ETV Bharat / bharat

Assembly Elections 2022 : আজ গোয়ায় তৃণমূলের ভাগ্য পরীক্ষা, নজর উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে - Assembly Elections 2022

আজ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দিন ৷ গোয়া, উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশে দ্বিতীয় দফার ভোট (Assembly Elections 2022) ৷

Goa Uttarakhand Uttar Pradesh Polls
বিধানসভা নির্বাচন 2022
author img

By

Published : Feb 14, 2022, 8:01 AM IST

নয়াদিল্লি, 14 ফেব্রুয়ারি : আজ তিন রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ নজরে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং গোয়া ৷ বিজেপি শাসিত উত্তরাখণ্ড এবং গোয়ার সব ক'টি কেন্দ্রেই আজ নির্বাচন হবে (Assembly Election in Goa Uttarakhand and Uttar Pradesh begins 14 February) ৷ উত্তরপ্রদেশে আজ দ্বিতীয় দফায় 55টি আসনে ভোট ৷ 14 ফেব্রুয়ারি, সোমবার ভোটযুদ্ধে শামিল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, কংগ্রেস নেতা হরিশ রাওয়াত এবং কারাগারে থেকে লড়ছেন এসপি নেতা আজম খান ৷

উপকূলের ছোট্ট রাজ্য গোয়ায় 40টি বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছেন 301 জন ৷ ভোটার 11 লক্ষ ৷ উত্তরাখণ্ডে 70 টি আসনে নির্বাচন ৷ এখানে 632 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 81 লক্ষ ভোটার ৷ উল্লেখযোগ্য এই রাজ্যে 152 জন নির্দল প্রার্থী (independent candidate) হিসেবে লড়ছেন ৷ প্রতিটি রাজ্যে শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত 100টি বুথ থাকছে, জানিয়েছেন নির্বাচন আধিকারিকেরা ৷ এই বুথের নাম 'সখী' বা গোলাপি বুথ (Sakhi' or pink booths) ৷ পাশাপাশি কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্রে থাকবেন বিশেষ ভাবে সক্ষম মানুষেরা (differently-abled persons) ৷

উত্তর প্রদেশে আজ 55 টি আসনে 586 জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন ৷ দ্বিতীয় দফায় আজ শাহারানপুর, বিজনোর, মোরাদাবাদ, সম্ভল, রামপুর, আমরোহা, বুদায়ুন, বারেলি এবং শাহজাহানপুরে ভোট ৷

আরও পড়ুন : Goa TMC on sting operation video: ভোটের আগেই স্টিং অপারেশনের ভিডিয়ো ঘিরে উত্তাল গোয়া, এফআইআর তৃণমূলের

উত্তরাখণ্ডে সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত 11 হাজার 697টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে ৷ 2000 সালে এই রাজ্য গঠিত হয় ৷ তারপর এটা পঞ্চম বিধানসভা নির্বাচন ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত, যশপাল আর্য, গণেশ গোদিয়াল এবং প্রীতম সিং অন্যতম প্রধান মুখ এই নির্বাচনে ৷ গত বিধানসভা নির্বাচনে 70টির মধ্যে 57টিতে জিতেছিল বিজেপি ৷ কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 11, 2টি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী ৷ এবার লড়াইয়ে হাজির আম আদমি পার্টি বা আপ ৷ অরবিন্দ কেজরিওয়াল প্রতিটি পরিবারকে বিনামূল্যে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে, 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেক মহিলাকে 1 হাজার টাকা দেওয়া হবে, প্রত্যেক পরিবারের একজনকে চাকরি এবং বেকার ভাতা হিসেবে 5 হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছেন তিনি ৷

গোয়ায় 40টি বিধানসভা কেন্দ্রে 68 জন নির্দল প্রার্থী ৷ গোয়ায় মুখোমুখি লড়াইয়ে কংগ্রেস বনাম বিজেপি ৷ এনসিপি-শিবসেনা জোট বেঁধেছে ৷ অন্যদিকে রেভোলিউশনারি গোয়ানস, গোয়েঞ্চা স্বাভিমান পার্টি, জয় মহাভারত পার্টি এবং সম্ভাজি ব্রিগেড রয়েছে ৷ তৃণমূল কংগ্রেস এই প্রথম বার গোয়া নির্বাচনে প্রার্থী দিয়েছে এবং মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি বা এমজিপির সঙ্গে জোট বেঁধেছে ৷ আছে অরবিন্দ কেজরিওয়ালের আপ ৷ বিজেপির প্রমোদ সাওয়ান্ত, কংগ্রেসের দিগম্বর কামাত, তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাও অন্যতম আকর্ষণ ৷

উত্তরপ্রদেশে ভোট শুরু সকাল 7টা থেকে, চলবে সন্ধে 6টা পর্যন্ত ৷ এই 55টি আসনের মধ্যে 2017-য় বিজেপি 38টি আসন পেয়েছিল ৷ এসপি-র দখলে গিয়েছিল 15টি এবং কংগ্রেস 2টি ৷ গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও এসপি গাঁটছড়া বেঁধেছিল ৷

10 ফেব্রুয়ারি থেকে দেশে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শুরু হয়েছে ৷ ফলাফল 10 মার্চ ৷

আরও পড়ুন : Modi on UP Assembly Polls : প্রথম দফাতেই উত্তরপ্রদেশে বিজেপির জয় নিশ্চিত হয়েছে, দাবি মোদির

নয়াদিল্লি, 14 ফেব্রুয়ারি : আজ তিন রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ নজরে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং গোয়া ৷ বিজেপি শাসিত উত্তরাখণ্ড এবং গোয়ার সব ক'টি কেন্দ্রেই আজ নির্বাচন হবে (Assembly Election in Goa Uttarakhand and Uttar Pradesh begins 14 February) ৷ উত্তরপ্রদেশে আজ দ্বিতীয় দফায় 55টি আসনে ভোট ৷ 14 ফেব্রুয়ারি, সোমবার ভোটযুদ্ধে শামিল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, কংগ্রেস নেতা হরিশ রাওয়াত এবং কারাগারে থেকে লড়ছেন এসপি নেতা আজম খান ৷

উপকূলের ছোট্ট রাজ্য গোয়ায় 40টি বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছেন 301 জন ৷ ভোটার 11 লক্ষ ৷ উত্তরাখণ্ডে 70 টি আসনে নির্বাচন ৷ এখানে 632 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 81 লক্ষ ভোটার ৷ উল্লেখযোগ্য এই রাজ্যে 152 জন নির্দল প্রার্থী (independent candidate) হিসেবে লড়ছেন ৷ প্রতিটি রাজ্যে শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত 100টি বুথ থাকছে, জানিয়েছেন নির্বাচন আধিকারিকেরা ৷ এই বুথের নাম 'সখী' বা গোলাপি বুথ (Sakhi' or pink booths) ৷ পাশাপাশি কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্রে থাকবেন বিশেষ ভাবে সক্ষম মানুষেরা (differently-abled persons) ৷

উত্তর প্রদেশে আজ 55 টি আসনে 586 জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন ৷ দ্বিতীয় দফায় আজ শাহারানপুর, বিজনোর, মোরাদাবাদ, সম্ভল, রামপুর, আমরোহা, বুদায়ুন, বারেলি এবং শাহজাহানপুরে ভোট ৷

আরও পড়ুন : Goa TMC on sting operation video: ভোটের আগেই স্টিং অপারেশনের ভিডিয়ো ঘিরে উত্তাল গোয়া, এফআইআর তৃণমূলের

উত্তরাখণ্ডে সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত 11 হাজার 697টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে ৷ 2000 সালে এই রাজ্য গঠিত হয় ৷ তারপর এটা পঞ্চম বিধানসভা নির্বাচন ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত, যশপাল আর্য, গণেশ গোদিয়াল এবং প্রীতম সিং অন্যতম প্রধান মুখ এই নির্বাচনে ৷ গত বিধানসভা নির্বাচনে 70টির মধ্যে 57টিতে জিতেছিল বিজেপি ৷ কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 11, 2টি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী ৷ এবার লড়াইয়ে হাজির আম আদমি পার্টি বা আপ ৷ অরবিন্দ কেজরিওয়াল প্রতিটি পরিবারকে বিনামূল্যে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে, 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেক মহিলাকে 1 হাজার টাকা দেওয়া হবে, প্রত্যেক পরিবারের একজনকে চাকরি এবং বেকার ভাতা হিসেবে 5 হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছেন তিনি ৷

গোয়ায় 40টি বিধানসভা কেন্দ্রে 68 জন নির্দল প্রার্থী ৷ গোয়ায় মুখোমুখি লড়াইয়ে কংগ্রেস বনাম বিজেপি ৷ এনসিপি-শিবসেনা জোট বেঁধেছে ৷ অন্যদিকে রেভোলিউশনারি গোয়ানস, গোয়েঞ্চা স্বাভিমান পার্টি, জয় মহাভারত পার্টি এবং সম্ভাজি ব্রিগেড রয়েছে ৷ তৃণমূল কংগ্রেস এই প্রথম বার গোয়া নির্বাচনে প্রার্থী দিয়েছে এবং মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি বা এমজিপির সঙ্গে জোট বেঁধেছে ৷ আছে অরবিন্দ কেজরিওয়ালের আপ ৷ বিজেপির প্রমোদ সাওয়ান্ত, কংগ্রেসের দিগম্বর কামাত, তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাও অন্যতম আকর্ষণ ৷

উত্তরপ্রদেশে ভোট শুরু সকাল 7টা থেকে, চলবে সন্ধে 6টা পর্যন্ত ৷ এই 55টি আসনের মধ্যে 2017-য় বিজেপি 38টি আসন পেয়েছিল ৷ এসপি-র দখলে গিয়েছিল 15টি এবং কংগ্রেস 2টি ৷ গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও এসপি গাঁটছড়া বেঁধেছিল ৷

10 ফেব্রুয়ারি থেকে দেশে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শুরু হয়েছে ৷ ফলাফল 10 মার্চ ৷

আরও পড়ুন : Modi on UP Assembly Polls : প্রথম দফাতেই উত্তরপ্রদেশে বিজেপির জয় নিশ্চিত হয়েছে, দাবি মোদির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.