ETV Bharat / bharat

Artist Demise on Stage: মঞ্চেই হৃদরোগে আক্রান্ত, না ফেরার দেশে পাড়ি কর্ণাটকের শিল্পীর - হৃদরোগে আক্রান্ত

নাটকে অভিনয় করতে গিয়ে মঞ্চেই প্রাণ হারালেন শিল্পী (Artist Demise on Stage) ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে দাবি চিকিৎসকদের ৷ এই ঘটনা যেন সঙ্গীত শিল্পী কেকে'র কথা মনে করিয়ে দিল সকলকে ৷

Artist Demise in Karnataka
heart attack
author img

By

Published : Jan 8, 2023, 3:04 PM IST

মাণ্ড্য (কর্ণাটক) 8 জানুয়ারি: অভিনয় করতে করতেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন এক অভিনেতা ৷ ঘটনাটি ঘটেছে মাণ্ড্য জেলার মালাভাল্লি তালুকের (Malavalli taluk) বান্দুর গ্রামে (Bandur village) । নাটক চলাকালীন মঞ্চেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল শিল্পীর । প্রয়াত অভিনেতার নাম নানজাইয়া (Nanjaiah) ৷ বয়স হয়েছিল মাত্র 46 বছর ৷ তিনি বাসভনা মন্দিরে নাটক করছিলেন ৷ কুরুক্ষেত্রের (Kurukshetra) 'কৃষ্ণ সন্ধ্যা' (Krishna Sandhana) নাটকে 'সার্থকী' (Sarthaki) চরিত্রকে মঞ্চে ফুটিয়ে তুলছিলেন নানজাইয়া ৷ ঠিক তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা ৷ অভিনয় করার সময়ই মঞ্চে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

অভিনয় করতে করতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন ৷ তার সহকর্মীরা বুঝে উঠতে পারেন না কী হয়েছে তাঁর ৷ একটু বাদেই স্পষ্ট হয় ঠিক কী হয়েছে । এরপরই তাঁকে স্থানান্তরিত করা হয় মালাভাল্লি টাউন তালুক হাসপাতালে (Malavalli Town Taluk Hospital) ৷ চিকিৎসকরা পরীক্ষা করে নানজাইয়াকে মৃত বলে ঘোষণা করেন ৷ তাঁরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মঞ্চেই তাঁর মৃত্যু হয়েছে । আর ইতিমধ্যে মঞ্চে হৃদরোগে আক্রান্ত হয়ে নানজায়ার মাটিতে পড়ে যাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে (Artist dies of heart attack on stage) । এই ঘটনার পর সহশিল্পীরা অনুষ্ঠান অর্ধেক অবস্থায় বন্ধ করে দেন । মালাবল্লি তালুকের বিভিন্ন গ্রামের শিল্পীরা একটি পৌরাণিক নাটকের আয়োজন করেছিলেন ।

আরও পড়ুন: খুদা জানে...তিলোত্তমার বুকে কে কে'র শেষ পারফরম্যান্স

তবে এই ঘটনা নতুন নয়, এরকমই এক ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশে ৷ যেখানে মঞ্চে রামলীলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল এক শিল্পীর ৷ তিনি মঞ্চে দশরথের ভূমিকায় অভিনয় করছিলেন ৷ রাম নাম মুখে নিয়েই না ফেরার দেশে চলে যান অভিনেতা ৷ সস্প্রতি, সঙ্গীত শিল্পী কেকেও প্রয়াত হয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে ৷ তবে মঞ্চে নয় ৷ গান গেয়ে হোটেলের ঘরে যাওয়ার পর তিনি প্রয়াত হন ৷

মাণ্ড্য (কর্ণাটক) 8 জানুয়ারি: অভিনয় করতে করতেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন এক অভিনেতা ৷ ঘটনাটি ঘটেছে মাণ্ড্য জেলার মালাভাল্লি তালুকের (Malavalli taluk) বান্দুর গ্রামে (Bandur village) । নাটক চলাকালীন মঞ্চেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল শিল্পীর । প্রয়াত অভিনেতার নাম নানজাইয়া (Nanjaiah) ৷ বয়স হয়েছিল মাত্র 46 বছর ৷ তিনি বাসভনা মন্দিরে নাটক করছিলেন ৷ কুরুক্ষেত্রের (Kurukshetra) 'কৃষ্ণ সন্ধ্যা' (Krishna Sandhana) নাটকে 'সার্থকী' (Sarthaki) চরিত্রকে মঞ্চে ফুটিয়ে তুলছিলেন নানজাইয়া ৷ ঠিক তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা ৷ অভিনয় করার সময়ই মঞ্চে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

অভিনয় করতে করতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন ৷ তার সহকর্মীরা বুঝে উঠতে পারেন না কী হয়েছে তাঁর ৷ একটু বাদেই স্পষ্ট হয় ঠিক কী হয়েছে । এরপরই তাঁকে স্থানান্তরিত করা হয় মালাভাল্লি টাউন তালুক হাসপাতালে (Malavalli Town Taluk Hospital) ৷ চিকিৎসকরা পরীক্ষা করে নানজাইয়াকে মৃত বলে ঘোষণা করেন ৷ তাঁরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মঞ্চেই তাঁর মৃত্যু হয়েছে । আর ইতিমধ্যে মঞ্চে হৃদরোগে আক্রান্ত হয়ে নানজায়ার মাটিতে পড়ে যাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে (Artist dies of heart attack on stage) । এই ঘটনার পর সহশিল্পীরা অনুষ্ঠান অর্ধেক অবস্থায় বন্ধ করে দেন । মালাবল্লি তালুকের বিভিন্ন গ্রামের শিল্পীরা একটি পৌরাণিক নাটকের আয়োজন করেছিলেন ।

আরও পড়ুন: খুদা জানে...তিলোত্তমার বুকে কে কে'র শেষ পারফরম্যান্স

তবে এই ঘটনা নতুন নয়, এরকমই এক ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশে ৷ যেখানে মঞ্চে রামলীলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল এক শিল্পীর ৷ তিনি মঞ্চে দশরথের ভূমিকায় অভিনয় করছিলেন ৷ রাম নাম মুখে নিয়েই না ফেরার দেশে চলে যান অভিনেতা ৷ সস্প্রতি, সঙ্গীত শিল্পী কেকেও প্রয়াত হয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে ৷ তবে মঞ্চে নয় ৷ গান গেয়ে হোটেলের ঘরে যাওয়ার পর তিনি প্রয়াত হন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.