গুয়াহাটি, 9 এপ্রিল : জিতলে দল ভাঙিয়ে নিতে পারে বিজেপি ৷ আর তাই এখন থেকেই অসমের 22 জন জোট প্রার্থীর ঠিকানা হল জয়পুরের একটি রিসর্ট ৷ ওই প্রার্থীরা ভোটে জিতলে তাঁদের ভাঙিয়ে দল পরিবর্তন করিয়ে নিতে পারে বিজেপি ৷ সেকারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ৷
অসমের নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে জোট করেছে বিরোধীরা ৷ যেখানে কংগ্রেস ছাড়াও রয়েছে এআইইউডিএফ, বিপিএফ এবং বামফ্রন্ট ৷ 2 মে ফল প্রকাশ হবে ৷
ওই 22 জন জোট প্রার্থীকে কোন রিসর্টে রাখা হয়েছে তা নির্দিষ্ট করে জানা যায়নি ৷ তবে কংগ্রেস শাসিত রাজস্থানের জয়পুরের একটি রিসর্টে রয়েছেন তাঁরা ৷
আরও পড়ুন-ইটালিয় জাহাজের কর্মীর গুলিতে মৃত দুই মৎস্য়জীবী, ন'বছর পর ক্ষতিপূরণ
এবিষয়ে কংগ্রেস নেতা এবং মুখপাত্র রণদীপ সিং সূরজওয়ালা বলেছেন, "এখন এটা রীতি হয়ে গেছে যে , নির্বাচনে হেরে গেলে কংগ্রেসকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে বিজেপি ৷ সেটা যাতে না করতে পারে সেকারণে এখন থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷"
গত নির্বাচনে জয়ী হয়ে অসমে ক্ষমতায় এসেছে বিজেপি ৷ সেখানে তিন দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে ৷ 26 মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত নির্বাচন হয়েছে সেখানে ৷ আগামী 2 মে ফল প্রকাশ ৷ তার আগেই প্রার্থীদের সরিয়ে নিয়ে গেল কংগ্রেস ৷