নয়াদিল্লি, 11 নভেম্বর: আগামী 4 ডিসেম্বর দিল্লি পৌরনিগমের ভোট (MCD Polls) ৷ তার আগে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (Aam Aadmi Party) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) দশদফা প্রতিশ্রুতি পেশ করলেন ৷ তার মধ্যে জঞ্জাল সাফাই, দুর্নীতি দমন, পৌরকর্মীদের সময়ে বেতন দেওয়ার মতো প্রতিশ্রুতি রয়েছে ৷
দিল্লি পৌরনিগমে (Municipal Corporation of Delhi) গত 15 বছর ধরে বিজেপি (BJP) ক্ষমতায় রয়েছে ৷ কিন্তু এই 15 বছরে বিজেপি কোনও কাজ করেনি বলে এদিন অভিযোগ করেছেন কেজরিওয়াল ৷ তাঁর দাবি, সেই কারণে বিজেপি এবার 20টির বেশি আসন পাবে না ৷ তাছাড়া তাঁর আরও দাবি, আপ (AAP) যে প্রতিশ্রুতি নির্বাচনের আগে দেয়, সেগুলি তারা পূরণ করে ৷
এছাড়া তিনি জানিয়েছেন, অনলাইনে বাড়ির নকশার অনুমোদন দেওয়া হবে ৷ পার্কিং সমস্যার স্থায়ী সমাধান করা হবে ৷ ভাঙা রাস্তা সারানো হবে ৷ এছাড়া তাঁর আরও প্রতিশ্রুতি, পৌরনিগমের স্কুলগুলি ও চিকিৎসা কেন্দ্রগুলির মানোন্নয়ন করা হবে ৷ পার্কগুলিকে সুন্দর করে সাজানো হবে ৷ এছাড়া ব্যবসায়ীদের জন্যও নানা সুবিধার কথা ঘোষণা করেছেন তিনি ৷
অন্যদিকে এই নির্বাচন নিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ তাঁর অভিযোগ, আপকে আটকাতেই 4 ডিসেম্বর দিল্লি পৌরনিগমের ভোটের দিন ঠিক করা হয়েছে ৷ কারণ, ওই সময়ই গুজরাতে বিধানসভা নির্বাচন হচ্ছে ৷ কিন্তু দু’টি ভোটেই আপ জিতবে বলে জানিয়েছেন আত্মবিশ্বাসী কেজরিওয়াল ৷
প্রসঙ্গত, গুজরাতে বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Elections 2022) আগামী 1 ও 5 ডিসেম্বর ৷ এবার সেখানে লড়াই করছে কেজরিওয়ালের আম আদমি পার্টিও ৷ সেখানে বিজেপির মূল প্রতিপক্ষ কংগ্রেস হলেও আপও লড়াইয়ে রয়েছে ৷
আরও পড়ুন: রোগীর অজান্তে অস্ত্রোপচারে গায়েব কিডনি, যোগীরাজ্যের হোমগার্ডের অভিযোগে হইচই