ETV Bharat / bharat

আসাদুদ্দিন ওয়েইসি মহম্মদ আলি জিন্নার অবতার : তেজস্বী সূর্য - TRS

তেজস্বী সূর্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের 100টি শহরকে স্মার্ট সিটি করতে চান ৷ কিন্তু তেলাঙ্গানার জন্য় বরাদ্দ অর্থ কোথায় গেল ?

asaduddin-owaisi-is-muhammad-ali-jinnahs-new-avatar-says-bjym-chief-tejasvi-surya
আসাউদ্দিন ওয়েইসি পাকিস্তানের মহম্মদ আলি জিন্নার নয়া অবতার : তেজস্বী সূর্য
author img

By

Published : Nov 24, 2020, 2:09 PM IST

হায়দরাবাদ (তেলেঙ্গানা), 24 নভেম্বর : AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়েইসি মহম্মদ আলি জিন্নার নতুন অবতার ৷ গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনের আগে ওয়েইসিকে এই ভাষাতেই আক্রমণ করলেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য ৷ তেলাঙ্গানার উন্নয়ন নিয়ে বলতে গিয়ে TRS ও AIMIM-কে আক্রমণ করেন তিনি ৷ সেখানেই আসাদুদ্দিন ওয়েইসিকে জিন্নার সঙ্গে তুলনা করেন তিনি ৷

তেজস্বী সূর্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের 100টি শহরকে স্মার্ট সিটি করতে চান ৷ কিন্তু তেলাঙ্গানার জন্য় বরাদ্দ অর্থ কোথায় গেল ? এরপরই তিনি অভিযোগ করেন, TRS এবং AIMIM একই পয়সার দুই পিঠ ৷ বিশেষত ওয়েইসি মহম্মদ আলি জিন্নার নতুন অবতার ৷ তিনি অভিযোগ করেন, কে চন্দ্রশেখর রাও হায়দরাবাদকে দ্বিতীয় ইস্তানবুল হিসেবে গড়ে তুলতে চান ৷ আর আসাদুদ্দিন ওয়েইসি ভারতের হায়দরাবাদকে পাকিস্তানের হায়দরাবাদ বানাতে চান ৷ কিন্তু, BJP-র লক্ষ্য় হায়দরাবাদকে ভাগ্য়নগর গড়ে তোলা ৷

তেজস্বী সূর্য আরও বলেন, AIMIM প্রধানের ভাষা আসলে চকমপন্থীদের মতো যারা বিচ্ছিন্নতাবাদ ও উগ্রপন্থায় বিশ্বাস করে ৷ যা আসলে মহম্মদ আলি জিন্না ব্য়বহার করতেন ৷ এরপরই তেলাঙ্গানাবাসীর উদ্দেশে তিনি বলেন, ওয়েইসিকে একটি ভোট দেওয়া মানে তা ভারতের বিরোধিতা করা ৷ আসাদুদ্দিন ওয়েইসির হায়দরাবাদের উন্নয়ন নিয়ে বলা কথারও কটাক্ষ করেন তেজস্বী সূর্য ৷ রোহিঙ্গা প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওয়েইসির মুখে হায়দরাবাদের উন্নয়নের কথা শুনে তাঁর হাসি পায় ৷ কারণ হিসেবে তিনি বলেন, ওয়েইসির দল পুরাতন হায়দরাবাদে কোনও উন্নয়নমূলক কাজ হতে দেয় না ৷ সেখানে শুধুমাত্র রোহিঙ্গা মুসলিমদের প্রবেশের অধিকার রয়েছে ৷ এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কৃষ্ণা রেড্ডি বলেন, হায়দরাবাদের মানুষ সেখানে পরিবর্তন চায় ৷ আর তা কেবলমাত্র BJP করতে পারে ৷

হায়দরাবাদ (তেলেঙ্গানা), 24 নভেম্বর : AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়েইসি মহম্মদ আলি জিন্নার নতুন অবতার ৷ গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনের আগে ওয়েইসিকে এই ভাষাতেই আক্রমণ করলেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য ৷ তেলাঙ্গানার উন্নয়ন নিয়ে বলতে গিয়ে TRS ও AIMIM-কে আক্রমণ করেন তিনি ৷ সেখানেই আসাদুদ্দিন ওয়েইসিকে জিন্নার সঙ্গে তুলনা করেন তিনি ৷

তেজস্বী সূর্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের 100টি শহরকে স্মার্ট সিটি করতে চান ৷ কিন্তু তেলাঙ্গানার জন্য় বরাদ্দ অর্থ কোথায় গেল ? এরপরই তিনি অভিযোগ করেন, TRS এবং AIMIM একই পয়সার দুই পিঠ ৷ বিশেষত ওয়েইসি মহম্মদ আলি জিন্নার নতুন অবতার ৷ তিনি অভিযোগ করেন, কে চন্দ্রশেখর রাও হায়দরাবাদকে দ্বিতীয় ইস্তানবুল হিসেবে গড়ে তুলতে চান ৷ আর আসাদুদ্দিন ওয়েইসি ভারতের হায়দরাবাদকে পাকিস্তানের হায়দরাবাদ বানাতে চান ৷ কিন্তু, BJP-র লক্ষ্য় হায়দরাবাদকে ভাগ্য়নগর গড়ে তোলা ৷

তেজস্বী সূর্য আরও বলেন, AIMIM প্রধানের ভাষা আসলে চকমপন্থীদের মতো যারা বিচ্ছিন্নতাবাদ ও উগ্রপন্থায় বিশ্বাস করে ৷ যা আসলে মহম্মদ আলি জিন্না ব্য়বহার করতেন ৷ এরপরই তেলাঙ্গানাবাসীর উদ্দেশে তিনি বলেন, ওয়েইসিকে একটি ভোট দেওয়া মানে তা ভারতের বিরোধিতা করা ৷ আসাদুদ্দিন ওয়েইসির হায়দরাবাদের উন্নয়ন নিয়ে বলা কথারও কটাক্ষ করেন তেজস্বী সূর্য ৷ রোহিঙ্গা প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওয়েইসির মুখে হায়দরাবাদের উন্নয়নের কথা শুনে তাঁর হাসি পায় ৷ কারণ হিসেবে তিনি বলেন, ওয়েইসির দল পুরাতন হায়দরাবাদে কোনও উন্নয়নমূলক কাজ হতে দেয় না ৷ সেখানে শুধুমাত্র রোহিঙ্গা মুসলিমদের প্রবেশের অধিকার রয়েছে ৷ এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কৃষ্ণা রেড্ডি বলেন, হায়দরাবাদের মানুষ সেখানে পরিবর্তন চায় ৷ আর তা কেবলমাত্র BJP করতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.