ETV Bharat / bharat

Shootout at Saket Court: দিল্লির সাকেত আদালতে মহিলাকে লক্ষ্য করে গুলি বহিষ্কৃত আইনজীবীর ! - সাকেত আদালত চত্বরে গুলি

দিল্লির সাকেত আদালতে মহিলাকে লক্ষ্য করে চলল গুলি ৷ শুক্রবার সকালের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আদালত চত্বরে ৷ আশঙ্কাজনক অবস্থায় মহিলা হাসপাতালে চিকিৎসাধীন ৷ কীভাবে ওই আইনজীবী আগ্নেয়াস্ত্র নিয়ে ভিতরে প্রবেশ করলেন ? তা তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Shootout at Saket Court ETV BHARAT
Shootout at Saket Court
author img

By

Published : Apr 21, 2023, 12:00 PM IST

Updated : Apr 21, 2023, 1:02 PM IST

নয়াদিল্লি, 21 এপ্রিল: গুলির শব্দে কেঁপে উঠল রাজধানী দিল্লির সাকেত আদালত চত্বর ৷ শুক্রবার সকালে আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তি মহিলাকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ ৷ তাঁর নাম কামেশ্বর প্রসাদ সিং ৷ জানা গিয়েছে, তিনি ওই মহিলাকে লক্ষ্য করে 4টি গুলি করেন ৷ জানা গিয়েছে কিছু দিন আগেকামেশ্বরকে সাসপেন্ড করে সাকেত বার অ্যাসোসিয়েশন ।

সূত্রের খবর, মহিলাও পেশায় আইনজীবী ৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল জানিয়েছে ৷ জানা গিয়েছে, মহিলা এবং ওই ব্যক্তির মধ্যে বচসা চলছিল ৷ সেই বচসা চলাকালীন অভিযুক্ত ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে মহিলার উপর গুলি চালান ৷ ওই ঘটনার পর অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায় ৷ তাঁকে এখনও গ্রেফতার করা যায়নি ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

জানা গিয়েছে, শুক্রবার সকালে সাকেত আদালতের আইনজীবী ব্লকের কাছে এই ঘটনাটি ঘটেছে ৷ যার জেরে আদালত চত্বরে হইচই পড়ে যায় ৷ ঘটনার সময় আইনজীবীরা আদালতের এজলাসে মামলার শুনানির জন্য যাচ্ছিলেন ৷ ঠিক তখনই ওই মহিলাকে লক্ষ্য করে একের পর এক গুলি চালায় অভিযুক্ত ৷ তবে, প্রশ্ন উঠছে আদালতে প্রবেশদ্বারে প্রত্যেককে স্ক্যান করা হয় ৷ তা সত্ত্বেও, অভিযুক্ত কীভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে আদালতে প্রবেশ করলেন ? পুলিশ সেই বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ৷

গুলি চালানোর ঘটনায় সাকেত আদালত চত্বরে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ সাকেত জেলার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ৷ সাকেত বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি কর্নেল সিং জানিয়েছেন গুলিবিদ্ধ মহিলাও সাকেত আদালতের আইনজীবী ৷ আর গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত ব্যক্তি সাসপেন্ড হওয়া আইনজীবী ৷ তিনমাস আগে একটি মামলায় দিল্লি বার অ্যাসোসিয়েশন তাঁর ওকালতির লাইসেন্স বাতিল করে দিয়েছিল ৷ প্রাথমিকভাবে অনুমান, জানা গিয়েছে, আক্রান্ত এবং অভিযুক্তের মধ্যে টাকা-পয়সার লেনদেন নিয়ে সমস্যা চলছিল ৷ সেই নিয়েই এ দিন সকালে আদালতের আইনজীবী ব্লকের কাছে দু’জনের বচসা চলছিল ৷ মহিলা আইনজীবীকে দিল্লি এইমসে ভরতি করানো হয়েছে ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক ৷

আরও পড়ুন: প্রেমিকার 'শারীরিক নির্যাতন' মেনে নিতে না পেরে বন্ধুকে খুন, 20 বছর পর স্বীকার যুবকের

নয়াদিল্লি, 21 এপ্রিল: গুলির শব্দে কেঁপে উঠল রাজধানী দিল্লির সাকেত আদালত চত্বর ৷ শুক্রবার সকালে আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তি মহিলাকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ ৷ তাঁর নাম কামেশ্বর প্রসাদ সিং ৷ জানা গিয়েছে, তিনি ওই মহিলাকে লক্ষ্য করে 4টি গুলি করেন ৷ জানা গিয়েছে কিছু দিন আগেকামেশ্বরকে সাসপেন্ড করে সাকেত বার অ্যাসোসিয়েশন ।

সূত্রের খবর, মহিলাও পেশায় আইনজীবী ৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল জানিয়েছে ৷ জানা গিয়েছে, মহিলা এবং ওই ব্যক্তির মধ্যে বচসা চলছিল ৷ সেই বচসা চলাকালীন অভিযুক্ত ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে মহিলার উপর গুলি চালান ৷ ওই ঘটনার পর অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায় ৷ তাঁকে এখনও গ্রেফতার করা যায়নি ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

জানা গিয়েছে, শুক্রবার সকালে সাকেত আদালতের আইনজীবী ব্লকের কাছে এই ঘটনাটি ঘটেছে ৷ যার জেরে আদালত চত্বরে হইচই পড়ে যায় ৷ ঘটনার সময় আইনজীবীরা আদালতের এজলাসে মামলার শুনানির জন্য যাচ্ছিলেন ৷ ঠিক তখনই ওই মহিলাকে লক্ষ্য করে একের পর এক গুলি চালায় অভিযুক্ত ৷ তবে, প্রশ্ন উঠছে আদালতে প্রবেশদ্বারে প্রত্যেককে স্ক্যান করা হয় ৷ তা সত্ত্বেও, অভিযুক্ত কীভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে আদালতে প্রবেশ করলেন ? পুলিশ সেই বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ৷

গুলি চালানোর ঘটনায় সাকেত আদালত চত্বরে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ সাকেত জেলার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ৷ সাকেত বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি কর্নেল সিং জানিয়েছেন গুলিবিদ্ধ মহিলাও সাকেত আদালতের আইনজীবী ৷ আর গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত ব্যক্তি সাসপেন্ড হওয়া আইনজীবী ৷ তিনমাস আগে একটি মামলায় দিল্লি বার অ্যাসোসিয়েশন তাঁর ওকালতির লাইসেন্স বাতিল করে দিয়েছিল ৷ প্রাথমিকভাবে অনুমান, জানা গিয়েছে, আক্রান্ত এবং অভিযুক্তের মধ্যে টাকা-পয়সার লেনদেন নিয়ে সমস্যা চলছিল ৷ সেই নিয়েই এ দিন সকালে আদালতের আইনজীবী ব্লকের কাছে দু’জনের বচসা চলছিল ৷ মহিলা আইনজীবীকে দিল্লি এইমসে ভরতি করানো হয়েছে ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক ৷

আরও পড়ুন: প্রেমিকার 'শারীরিক নির্যাতন' মেনে নিতে না পেরে বন্ধুকে খুন, 20 বছর পর স্বীকার যুবকের

Last Updated : Apr 21, 2023, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.