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (Association of medical representatives at the SC)। তারা বৃহস্পতিবার আদালতে একটি আবেদনপত্র পেশ করে। যেখানে দেখা যাচ্ছে ডোলো 650 নামে এক জ্বরের ট্যাবলেটের কথা। আবেদনপত্রে বলা হয়েছে, ডাক্তাররা যাতে জ্বরের জন্য এই ওষুধটিই লেখেন, তা নিশ্চিত করতে ডোলো 650-র নির্মাতারা ডাক্তারদের বিভিন্ন উপহার দেওয়ার পিছনে 1000 কোটি টাকা বিনিয়োগ করেছে (Allegation of financial fraud against Dolo 650)!

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এএস বোপান্নার বেঞ্চে শুনানি হয় এই মামলার। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এদিন অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়ার সময় বলেন, "আমার যখন কোভিড হয়েছিল তখন আমাকেও একই ওষুধ খেতে বলা হয়েছিল। এটি অত্যন্ত গুরুতর একটি বিষয়।" এ প্রসঙ্গে 10 দিনের মধ্যে কেন্দ্রের জবাব চেয়েছে বিচারপতি চন্দ্রচূড় এবং বিচারপতি বোপান্নার বেঞ্চ।

কী বলছেন চিকিৎসক ফার্মাকোলজিস্ট অর্পণ দত্ত রায়

আরও পড়ুন: জরায়ু ক্যানসার চিকিৎসায় নয়া দিগন্ত, বিশেষজ্ঞ কমিটির ছাড়পত্র পেল প্রথম দিশি ভ্যাকসিন

তবে ঠিক কী কাজ করে এই ওষুধ ? এই বিষয়ে চিকিৎসক ফার্মাকোলজিস্ট অর্পণ দত্ত রায় বলেন, "অন্যান্য প্যারাসিটামলের মতোই ডোলো একটি প্যারাসিটামল। যা জ্বর-সর্দি-কাশি কমাতে কাজে লাগে। কোভিডের সময় ভাইরাসের উপসর্গ দেখা যেত, তাই ডোলো 650 ডোজটি দেওয়া হতো। তবে অনেক সময় এই ধরনের ওষুধ মেডিসিনের দোকান থেকে দেওয়া হয়ে থাকে। কিন্তু কোনও প্যারাসিটামলই বেশি খাওয়া উচিত নয়। কারণ কিডনিতে চাপ পড়ে। খুব দরকার হলে তিনবার খাওয়া যেতে পারে। তবে অন্যান্য প্যারাসিটামলের সঙ্গে এর বিশেষ কোনও পার্থক্য নেই।

For All Latest Updates

TAGGED:

Dolo 650
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.