নয়াদিল্লি, 2 অগস্ট: মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে এ বার সুর আরও চড়াল বিরোধী দলগুলির জোট ইন্ডিয়া ৷ উত্তর-পূর্বের রাজ্যের সমস্যা নিয়ে কথা বলতে বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন বিরোধী দলের নেতারা ৷ তাঁরা মণিপুরে শান্তি ফেরাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেছেন ৷ মণিপুর ইস্যুতে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের দাবিতে বিরোধী দলগুলির জোট ইন্ডিয়া রাষ্ট্রপতি মুর্মুর কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে । তারা শান্তি পুনরুদ্ধারের জন্য প্রধানমন্ত্রীকে সংঘর্ষ-বিধ্বস্ত রাজ্যটি পরিদর্শনেরও দাবি জানিয়েছে ।
মুর্মুর দ্বারে ইন্ডিয়া: বুধবার বিরোধী দলের নেতারা মণিপুর ইস্যুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চাইতে তাঁর সঙ্গে দেখা করেন ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিরোধী দলগুলির তরফে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে কথা বলার জন্য সময় চেয়েছিলেন । রাষ্ট্রপতি তাঁদের অনুরোধ রেখে বিরোধী দলের নেতাদের সঙ্গে দেখা করেন ৷ তাঁরা রাষ্ট্রপতিকে জানান যে, বিজেপি শাসিত উত্তর-পূর্বের রাজ্যে ক্রমাগত হিংসার ঘটনা ঘটছে ৷ মণিপুরে শান্তি ফেরাতে বিরোধীরা রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি করেছে ৷
রাষ্ট্রপতিকে স্মারকলিপি: রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া স্মারকলিপিতে, বিরোধী জোটের 31 জন নেতা হরিয়ানার নুহতে সাম্প্রদায়িক উত্তেজনার বিষয়টির উত্থাপন করেছেন এবং তাঁরা অভিযোগ করেন যে, 'প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মাত্র 100 কিলোমিটার দূরে' ঘটছে এমন ঘটনাগুলির বিষয়েও কেন্দ্রীয় সরকার মাথা ঘামাচ্ছে না ।
আরও পড়ুন: মণিপুর নিয়ে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে ‘ইন্ডিয়া’র প্রতিনিধি দল
প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংবাদমাধ্যমকে বলেন যে, 29 ও 30 জুলাই মণিপুরে সফর করেছেন বিরোধী জোট ইন্ডিয়ার বেশ কয়েকজন সাংসদ ৷ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা প্রতিনিধি দলে তাঁরাও ছিলেন । তাঁরা রাষ্ট্রপতিকে ওই রাজ্যের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন এবং তাঁদের অভিজ্ঞতাগুলি শেয়ার করেন । স্মারকলিপিতে বিরোধীরা বলেছে, "আমরা আপনাকে মণিপুরের বিরাজমান পরিস্থিতির বিষয়ে সংসদে জরুরিভাবে ভাষণ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর উপর চাপ দিতে অনুরোধ করছি ৷ তারপরে এই বিষয়ে একটি বিশদ ও ব্যাপক আলোচনা করা দরকার ।"