ETV Bharat / bharat

Nupur Sharma Row: নূপুরকেই দিল্লির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করবে বিজেপি ! দাবি ওয়েইসির - নূপুর শর্মা বিতর্ক

নূপুর শর্মার মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক (Nupur Sharma Row) নিয়ে মুখ খুললেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) ৷ তিনি নূপুরের শাস্তি চেয়ে সরব হয়েছেন ৷ তাঁর দাবি, দিল্লির পরবর্তী নির্বাচনে নূপুরকেই 'মুখ্যমন্ত্রীর মুখ' হিসাবে তুলে ধরবে বিজেপি !

Asaduddin Owaisi claims bjp will promote nupur sharma as next chief minister candidate of delhi
Nupur Sharma Row: নূপুরকেই দিল্লির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করবে বিজেপি ! দাবি ওয়েইসির
author img

By

Published : Jun 19, 2022, 1:40 PM IST

হায়দরাবাদ, 19 জুন: নূপুর শর্মার মন্তব্য ঘিরে বিতর্কের (Nupur Sharma Row) মধ্যেই অগ্নিপথ প্রকল্প (Agnipath Scheme Protest) নিয়ে দেশজুড়ে অশান্তি ছড়িয়েছে ৷ আর এই নয়া অশান্তির মধ্যে হঠাৎই স্তিমিত হয়ে গিয়েছে নূপুর শর্মা বিতর্ক ৷ রবিবার সেই 'ছাইচাপা আগুন'কেই কার্যত 'হাওয়া' দিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) ৷ তাঁর দাবি, ভারতীয় আইন মেনে নূপুর শর্মাকে কঠোর শাস্তি দিতে হবে ৷ এর পাশাপাশি, নূপুরকে নিয়ে একটি ভবিষ্যৎবাণীও করেছেন ওয়েইসি ৷ তাঁর বক্তব্য, আগামী দিনে নূপুরকে দলের বড় নেত্রী হিসাবে পেশ করবে বিজেপি ৷ এমনকী, পরবর্তী দিল্লি নির্বাচনেও নূপুরকেই দলের 'মুখ্যমন্ত্রীর মুখ' হিসাবে বিজেপি তুলে ধরবে বলে দাবি করেছেন ওয়েইসি ৷

এদিন এই প্রসঙ্গে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর (Telangana Chief Minister) উদ্দেশে ওয়েইসি বলেন, "ভারতের আইন মোতাবেক নূপুর শর্মাকে গ্রেফতার করা উচিত এবং তাঁর শাস্তি হওয়া উচিত ৷ আমরা চাই, সংবিধান মেনেই তাঁকে শাস্তি দেওয়া হোক ৷ আমি জানি, আগামী ছ'মাসের মধ্য়েই নূপুর শর্মাকে বড় নেত্রী হিসাবে তুলে ধরা হবে ৷ এমনকী, নূপুর শর্মাকে দিল্লির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীও করা হতে পারে ৷" এই প্রেক্ষাপটে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর প্রতি ওয়েইসির দাবি হল, অবিলম্বে নূপুরকে গ্রেফতার করে দক্ষিণের এই রাজ্যে নিয়ে আসা হোক ৷

আরও পড়ুন: US Condemns Nupur Sharma comment: 2 বিজেপি কর্মীর 'আপত্তিকর' মন্তব্যের নিন্দায় সরব আমেরিকা

গোটা ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ওয়েইসি ৷ তাঁর কথায়, "বিজেপি নূপুরকে আড়াল করার চেষ্টা করছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী একটি বাক্যও খরচ করেননি ৷ ইতিমধ্যেই এআইএমআইএম নূপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ৷ এফআইআর নথিভুক্ত করা হয়েছে ৷ আমি এই রাজ্য়ের মুখ্যমন্ত্রী ও স্থানীয় পুলিশ কমিশনারকে আবেদন জানাচ্ছি, তাঁরা যেন দিল্লিতে পুলিশের প্রতিনিধিদল পাঠিয়ে মহাশয়াকে (নূপুর শর্মা) গ্রেফতার করে এখানে নিয়ে আসেন ৷"

এর পাশাপাশি, সম্প্রতি উত্তরপ্রদেশে যোগী সরকারের বিরুদ্ধে যে বুলডোজার রাজনীতির অভিযোগ উঠেছে, তারও সমালোচনা করেছেন ওয়েইসি ৷ তিনি বলেন, "প্রয়াগরাজে আফরিন ফতিমার (Afreen Fatima) বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৷ কেন আপনারা বাড়িটি গুঁড়িয়ে দিলেন ? কারণ, ওঁর বাবা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিলেন ৷ সুবিচার সংবিধানের প্রাথমিক কাঠামো ৷ এই বিষয়ে কে সিদ্ধান্ত নেবে ? তিনি (ফতিমার বাবা) কোনও কর্মসূচি আয়োজন করেছিলেন কি না, সেটা তো আদালত বিচার করবে ৷ আদালত এর জন্য তাঁর স্ত্রী ও সন্তানদের শাস্তি দেবে না ৷" প্রসঙ্গত, এর আগে মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নসিম খানও নূপুর শর্মাকে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন ৷

হায়দরাবাদ, 19 জুন: নূপুর শর্মার মন্তব্য ঘিরে বিতর্কের (Nupur Sharma Row) মধ্যেই অগ্নিপথ প্রকল্প (Agnipath Scheme Protest) নিয়ে দেশজুড়ে অশান্তি ছড়িয়েছে ৷ আর এই নয়া অশান্তির মধ্যে হঠাৎই স্তিমিত হয়ে গিয়েছে নূপুর শর্মা বিতর্ক ৷ রবিবার সেই 'ছাইচাপা আগুন'কেই কার্যত 'হাওয়া' দিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) ৷ তাঁর দাবি, ভারতীয় আইন মেনে নূপুর শর্মাকে কঠোর শাস্তি দিতে হবে ৷ এর পাশাপাশি, নূপুরকে নিয়ে একটি ভবিষ্যৎবাণীও করেছেন ওয়েইসি ৷ তাঁর বক্তব্য, আগামী দিনে নূপুরকে দলের বড় নেত্রী হিসাবে পেশ করবে বিজেপি ৷ এমনকী, পরবর্তী দিল্লি নির্বাচনেও নূপুরকেই দলের 'মুখ্যমন্ত্রীর মুখ' হিসাবে বিজেপি তুলে ধরবে বলে দাবি করেছেন ওয়েইসি ৷

এদিন এই প্রসঙ্গে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর (Telangana Chief Minister) উদ্দেশে ওয়েইসি বলেন, "ভারতের আইন মোতাবেক নূপুর শর্মাকে গ্রেফতার করা উচিত এবং তাঁর শাস্তি হওয়া উচিত ৷ আমরা চাই, সংবিধান মেনেই তাঁকে শাস্তি দেওয়া হোক ৷ আমি জানি, আগামী ছ'মাসের মধ্য়েই নূপুর শর্মাকে বড় নেত্রী হিসাবে তুলে ধরা হবে ৷ এমনকী, নূপুর শর্মাকে দিল্লির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীও করা হতে পারে ৷" এই প্রেক্ষাপটে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর প্রতি ওয়েইসির দাবি হল, অবিলম্বে নূপুরকে গ্রেফতার করে দক্ষিণের এই রাজ্যে নিয়ে আসা হোক ৷

আরও পড়ুন: US Condemns Nupur Sharma comment: 2 বিজেপি কর্মীর 'আপত্তিকর' মন্তব্যের নিন্দায় সরব আমেরিকা

গোটা ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ওয়েইসি ৷ তাঁর কথায়, "বিজেপি নূপুরকে আড়াল করার চেষ্টা করছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী একটি বাক্যও খরচ করেননি ৷ ইতিমধ্যেই এআইএমআইএম নূপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ৷ এফআইআর নথিভুক্ত করা হয়েছে ৷ আমি এই রাজ্য়ের মুখ্যমন্ত্রী ও স্থানীয় পুলিশ কমিশনারকে আবেদন জানাচ্ছি, তাঁরা যেন দিল্লিতে পুলিশের প্রতিনিধিদল পাঠিয়ে মহাশয়াকে (নূপুর শর্মা) গ্রেফতার করে এখানে নিয়ে আসেন ৷"

এর পাশাপাশি, সম্প্রতি উত্তরপ্রদেশে যোগী সরকারের বিরুদ্ধে যে বুলডোজার রাজনীতির অভিযোগ উঠেছে, তারও সমালোচনা করেছেন ওয়েইসি ৷ তিনি বলেন, "প্রয়াগরাজে আফরিন ফতিমার (Afreen Fatima) বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৷ কেন আপনারা বাড়িটি গুঁড়িয়ে দিলেন ? কারণ, ওঁর বাবা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিলেন ৷ সুবিচার সংবিধানের প্রাথমিক কাঠামো ৷ এই বিষয়ে কে সিদ্ধান্ত নেবে ? তিনি (ফতিমার বাবা) কোনও কর্মসূচি আয়োজন করেছিলেন কি না, সেটা তো আদালত বিচার করবে ৷ আদালত এর জন্য তাঁর স্ত্রী ও সন্তানদের শাস্তি দেবে না ৷" প্রসঙ্গত, এর আগে মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নসিম খানও নূপুর শর্মাকে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.