জয়পুর, 8 সেপ্টেম্বর: আগামিকাল, শনিবার নয়াদিল্লিতে শুরু হচ্ছে জি20 শীর্ষ সম্মেলন ৷ সেই উপলক্ষ্যে শুক্রবার থেকেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও অন্যান্য অতিথিরা ভারতে পৌঁছাতে শুরু করেন ৷ তাঁদের স্বাগত জানাতে ও সম্মেলন চলাকালীন অন্যান্য অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ শিল্প-সংস্কৃতি থেকে খাবার, সবকিছুতেই দেশের প্রতিটি কোণের ছোঁয়া রাখার চেষ্টা করা হচ্ছে সরকারি তরফে ৷
বিভিন্ন দেশের অতিথিদের জন্য প্রতিটি রাজ্যের প্রধান খাবার ও স্ট্রিট ফুডও রাখা হচ্ছে ৷ রাজস্থানের আজওয়াইন পরাঠা এবং গাত্তে কি সবজি থাকছে অথিতিদের মেনুতে ৷ বাজরা থেকে তৈরি খাবারও থাকবে ৷ এর জন্য সংশ্লিষ্ট হোটেলগুলিতে গত কয়েকমাস ধরে প্রস্তুতি চলেছে ৷
এছাড়াও সারা দেশের লোকশিল্পীদেরও অতিথিদের স্বাগত জানাতে আমন্ত্রণ জানানো হয়েছে । অনেক হোটেল আবার তাদের নিজস্ব বাদ্যযন্ত্র দিয়ে অতিথিদের আপ্যায়ন করার জন্য বিভিন্ন রাজ্যের লোকশিল্পীদের আমন্ত্রণ জানিয়েছে ।
রাজস্থানের বিখ্যাত লাঙ্গা মাঙ্গানিয়ার শিল্পীরাও রয়েছেন তালিকায় ৷ তাঁরা তাঁদের শিল্পকর্ম দেখাবেন বিদেশি অতিথিদের ৷ শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি20 সম্মেলন উপলক্ষ্যে বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন ৷ সেখানে সারা দেশের 78 জন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছেন৷ তাঁরা তাঁদের শিল্পকলা তুলে ধরবেন অতিথিদের সামনে ৷
-
Only 1 day to go for the grand #G20 celebration in Delhi.
— PIB India (@PIB_India) September 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
A moment of global cooperation and dialogue that will pave the way for a better tomorrow. #G20India #G20Summit @g20org pic.twitter.com/Zw5qGnrdL9
">Only 1 day to go for the grand #G20 celebration in Delhi.
— PIB India (@PIB_India) September 8, 2023
A moment of global cooperation and dialogue that will pave the way for a better tomorrow. #G20India #G20Summit @g20org pic.twitter.com/Zw5qGnrdL9Only 1 day to go for the grand #G20 celebration in Delhi.
— PIB India (@PIB_India) September 8, 2023
A moment of global cooperation and dialogue that will pave the way for a better tomorrow. #G20India #G20Summit @g20org pic.twitter.com/Zw5qGnrdL9
এছাড়া যেখানে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, সেই ভারত মণ্ডপমেও 26 ধরনের লোকসঙ্গীতের পরিবেশন করা হবে ৷ প্রায় দেড় ঘণ্টা ধরে ওই অনুষ্ঠানে জয়সলমীর বারমেঢ়ের শিল্পীরা তাদের দুর্লভ বাদ্যযন্ত্র কামছার মাধ্যমে লোকসঙ্গীত পরিবেশন করবেন । কামাছা মূলত সিন্ধি সারঙ্গি নামেও পরিচিত ৷ এটা আসলে সিন্ধু ও ইরানের বাদ্যযন্ত্র ।
G-20 সম্মেলনের সময় 8 থেকে 10 সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানে হস্তশিল্পের আয়োজন করা হচ্ছে । এই শিল্পের বাজারে ভারতের বিভিন্ন স্থান থেকে হস্তশিল্পের পণ্য প্রদর্শন করা হচ্ছে । সেখানে এক জেলা এক পণ্য (ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট), জিআই ট্যাগযুক্ত পণ্য এবং মহিলা ও উপজাতিদের তৈরি পণ্যগুলি বিশেষভাবে প্রদর্শিত হচ্ছে । রাজস্থানের হস্তশিল্প যেমন বিখ্যাত বান্ধেজ, লাখ চুড়ি এবং নাথদ্বারার শিল্পীদের তৈরি বিখ্যাত পিচওয়াই চিত্রকর্মও প্রদর্শিত হচ্ছে ।
আরও পড়ুন: জি20 শীর্ষ সম্মেলনে খাদ্য-সতর্কতা, উপকরণ পরীক্ষায় বিশেষ ল্যাবরেটরি
G-20 সম্মেলনের জন্য দিল্লিতে আসা আন্তর্জাতিক প্রতিনিধিরা হোটেল থালি থেকে গোটা ভারতের স্বাদ পাবেন । কয়েক মাস ধরে যে প্রস্তুতি চলছে তা এখন অতিথিদের থালায়ও দৃশ্যমান হবে । শ্রীয়ানা অর্থাৎ বাজরা থেকে তৈরি পণ্য পরিবেশনে আরও বেশি মনোযোগ দেওয়া হবে । বাজরা অর্থাৎ মোটা শস্য, বিশেষ করে রাজস্থানের বাজরা থেকে তৈরি খাবার বিদেশ থেকে আগত অতিথিদের পরিবেশন করা হবে । এছাড়াও রাজস্থানের আজওয়াইন পরাঠা এবং গাত্তে কি সবজির স্বাদও অতিথিদের প্লেটের সৌন্দর্য বাড়িয়ে দেবে ।