ETV Bharat / bharat

Al Qaeda Terrorists Arrested আল কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে অসমে গ্রেফতার আরও 2 - Assam police

অসমে আল কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হল আরও 2 জনকে (Al Qaeda Terrorists Arrested)৷ বরপেটা জেলা থেকে তাদের গ্রেফতার করা হয় (Assam Arrest)৷

Assam: 2 more people arrested with Al-Qaeda links in Barpeta
অসমে আল কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে ফের গ্রেফতার 2
author img

By

Published : Aug 29, 2022, 2:53 PM IST

বরপেটা (অসম), 29 অগস্ট: নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল কায়েদার (Al Qaeda Terrorists Arrested) সঙ্গে জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেফতার করল অসম পুলিশ ৷ বরপেটা জেলা থেকে আল কায়েদা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS) ও আনসারুল্লাহ বাংলা টিম (ABT)-এর সঙ্গে জড়িত সন্দেহে দু জনকে গ্রেফতার করা হয়েছে ৷

বরপেটার পুলিশ সুপার অমিতাভ সিনহা জানিয়েছেন, একিউআইএস/এবিটি-এর সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এখনও পর্যন্ত অসম থেকে AQIS/ABT-এর সঙ্গে জড়িত 37 জনকে গ্রেফতার করা হয়েছে (Assam Arrest)৷

সোমবার সকাল থেকে বরপেটা জেলার একটি মাদ্রাসায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন ৷ পুলিশ সুপার অমিতাভ সিনহা জানান, ওই মাদ্রাসা সরকারি জমিতে তৈরি করা হয়েছে বলে অভিযোগ (Terrorists held)৷ আর গ্রেফতার হওয়া দুজনের সঙ্গে ওই মাদ্রাসার যোগ রয়েছে বলেও প্রাথমিক তদন্তের পর জানতে পেরেছে পুলিশ (Assam police)৷

আরও পড়ুন: আলকায়দা জঙ্গি সন্দেহে ধৃত আহসানউল্লাহকে নিয়ে বাঁকড়া ও আরামবাগে তল্লাশি এসটিএফের

সোমবার সকালেই বরপেটা জেলার ঢাকালিয়াপাড়ায় শৈখুল হিন্দ মাহমুদুল হাসান জামিউল হুদা ইসলামিক অ্যাকাডেমি নামে একটি মাদ্রাসা ভেঙে দিয়েছে বরপেটা জেলা প্রশাসন ৷ ওই মাদ্রাসার সঙ্গেও জঙ্গি কার্যকলাপের যোগ ছিল বলে খবর রয়েছে পুলিশের কাছে ৷ সেই মাদ্রাসার প্রিন্সিপাল মাহমুনুর রশিদকে গ্রেফতার করা হয়েছে ৷ অসম পুলিশ জানিয়েছে, AQIS/ABT-এর দুজন বাংলাদেশি জঙ্গির সঙ্গে ওই মাদ্রাসার যোগ রয়েছে বলে খবর রয়েছে তাদের কাছে ৷ সেই দুই বাংলাদেশি জঙ্গির মধ্যে একজন মহম্মদ সুমান ওরফে শৈফুল ইসলামকে আগেই গ্রেফতার করেছে পুলিশ ৷ অপরজন পলাতক ৷

আকবর আলি নামে যে ব্যক্তি ওই দুজন বাংলাদেশি জঙ্গিকে বেআইনি কাজে সহযোগিতা করেছিল, তাকে গতকাল রাতে গ্রেফতার করেছে বরপেটা জেলা পুলিশ ৷ উচ্ছেদ অভিযান চলাকালীন কোনও রকম অশান্তি এড়াতে মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল ৷

বরপেটা (অসম), 29 অগস্ট: নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল কায়েদার (Al Qaeda Terrorists Arrested) সঙ্গে জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেফতার করল অসম পুলিশ ৷ বরপেটা জেলা থেকে আল কায়েদা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS) ও আনসারুল্লাহ বাংলা টিম (ABT)-এর সঙ্গে জড়িত সন্দেহে দু জনকে গ্রেফতার করা হয়েছে ৷

বরপেটার পুলিশ সুপার অমিতাভ সিনহা জানিয়েছেন, একিউআইএস/এবিটি-এর সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এখনও পর্যন্ত অসম থেকে AQIS/ABT-এর সঙ্গে জড়িত 37 জনকে গ্রেফতার করা হয়েছে (Assam Arrest)৷

সোমবার সকাল থেকে বরপেটা জেলার একটি মাদ্রাসায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন ৷ পুলিশ সুপার অমিতাভ সিনহা জানান, ওই মাদ্রাসা সরকারি জমিতে তৈরি করা হয়েছে বলে অভিযোগ (Terrorists held)৷ আর গ্রেফতার হওয়া দুজনের সঙ্গে ওই মাদ্রাসার যোগ রয়েছে বলেও প্রাথমিক তদন্তের পর জানতে পেরেছে পুলিশ (Assam police)৷

আরও পড়ুন: আলকায়দা জঙ্গি সন্দেহে ধৃত আহসানউল্লাহকে নিয়ে বাঁকড়া ও আরামবাগে তল্লাশি এসটিএফের

সোমবার সকালেই বরপেটা জেলার ঢাকালিয়াপাড়ায় শৈখুল হিন্দ মাহমুদুল হাসান জামিউল হুদা ইসলামিক অ্যাকাডেমি নামে একটি মাদ্রাসা ভেঙে দিয়েছে বরপেটা জেলা প্রশাসন ৷ ওই মাদ্রাসার সঙ্গেও জঙ্গি কার্যকলাপের যোগ ছিল বলে খবর রয়েছে পুলিশের কাছে ৷ সেই মাদ্রাসার প্রিন্সিপাল মাহমুনুর রশিদকে গ্রেফতার করা হয়েছে ৷ অসম পুলিশ জানিয়েছে, AQIS/ABT-এর দুজন বাংলাদেশি জঙ্গির সঙ্গে ওই মাদ্রাসার যোগ রয়েছে বলে খবর রয়েছে তাদের কাছে ৷ সেই দুই বাংলাদেশি জঙ্গির মধ্যে একজন মহম্মদ সুমান ওরফে শৈফুল ইসলামকে আগেই গ্রেফতার করেছে পুলিশ ৷ অপরজন পলাতক ৷

আকবর আলি নামে যে ব্যক্তি ওই দুজন বাংলাদেশি জঙ্গিকে বেআইনি কাজে সহযোগিতা করেছিল, তাকে গতকাল রাতে গ্রেফতার করেছে বরপেটা জেলা পুলিশ ৷ উচ্ছেদ অভিযান চলাকালীন কোনও রকম অশান্তি এড়াতে মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.