চণ্ডীগড়, 27 ডিসেম্বর : দু’মাস পরই পঞ্জাবে বিধানসভা নির্বাচন ৷ তার আগে ওই রাজ্য়ে নির্বাচনী সাফল্য পেল আম আদমি পার্টি ৷ চণ্ডীগড় পৌরনিগমে প্রথমবার লড়েই প্রথম স্থানে উঠে এল অরবিন্দ কেজরিওয়ালের দল ৷
দলের এই সাফল্য দেখে খুশি অরবিন্দ কেজরিওয়াল ৷ এই নিয়ে টুইট করেছেন তিনি ৷ লিখেছেন, চণ্ডীগড় পৌরনিগমের ভোটে আম আদমি পার্টির এই জয় প্রমাণ করছে যে পঞ্জাবে পরিবর্তন হতে চলেছে (arvind kejriwal says chandigarh municipal corporation results sign of the coming change in punjab) ৷
চণ্ডীগড় পৌরনিগমে (Chandigarh Municipal Election Result) এর আগে 26টি আসন ছিল ৷ এবার তা বেড়ে হয়েছে 35 ৷ ফলে পৌর-বোর্ড গঠন করার জন্য কোনও রাজনৈতিক দলের হাতে অন্তত 18 জন কাউন্সিলর থাকা দরকার ৷ কিন্তু সোমবারের ফলাফলে দেখা যাচ্ছে, সেই সংখ্যা এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলের কাছে নেই ৷
আপ 14টি আসন জিতে একক বৃহত্তম দল হয়েছে চণ্ডীগড় পৌরনিগমে ৷ দ্বিতীয় দল হিসেবে রয়েছে বিজেপি ৷ তারা পেয়েছে 12টি আসন ৷ 8টি আসন পেয়ে তৃতীয় দল কংগ্রেস ৷ আর শিরোমনি অকালি দল পেয়েছে একটি আসন ৷
-
"This victory of the Aam Aadmi Party in Chandigarh Municipal Corporation is a sign of the coming change in Punjab," tweets Aam Aadmi Party's Arvind Kejriwal pic.twitter.com/7e5rG8nDIT
— ANI (@ANI) December 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">"This victory of the Aam Aadmi Party in Chandigarh Municipal Corporation is a sign of the coming change in Punjab," tweets Aam Aadmi Party's Arvind Kejriwal pic.twitter.com/7e5rG8nDIT
— ANI (@ANI) December 27, 2021"This victory of the Aam Aadmi Party in Chandigarh Municipal Corporation is a sign of the coming change in Punjab," tweets Aam Aadmi Party's Arvind Kejriwal pic.twitter.com/7e5rG8nDIT
— ANI (@ANI) December 27, 2021
2016 সালের ভোটে চণ্ডীগড় পৌরনিগম দখল করেছিল বিজেপি ৷ তারা পেয়েছিল 20টি আসন ৷ তখন শিরোমনি অকালি দল তাদের শরিক ছিল ৷ তারা সেবারও একটি আসন পেয়েছিল ৷ কিন্তু এবার বিজেপির হাত থেকে ক্ষমতা চলে গেল ৷ তার উপর চণ্ডীগড়ের বিদায়ী মেয়র রবি কান্ত শর্মাও হেরেছেন আপের প্রার্থীর কাছে ৷ সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবির বড় ধাক্কা খেল ৷
আরও পড়ুন : Punjab Assembly Election 2022 : নতুন দল গড়ে পঞ্জাবের ভোটে লড়বেন অন্নদাতারা
-
Chandigarh Municipal Corp poll results | Aam Aadmi Party wins in 14 wards, BJP wins in 12 wards, Congress wins in 8 wards, Shiromani Akali Dal wins in 1 ward, as per State Election Commission pic.twitter.com/pab67hMnLr
— ANI (@ANI) December 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Chandigarh Municipal Corp poll results | Aam Aadmi Party wins in 14 wards, BJP wins in 12 wards, Congress wins in 8 wards, Shiromani Akali Dal wins in 1 ward, as per State Election Commission pic.twitter.com/pab67hMnLr
— ANI (@ANI) December 27, 2021Chandigarh Municipal Corp poll results | Aam Aadmi Party wins in 14 wards, BJP wins in 12 wards, Congress wins in 8 wards, Shiromani Akali Dal wins in 1 ward, as per State Election Commission pic.twitter.com/pab67hMnLr
— ANI (@ANI) December 27, 2021
পঞ্জাবে 2017 সালের বিধানসভা ভোটে ভাল ফল করতে পারেনি বিজেপি ৷ এবার তারা ঘুরে দাঁড়াতে মরিয়া ৷ অন্যদিকে গতবার বিজেপি-অকালি জোটকে সরিয়ে ক্ষমতায় আসা কংগ্রেসের পরিস্থিতিও ভালো নয় ৷ অন্তর্দ্বন্দ্বে দীর্ণ রাহুল-সোনিয়াদের দল ৷ এই পরিস্থিতি পঞ্জাবে আম আদমি পার্টির জনপ্রিয়তা যে বাড়ছে, এদিনের ফলে প্রমাণ হয়ে গেল ৷ এখন প্রশ্ন, 2017 সালে বিরোধী দল হওয়া আপ কি এবার পঞ্জাবের মসনদে (Punjab Assembly Election 2022) পৌঁছতে পারবে ?