ETV Bharat / bharat

Himanta on Rahul Remark: রাহুলের উচিত নাগপুরে গিয়ে ভারত মাতাকে গুরুদক্ষিণা দেওয়া, কটাক্ষ হিমন্তর - ভারত জোড়ো যাত্রা

বিজেপি (BJP) ও আরএসএসকে (RSS) গুরু বলে অভিহিত করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) । এই বিষয়ে বিজেপি নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) বলেন, ‘‘যদি তাই হয়, তাহলে রাহুলকে নাগপুরে এসে 'ভারত মাতার' পতাকায় গুরুদক্ষিণা দেওয়া উচিত ।’’

Himanta on Rahul Remark
Himanta on Rahul Remark
author img

By

Published : Dec 31, 2022, 6:19 PM IST

নয়াদিল্লি, 31 ডিসেম্বর: 2022 এর শেষ দিনে সাংবাদিক বৈঠক থেকে আরএসএস (RSS) ও বিজেপিকে (BJP) নিজের গুরু হিসেবে উল্লেখ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ শনিবার বেলায় তাঁর করা এই মন্তব্য হইচই ফেলে দিয়েছে জাতীয় রাজনীতিতে ৷ ফলে পালটা আসরে নেমেছে বিজেপি ৷ কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতির বিরুদ্ধে তোপ দেগেছে গেরুয়া শিবির ৷

এই নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) বলেন, ‘‘রাহুল গান্ধি যদি বিজেপিকে তাঁর গুরু বলে মনে করেন, তাহলে নাগপুরে এসে 'ভারত মাতার' পতাকায় গুরুদক্ষিণা দিন ।’’

হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, ‘‘যদি তিনি বিজেপিকে নিজের গুরু বলে মনে করেন তবে তাঁর নাগপুরে যাওয়া উচিত । আমি তাঁকে বলতে চাই যে তিনি আরএসএস এবং বিজেপিকে তাঁর গুরু না ভেবে 'ভারত মাতার পতাকা'-কে মনে করুক । গুরু আমাদের ভারত মাতার পতাকা । নাগপুরে তাঁকে স্বাগত জানানো হচ্ছে, তাঁর উচিত 'ভারত মাতার' পতাকার সামনে 'গুরু দক্ষিণা' দেওয়া ।’’

প্রসঙ্গত, এদিন রাহুল দাবি করেছিলেন, তাঁর কী করা উচিত নয়, তা ক্রমাগত মনে করিয়ে দেয় আরএসএস ও বিজেপি ৷ তাই তিনি মনে করনে যে আরএসএস ও বিজেপিই তাঁর গুরু ৷

  • If he considers it (BJP) guru, then he should go to Nagpur. I want to tell him that he should not consider RSS & BJP as his guru, but the flag of 'Bharat Mata'. He is welcome to Nagpur, he should give 'guru dakshina' before the flag of 'Bharat Mata': Assam CM Himanta Biswa Sarma pic.twitter.com/lBg5HITDBr

    — ANI (@ANI) December 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করেছেন কংগ্রেসের রাহুল গান্ধি ৷ গত শনিবার প্রথম পর্যায়ের শেষ হয়েছে ৷ আপাতত কয়েকদিনের বিরতি চলছে দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার আগে ৷ তারই মাঝে শনিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কেরালার ওয়েনাড়ের এই সাংসদ ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷

ওই সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে তোপও দাগেন রাহুল ৷ তাঁর দাবি, বিরোধীরা একত্রিত হয়ে লড়াই করলে 2024 সালে বিজেপি সমস্যায় পড়বে । বিরোধীদের উচিত বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের শক্তিশালী কৌশল তৈরি করা । একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, বিরোধী রাজনৈতিক নেতারা সবাই ঐক্যবদ্ধ হয়ে রয়েছেন ৷ কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলেরই কিছু ‘রাজনৈতিক বাধ্যবাধকতা’ রয়েছে ৷ আর সেটা তিনি বোঝেন ৷ বিজেপির বিকল্প মতকে তুলে ধরতে বিরোধীরা কার্যকরী সমন্বয় গড়ে তুলছেন বলেও তিনি দাবি করেছেন ৷

পাশাপাশি তাঁর আশ্বাস ছিল, পারষ্পরিক সম্মানের সঙ্গে যাতে বিরোধী রাজনৈতিক দলগুলি কাজ করতে পারে, সেই বিষয়টি কংগ্রেস সুনিশ্চিত করবে ৷

আরও পড়ুন: আরএসএস ও বিজেপিই আমার গুরু, বাইশের শেষদিনে মন্তব্য রাহুলের

নয়াদিল্লি, 31 ডিসেম্বর: 2022 এর শেষ দিনে সাংবাদিক বৈঠক থেকে আরএসএস (RSS) ও বিজেপিকে (BJP) নিজের গুরু হিসেবে উল্লেখ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ শনিবার বেলায় তাঁর করা এই মন্তব্য হইচই ফেলে দিয়েছে জাতীয় রাজনীতিতে ৷ ফলে পালটা আসরে নেমেছে বিজেপি ৷ কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতির বিরুদ্ধে তোপ দেগেছে গেরুয়া শিবির ৷

এই নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) বলেন, ‘‘রাহুল গান্ধি যদি বিজেপিকে তাঁর গুরু বলে মনে করেন, তাহলে নাগপুরে এসে 'ভারত মাতার' পতাকায় গুরুদক্ষিণা দিন ।’’

হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, ‘‘যদি তিনি বিজেপিকে নিজের গুরু বলে মনে করেন তবে তাঁর নাগপুরে যাওয়া উচিত । আমি তাঁকে বলতে চাই যে তিনি আরএসএস এবং বিজেপিকে তাঁর গুরু না ভেবে 'ভারত মাতার পতাকা'-কে মনে করুক । গুরু আমাদের ভারত মাতার পতাকা । নাগপুরে তাঁকে স্বাগত জানানো হচ্ছে, তাঁর উচিত 'ভারত মাতার' পতাকার সামনে 'গুরু দক্ষিণা' দেওয়া ।’’

প্রসঙ্গত, এদিন রাহুল দাবি করেছিলেন, তাঁর কী করা উচিত নয়, তা ক্রমাগত মনে করিয়ে দেয় আরএসএস ও বিজেপি ৷ তাই তিনি মনে করনে যে আরএসএস ও বিজেপিই তাঁর গুরু ৷

  • If he considers it (BJP) guru, then he should go to Nagpur. I want to tell him that he should not consider RSS & BJP as his guru, but the flag of 'Bharat Mata'. He is welcome to Nagpur, he should give 'guru dakshina' before the flag of 'Bharat Mata': Assam CM Himanta Biswa Sarma pic.twitter.com/lBg5HITDBr

    — ANI (@ANI) December 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করেছেন কংগ্রেসের রাহুল গান্ধি ৷ গত শনিবার প্রথম পর্যায়ের শেষ হয়েছে ৷ আপাতত কয়েকদিনের বিরতি চলছে দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার আগে ৷ তারই মাঝে শনিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কেরালার ওয়েনাড়ের এই সাংসদ ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷

ওই সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে তোপও দাগেন রাহুল ৷ তাঁর দাবি, বিরোধীরা একত্রিত হয়ে লড়াই করলে 2024 সালে বিজেপি সমস্যায় পড়বে । বিরোধীদের উচিত বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের শক্তিশালী কৌশল তৈরি করা । একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, বিরোধী রাজনৈতিক নেতারা সবাই ঐক্যবদ্ধ হয়ে রয়েছেন ৷ কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলেরই কিছু ‘রাজনৈতিক বাধ্যবাধকতা’ রয়েছে ৷ আর সেটা তিনি বোঝেন ৷ বিজেপির বিকল্প মতকে তুলে ধরতে বিরোধীরা কার্যকরী সমন্বয় গড়ে তুলছেন বলেও তিনি দাবি করেছেন ৷

পাশাপাশি তাঁর আশ্বাস ছিল, পারষ্পরিক সম্মানের সঙ্গে যাতে বিরোধী রাজনৈতিক দলগুলি কাজ করতে পারে, সেই বিষয়টি কংগ্রেস সুনিশ্চিত করবে ৷

আরও পড়ুন: আরএসএস ও বিজেপিই আমার গুরু, বাইশের শেষদিনে মন্তব্য রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.