ETV Bharat / bharat

Jawan Shot in Ranchi: রাঁচি সেনাক্যাম্পে গুলিবিদ্ধ জওয়ান, অবস্থা আশংকাজনক

author img

By

Published : Apr 30, 2023, 3:34 PM IST

রাঁচির সেনাক্যাম্পে গুলিবিদ্ধ জওয়ান ৷ কীভাবে এই ঘটনা ঘটল, নিশ্চিত করে তা বলা যাচ্ছে না ৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন 44 রেজিমেন্টের ওই জওয়ান ৷

Army jawan shot
সেনাক্যাম্পে গুলিবিদ্ধ জওয়ান

রাঁচি, 30 এপ্রিল: রাঁচির খেল গ্রামে সেনা ক্যাম্পে চলল গুলি ৷ সেই গুলির আঘাতে গুরুতর আহত হয়েছেন এক জওয়ান ৷ রবিবার এই ঘটনাটি ঘটেছে ৷ গুলিবিদ্ধ হওয়ার পরপরই জওয়ানকে হাসপাতালে ভরতি করা হয়েছে । হাসপাতালে চিকিৎসাধীন আহত জওয়ানের অবস্থা আশংকাজনক বলে জানা গিয়েছে । মৃত ওই জওয়ানের নাম জিগনেশ ৷

সূত্রের খবর, ইনসাস রাইফেল থেকে গুলিটি ছোড়া হয় ৷ গুলি গিয়ে জওয়ানের মাথায় লাগে ৷ ঘটনার জেরে জখম জওয়ানের মাথায় গভীর ক্ষত হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন । জওয়ানকে কেউ গুলি করেছে, না কি অসাবধানতাবশত তিনি নিজেই গুলি চালিয়েছেন, তা এখনও জানা যায়নি । ঘটনার তদন্ত চলছে । তদন্তের পরই আসল তথ্য সামনে আসবে ৷ তবে প্রাছমিকভাবে মনে করা হচ্ছে, নিজের ইনসাস রাইফেল থেকেই অসাবধানতাবশত গুলি ছুটে যায় তাঁর ৷

44 রেজিমেন্টের জওয়ান জিগনেশকে এদিন একটি সামরিক ট্রাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় । ঘটনাস্থলে তাঁর ইনসাস রাইফেলটিও পাওয়া গিয়েছে । এই ঘটনাটি জানতে পেরে দ্রুত সেখানে পৌঁছে যান অন্যান্য অফিসার এবং জওয়ানরা ৷ তাঁরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহত জওয়ানকে হাসপাতালে ভরতি করেন । আহত জওয়ান তামিলনাড়ুর বাসিন্দা বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ওড়িশার সিআরপিএফ ক্যাম্পে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী বাংলার জওয়ান

ঘটনায় সেনা ছাউনির অন্যান্য জওয়ানরা আতঙ্কিত হয়ে পড়েছেন । জওয়ানের সহকর্মীরা জানিয়েছেন, জিগনেশকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ দেখাচ্ছিল এবং অন্যান্য দিনের মতোই কর্তব্যরত ছিল । প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, তাঁর ইনসাস রাইফেল থেকে হঠাৎ গুলির শব্দ শুনে অন্যরা সতর্ক হয়ে যায় । রাইফেল থেকে ছোড়া গুলি তাঁর মাথায় লেগে গুরুতর আহত হন তিনি। বুলেটটি গভীর ক্ষত তৈরি করেছে বলে জানা গিয়েছে । শীঘ্রই আহত জওয়ানের অস্ত্রোপচার করা হবে ৷

আরও পড়ুন: 'দুটি মেয়ে আছে, এবার ছেলে চাই'; স্ত্রীর সহযোগিতায় ছাত্রীকে লাগাতার ধর্ষণ অধ্যাপকের !

রাঁচি, 30 এপ্রিল: রাঁচির খেল গ্রামে সেনা ক্যাম্পে চলল গুলি ৷ সেই গুলির আঘাতে গুরুতর আহত হয়েছেন এক জওয়ান ৷ রবিবার এই ঘটনাটি ঘটেছে ৷ গুলিবিদ্ধ হওয়ার পরপরই জওয়ানকে হাসপাতালে ভরতি করা হয়েছে । হাসপাতালে চিকিৎসাধীন আহত জওয়ানের অবস্থা আশংকাজনক বলে জানা গিয়েছে । মৃত ওই জওয়ানের নাম জিগনেশ ৷

সূত্রের খবর, ইনসাস রাইফেল থেকে গুলিটি ছোড়া হয় ৷ গুলি গিয়ে জওয়ানের মাথায় লাগে ৷ ঘটনার জেরে জখম জওয়ানের মাথায় গভীর ক্ষত হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন । জওয়ানকে কেউ গুলি করেছে, না কি অসাবধানতাবশত তিনি নিজেই গুলি চালিয়েছেন, তা এখনও জানা যায়নি । ঘটনার তদন্ত চলছে । তদন্তের পরই আসল তথ্য সামনে আসবে ৷ তবে প্রাছমিকভাবে মনে করা হচ্ছে, নিজের ইনসাস রাইফেল থেকেই অসাবধানতাবশত গুলি ছুটে যায় তাঁর ৷

44 রেজিমেন্টের জওয়ান জিগনেশকে এদিন একটি সামরিক ট্রাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় । ঘটনাস্থলে তাঁর ইনসাস রাইফেলটিও পাওয়া গিয়েছে । এই ঘটনাটি জানতে পেরে দ্রুত সেখানে পৌঁছে যান অন্যান্য অফিসার এবং জওয়ানরা ৷ তাঁরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহত জওয়ানকে হাসপাতালে ভরতি করেন । আহত জওয়ান তামিলনাড়ুর বাসিন্দা বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ওড়িশার সিআরপিএফ ক্যাম্পে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী বাংলার জওয়ান

ঘটনায় সেনা ছাউনির অন্যান্য জওয়ানরা আতঙ্কিত হয়ে পড়েছেন । জওয়ানের সহকর্মীরা জানিয়েছেন, জিগনেশকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ দেখাচ্ছিল এবং অন্যান্য দিনের মতোই কর্তব্যরত ছিল । প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, তাঁর ইনসাস রাইফেল থেকে হঠাৎ গুলির শব্দ শুনে অন্যরা সতর্ক হয়ে যায় । রাইফেল থেকে ছোড়া গুলি তাঁর মাথায় লেগে গুরুতর আহত হন তিনি। বুলেটটি গভীর ক্ষত তৈরি করেছে বলে জানা গিয়েছে । শীঘ্রই আহত জওয়ানের অস্ত্রোপচার করা হবে ৷

আরও পড়ুন: 'দুটি মেয়ে আছে, এবার ছেলে চাই'; স্ত্রীর সহযোগিতায় ছাত্রীকে লাগাতার ধর্ষণ অধ্যাপকের !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.