নয়াদিল্লি, 18 ডিসেম্বর: অরুণাচলপ্রদেশের (Arunachal Pradesh) তাওয়াং (Tawang) সীমান্তে ভারতীয় ও চিনা সেনার সম্মুখ সংঘাত নিয়ে এবার সুর চড়ালেন আপ (AAP) নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷ প্রশ্ন তুললেন, এত কিছুর পরও কেন চিনা পণ্য়ের আমদানি বন্ধ করা হচ্ছে না ? রবিবার এই ইস্যুতে সরাসরি নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকারকে আক্রমণ করেন তিনি ৷ তাঁর বার্তা, দেশের সেনাবাহিনীর জন্য একটু অন্তত 'সাহস এবং সম্মান' দেখাক কেন্দ্রীয় সরকার !
এদিন ছিল আপের জাতীয় পরিষদের বৈঠক ৷ তাতে যোগ দিয়ে কেজরি বলেন, "একদিকে যখন সীমান্তে চিনের আগ্রাসন ক্রমশ বাড়ছে, তখনও কেন্দ্র বোঝানোর চেষ্টা করছে, সব ঠিক আছে !" কেজরিওয়ালের অভিযোগ, চিনকে পিছন দিকে ঠেলার বদলে, তাদের ভারতে ঢোকার আরও বেশি সুযোগ করে দিচ্ছে কেন্দ্র ! অথচ, ভারতের জওয়ানরা চিনা অনুপ্রবেশ ঠেকাতে নিজেদের জীবন পর্যন্ত বাজি রাখছেন !
আরও পড়ুন: বিপদে ডোকলাম-শিলিগুড়ি করিডোর, চিন-চর্চা কবে ? প্রশ্ন খাড়গের
কেজরিওয়ালের জাবি, "গত কয়েক দিন ধরে এই ঘটনা প্রত্যেক ভারতীয়ের বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ৷ গত কয়েক বছর ধরে চিন অনুপ্রবেশ ঘটিয়ে চলেছে ৷ আমাদের সেনাবাহিনী ওদের বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে লড়াই করছে ৷ এমনকী, সীমান্ত রক্ষার কর্তব্য পালন করতে গিয়ে তাঁরা নিজেদের জীবন পর্যন্ত বিসর্জন দিচ্ছেন ! তারপরও গত কয়েক বছর ধরে আমরা শুনছি, চিন এখনও আমাদের এলাকায় ঢুকে পড়ছে ৷ কিন্তু, মোদি সরকার বলছে, সবকিছু ঠিক আছে ৷ তারা লাগাতার চিনকে পুরস্কৃত করে চলেছে ৷"
কিন্তু, প্রশ্ন হল চিনকে পুরস্কৃত করার কথা বলে আদতে কী বোঝাতে চেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী? তিনি আসলে তোপ দেগেছেন ভারতের বাজারে চিনা পণ্য়ের রমরমা নিয়ে ৷ কেজরিওয়ালের প্রশ্ন, চিনের এই আগ্রাসন, হামলার পরও কেন আরও বেশি করে চিনা পণ্য ভারতে আমদানি করার অনুমতি দিচ্ছে মোদি সরকার ?
এরপরই হিসাবের একটি খতিয়ান তুলে ধরেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর দাবি, 2020-21 আর্থিক বছরে চিনের কাছ থেকে 6 হাজার 500 কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে ভারত ৷ "এরপর চিন ফের ভারতকে চোখ রাঙায় ৷ আগের তুলনায় আরও বেশি করে ৷ জবাবে বিজেপি নেতৃত্বাধীন সরকার পরের বছর 9 হাজার 500 কোটি মার্কিন ডলারের চিনা পণ্য ক্রয় করে ! আপনাদের কি ভারতীয় সেনাবাহিনীর প্রতি কোনও সম্মান নেই ? তাঁদের জীবনের কি কোনও মূল্য নেই ? একটু তো সাহস দেখান ৷ ভারত যদি আমদানি বন্ধ করে দেয়, তাহলেই চিন বুঝতে পারবে, আখেরে তার দম কত !"
এদিন একইসঙ্গে, চিনা পণ্য বয়কেটর ডাক দেন কেজরিওয়াল ৷ তিনি বলেন, "ওঁরা বলেন চিনা পণ্য নাকি সস্তা ৷ কিন্তু, ওই পণ্য যদি সস্তাও হয়, তাহলেও আমরা তা চাই না ৷ আমরা ভারতের তৈরি পণ্য দ্বিগুণ দামেও কিনতে রাজি আছি ৷" একইসঙ্গে, এদিন দেশে ক্রমবর্ধমান বেকারত্ব নিয়েও কেন্দ্রকে তুলোধনা করেন কেজরিওয়াল ৷