নয়াদিল্লি, 21 ডিসেম্বর: আবগারি নীতি তৈরিতে অর্থ তছরূপের মামলায় বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সেই তলবে তিনি ইডি-র অফিসে হাজিরা দেননি ৷ বরং সূত্র মারফত জানা গিয়েছে যে ইডি-কে চিঠি দিয়েছেন কেজরিওয়াল ৷ সেখানে তিনি অভিযোগ করেছেন যে তাঁকে পাঠানো সমন বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ ৷
ইডি-র সমন পেয়ে হাজিরা না দিলেও এ দিন দিল্লির মুখ্যমন্ত্রী ঠিক কোথায় আছেন, সেই বিষয়ে কারও কাছে কোনও খবর নেই ৷ কারণ, বুধবারই কেজরিওয়াল চলে গিয়েছেন অজ্ঞাতবাসে ৷ দিনদশেক তিনি সেখানে থেকে বিপাসন যোগ করবেন বলে জানা গিয়েছে ৷
যদিও এই বিপাসন যোগ করতে মঙ্গলবার যাওয়ার কথা ছিল কেজরিওয়ালের ৷ আগে থেকেই তা নির্ধারিত ছিল ৷ কিন্তু ওইদিনই নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় বিরোধীদের ‘ইন্ডিয়া’ ব্লকের বৈঠক ৷ সেই কারণে তিনি মঙ্গলবার যেতে পারেননি ৷ বুধবার দুপুর দেড়টা নাগাদ তিনি বিপাসন যোগ করতে অজ্ঞাতবাসে বেরিয়ে পড়েন বলে সরকারি আধিকারিকদের থেকে জানা গিয়েছে ৷
সেখানে যাওয়ার আগেই ইডি-কে পালটা চিঠি কেজরিওয়াল পাঠিয়েছেন বলে সূত্রের খবর ৷ ওই সূত্র জানিয়েছে যে কেজরিওয়াল ইডি-র তরফে নতুন পাঠানো সমনকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং বেআইনি বলে অভিহিত করেছেন । উত্তরে ইডি-কে কেজরিওয়াল জানিয়েছেন যে তিনি স্বচ্ছতা ও সততার মাধ্যমে তাঁর জীবন কাটিয়েছেন ৷ আর তাঁর লুকানোর কিছু নেই । কেজরিওয়াল ইডি-কে আরও জানিয়েছেন যে আইন মোতাবেক পাঠানো যে কোনও তিনি সমন গ্রহণ করতে প্রস্তুত রয়েছেন ৷
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি মঙ্গলবার ইডি-র সমনের সময় নিয়ে প্রশ্ন তুলেছিল ৷ এই নিয়ে আপ সাংসদ রাঘব চাড্ডা বলেন, "সবাই জানেন মুখ্যমন্ত্রী (অরবিন্দ কেজরিওয়াল) 19 ডিসেম্বর বিপাসনার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন । তিনি নিয়মিত এই ধ্যানের কোর্স করতে যান । এটি একটি পূর্বনির্ধারিত এবং পূর্ব ঘোষিত পরিকল্পনা ।"
সেই সময়ই কেন ইডি কেজরিওয়ালকে সমন দিল, সেই প্রশ্ন তুলেছে আপ৷ তাদের তরফে জানানো হয় যে আপের আইনজীবীরা বিষয়টি খতিয়ে দেখছেন ৷ এই নিয়ে আইন মোতাবেক পদক্ষেপ করা হবে ৷ যদিও একই মামলায় এর আগেও কেজরিওয়ালকে একবার তলব করেছিল ইডি ৷ গত 2 নভেম্বর দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছিল ৷ সেই সময়ও ইডি-র সমনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছিলেন কেজরিওয়াল ৷ সেবারও তিনি ইডি-র দফতরে হাজিরা দেননি ৷
আরও পড়ুন: