বক্সার, 19 মার্চ: ঝাঁঝালো বক্তব্য পেশ করতে গিয়ে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে (Ashwini Kumar Choubey comment sparks Controversy) ৷ শনিবার তিনি বলেন, যাঁরা হিন্দু সম্প্রদায়ের মেয়েদের অসম্মান করবেন, তাঁদের হাত কেটে নেওয়া হবে ! আরজেডি বিধায়ক ভাই বীরেন্দ্রর (RJD MLA Bhai Virendra) একটি বিশেষ মন্তব্যের প্রেক্ষিতেই মন্ত্রীমশাই এমন মন্তব্য করেছেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ বীরেন্দ্রর অভিযোগ ছিল, বিজেপি নেতৃত্ব আদতে স্ববিরোধী নীতিতে বিশ্বাসী ! একদিকে তাঁরা মেরুকরণের রাজনীতি করে আমজনতার মধ্যে বিভেদ সৃষ্টি করেন ৷ আবার অন্যদিকে নিজেরাই নিজেদের মেয়েদের বিয়ে দেন সংখ্যালঘু পাত্রের সঙ্গে ৷ নিজের বক্তব্যের স্বপক্ষে প্রমাণ খাড়া করতে দুই প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি এবং মুরলী মনোহর জোশির প্রসঙ্গ উল্লেখ করেন তিনি ৷
এরপরই মাঠে নামেন লোকসভার সাংসদ অশ্বিনী কুমার চৌবে ৷ তিনি বলেন, সনাতন ধর্মের কন্যাসন্তানরা, যাঁদের সাধারণত হিন্দু সন্তান বলা হয়, তাঁরা আদতে ভারতের কন্যা ৷ যিনি বা যাঁরা এই হিন্দু কন্য়াদের সম্মান ও সম্ভ্রমের সঙ্গে খেলা করবেন, তাঁদের হাত কেটে নেওয়া হবে ৷ আরজেডি নেতারা যদি মনে করেন তাঁরা তাঁদের মেয়ের বিয়ে সংখ্য়ালঘুদের সঙ্গে দেবেন, তাহলে তাঁরা তা করতেই পারেন ৷ তেমনটা করার পূর্ণ স্বাধীনতা রয়েছে তাঁদের ৷ কিন্তু, ভারত একটি হিন্দু রাষ্ট্র ৷ এবং আগামী দিনেও হিন্দু রাষ্ট্রই থাকবে ৷
এর আগে ভাই বীরেন্দ্র বলেছিলেন, বিজেপি নেতাদের তাঁদের মেয়েদের সংখ্যালঘু পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার বদলে তাঁদের হাত থেকে রক্ষা করা উচিত ৷ এর জবাবে বিহার বিধান পরিষদের সদস্য তথা বিজেপি নেতা সন্তোষ সিং বলেন, আরজেডি নেতারা মানসিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন ৷ সন্তোষের হুঁশিয়ারি, যদি কোনও সংখ্যালঘু যুবক হিন্দু মেয়ে, বোনেদের দিকে অসৎ উদ্দেশ্যে নিয়ে তাকান, তাহলে তিনি সেই যুবকের আঙুল কেটে নেবেন ৷
আরও পড়ুন: 'ধর্ষণ' মন্তব্যের জের, রাহুলের বাড়িতে দিল্লি পুলিশ
অন্য়দিকে, অশ্বিনী কুমার চৌবে বলেন, যদি কোনও সংখ্যালঘু যুবক হিন্দু সম্প্রদায়ের কোনও মেয়েকে অপহরণ করেন, তাহলে সবাই দেখবে বিজেপি এর কী জবাব দেয় ! এই ধরনের প্রেক্ষাপটে বিজেপির প্রত্যেক নেতা ও কর্মী যে কারও গলা কেটে দিতে পারেন ! হিন্দু সম্প্রদায়ের আত্মমর্যাদা ও গর্ব রক্ষা করতে তাঁরা এমনটা করতেই পারেন !