শ্রীনগর, 20 এপ্রিল: জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর গাড়িতে জঙ্গি হামলা ৷ বৃহস্পতিবার পুঞ্চে সেনাবাহিনীর একটি ট্রাক জ্বালিয়ে দেয় জঙ্গিরা ৷ এই ঘটনায় 5 জন জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে ৷ বিস্ফোরণের ফলে ট্রাকে আগুন লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে ৷ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে পুঞ্চের সন্ত্রাসবাদী হামলায় পাঁচ সেনার মৃত্যুর বিষয়ে জানিয়েছেন বলে দাবি করেছে মন্ত্রকের একটি সূত্র ।
ভাটা ধুরিয়া এলাকার জাতীয় সড়কে এই ঘটনা ঘটে । হামলার ঘটনায় 5 জওয়ান নিহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ পুঞ্চ থেকে 90 কিলোমিটার দূরে সেনা ও পুলিশের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গিয়েছে ৷ পুলিশ ও সেনাবাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে। পুঞ্চ একটি সীমান্ত জেলা হওয়ায় সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে কারণ এখানে প্রতিনিয়ত অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে ।
-
#WATCH | Drone surveillance and search operation underway in the area where terrorists fired on an Indian Army truck in J&K's Poonch
— ANI (@ANI) April 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
5 Army soldiers lost their lives, one injured hospitalised
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/4VWNblD4oz
">#WATCH | Drone surveillance and search operation underway in the area where terrorists fired on an Indian Army truck in J&K's Poonch
— ANI (@ANI) April 20, 2023
5 Army soldiers lost their lives, one injured hospitalised
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/4VWNblD4oz#WATCH | Drone surveillance and search operation underway in the area where terrorists fired on an Indian Army truck in J&K's Poonch
— ANI (@ANI) April 20, 2023
5 Army soldiers lost their lives, one injured hospitalised
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/4VWNblD4oz
এই মাসের শুরুর দিকে সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পুঞ্চ সেক্টরে একটি বড় অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয় । বিবৃতিতে বলা হয়েছে, 8-9 এপ্রিলের মধ্যবর্তী রাতে পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় কর্তব্যরত সৈন্যরা কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি বুঝতে পারেন ৷
প্রতিরক্ষা দফতরের বিবৃতিতে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখার এ পাশে কাঁটাতারের বেড়ার কাছে একদল লোককে আটকে দেয় ভারতীয় সেনা ৷ এর পরের অভিযানে একজনের মৃতদেহ উদ্ধার হয় এবং অন্য অনুপ্রবেশকারীরা বনাঞ্চলে পালিয়ে গিয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা দফতর ৷ বিবৃতিতে আরও বলা হয়েছে, যে এলাকায় সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের দেখা গিয়েছিল সেটিকে ঘিরে ফেলা হয়েছে এবং তল্লাশি অভিযান শুরু হয়েছে ৷
এর আগে, মার্চ মাসে সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে একটি যৌথ অভিযানে, তাংধর সেক্টরে এলওসি বরাবর অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে এবং একজন জঙ্গিকে খতম করে । ঘটনাস্থল থেকে 200 রাউন্ড একে রাইফেলের গুলি, তিনটি ম্যাগাজিন, দুটি চিনের তৈরি গ্রেনেড ও ওষুধ এবং খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে ।