ETV Bharat / bharat

Lakhimpur Kheri Case : পুলিশের কাছে হাজিরা লখিমপুর কাণ্ডে মূল অভিযুক্ত মন্ত্রীপুত্র আশিসের - Lakhimpur Kheri Violance

আজ সময়মতো লখিমপুর কাণ্ডের অন্যতম অভিযুক্ত আশিস মিশ্র ক্রাইম ব্রাঞ্চে এসে পৌঁছান ৷ 3 অক্টোবরের মর্মান্তিক ঘটনার পর 6 দিনের মাথায় আজ তিনি উত্তরপ্রদেশ পুলিশের কাছে এলেন ৷ এই ঘটনায় বিজেপি সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ৷

আশিস মিশ্র
আশিস মিশ্র
author img

By

Published : Oct 9, 2021, 11:07 AM IST

Updated : Oct 9, 2021, 12:08 PM IST

লখিমপুর, 9 অক্টোবর : শেষমেশ হাজিরা দিলেন তিনি ৷ কাল ডিআইজিকে অপেক্ষায় রাখলেও আজ কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির (Union Minister Ajay Mishra) ছেলে আশিস মিশ্র (Ashish Mishra) লখিমপুরের (Lakhimpur) ক্রাইম ব্রাঞ্চে আসেন ৷ লখিমপুর কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল ফের পুলিশ সমন পাঠিয়েছিল তাঁকে ৷

তবে পুলিশ আধিকারিকেরা আশিস মিশ্রকে জিজ্ঞাসাবাদের বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ রাষ্ট্রমন্ত্রীর ছেলের পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল শুক্রবার সকাল 10টায় ৷ কিন্তু তিনি আসেননি ৷ এরপর উত্তরপ্রদেশ পুলিশ শনিবার সকাল 11 টায় আসার কথা জানিয়ে ফের সমনের নোটিস পাঠায় অভিযুক্ত আশিস মিশ্রকে ৷

বৃহস্পতিবার লখিমপুর কাণ্ডে 2 জনকে গ্রেফতার করে পুলিশ ৷ সুপ্রিম কোর্টে দেশের প্রধান বিচারপতি (Chief Justice of India) এন ভি রামানার (N V Ramana) নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয় ৷ প্রধান বিচারপতি সরকারকে জিজ্ঞাসা করেন এই ঘটনায় কতজন অভিযুক্ত এবং তাদের মধ্যে কাকে কাকে গ্রেফতার করা হয়েছে ৷ সরকারের তরফে আইনজীবী এবিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আদালতের কাছে একদিন সময় চেয়ে নেন ৷ এরপর উত্তরপ্রদেশ পুলিশ শুক্রবার হাজিরার কথা জানিয়ে আশিস মিশ্র ও মন্ত্রী অজয় মিশ্রের বাড়ির দরজায় সমনের নোটিস সেঁটে দিয়ে আসে ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Case: লখিমপুর খেরি তদন্তে যোগী সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট

  • #WATCH Son of MoS Home Ajay Mishra Teni, Ashish Mishra arrives at Crime Branch office, Lakhimpur

    He was summoned by UP Police in connection with Lakhimpur violence. pic.twitter.com/g6wMpHYOKr

    — ANI UP (@ANINewsUP) October 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিবার 3 অক্টোবর, 4 জন বিক্ষোভরত কৃষকদের উপর দিয়ে এসইউভি চালিয়ে মেরে ফেলা হয় ৷ অভিযোগ, কৃষকদের পিষে মারা গাড়িগুলির মধ্যে একটিতে ছিলেন আশিস মিশ্র ৷ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) 302 ধারায় খুনের অভিযোগে এফআইআর দায়ের করা হলেও তাঁকে গ্রেফতার করা হয়নি ৷ এই ঘটনায় ওই দিন মোট 8 জন মারা গিয়েছেন ৷

বিক্ষুব্ধ কৃষকদের বিরুদ্ধে অভিযোগ, তারা 4 জন কৃষকের মৃত্যুর পর 2 জন বিজেপি কর্মীকে পিটিয়ে মারেন, একজন গাড়িচালক মারা যান এবং ওই সময়ে স্থানীয় সংবাদমাধ্যমের এক রিপোর্টারও প্রাণ হারান ৷ এই ঘটনায় ক্রমশ উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনীতি ৷

যোগী সরকার একজন অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে এক সদস্যের একটি তদন্ত কমিশন গড়েছে৷ অন্যদিকে ডিআইজি (DIG) উপেন্দ্র আগরওয়ালের (Upendra Agarwal) নেতৃত্বে 9 জন সদস্যের একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে ৷ গতকালও সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, সর্বোচ্চ আদালত যোগী সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় ৷

লখিমপুর, 9 অক্টোবর : শেষমেশ হাজিরা দিলেন তিনি ৷ কাল ডিআইজিকে অপেক্ষায় রাখলেও আজ কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির (Union Minister Ajay Mishra) ছেলে আশিস মিশ্র (Ashish Mishra) লখিমপুরের (Lakhimpur) ক্রাইম ব্রাঞ্চে আসেন ৷ লখিমপুর কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল ফের পুলিশ সমন পাঠিয়েছিল তাঁকে ৷

তবে পুলিশ আধিকারিকেরা আশিস মিশ্রকে জিজ্ঞাসাবাদের বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ রাষ্ট্রমন্ত্রীর ছেলের পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল শুক্রবার সকাল 10টায় ৷ কিন্তু তিনি আসেননি ৷ এরপর উত্তরপ্রদেশ পুলিশ শনিবার সকাল 11 টায় আসার কথা জানিয়ে ফের সমনের নোটিস পাঠায় অভিযুক্ত আশিস মিশ্রকে ৷

বৃহস্পতিবার লখিমপুর কাণ্ডে 2 জনকে গ্রেফতার করে পুলিশ ৷ সুপ্রিম কোর্টে দেশের প্রধান বিচারপতি (Chief Justice of India) এন ভি রামানার (N V Ramana) নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয় ৷ প্রধান বিচারপতি সরকারকে জিজ্ঞাসা করেন এই ঘটনায় কতজন অভিযুক্ত এবং তাদের মধ্যে কাকে কাকে গ্রেফতার করা হয়েছে ৷ সরকারের তরফে আইনজীবী এবিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আদালতের কাছে একদিন সময় চেয়ে নেন ৷ এরপর উত্তরপ্রদেশ পুলিশ শুক্রবার হাজিরার কথা জানিয়ে আশিস মিশ্র ও মন্ত্রী অজয় মিশ্রের বাড়ির দরজায় সমনের নোটিস সেঁটে দিয়ে আসে ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Case: লখিমপুর খেরি তদন্তে যোগী সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট

  • #WATCH Son of MoS Home Ajay Mishra Teni, Ashish Mishra arrives at Crime Branch office, Lakhimpur

    He was summoned by UP Police in connection with Lakhimpur violence. pic.twitter.com/g6wMpHYOKr

    — ANI UP (@ANINewsUP) October 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিবার 3 অক্টোবর, 4 জন বিক্ষোভরত কৃষকদের উপর দিয়ে এসইউভি চালিয়ে মেরে ফেলা হয় ৷ অভিযোগ, কৃষকদের পিষে মারা গাড়িগুলির মধ্যে একটিতে ছিলেন আশিস মিশ্র ৷ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) 302 ধারায় খুনের অভিযোগে এফআইআর দায়ের করা হলেও তাঁকে গ্রেফতার করা হয়নি ৷ এই ঘটনায় ওই দিন মোট 8 জন মারা গিয়েছেন ৷

বিক্ষুব্ধ কৃষকদের বিরুদ্ধে অভিযোগ, তারা 4 জন কৃষকের মৃত্যুর পর 2 জন বিজেপি কর্মীকে পিটিয়ে মারেন, একজন গাড়িচালক মারা যান এবং ওই সময়ে স্থানীয় সংবাদমাধ্যমের এক রিপোর্টারও প্রাণ হারান ৷ এই ঘটনায় ক্রমশ উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনীতি ৷

যোগী সরকার একজন অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে এক সদস্যের একটি তদন্ত কমিশন গড়েছে৷ অন্যদিকে ডিআইজি (DIG) উপেন্দ্র আগরওয়ালের (Upendra Agarwal) নেতৃত্বে 9 জন সদস্যের একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে ৷ গতকালও সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, সর্বোচ্চ আদালত যোগী সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় ৷

Last Updated : Oct 9, 2021, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.