শ্রীনগর, 15 অক্টোবর : সারা দেশ যখন উৎসবের জোয়ারে গা ভাসিয়েছে তখন কাশ্মীরে ফের ঝরল রক্ত ৷ জঙ্গি এনকাউন্টার চলাকালীন নিহত হলেন এক সেনা জওয়ান ৷ জখম হয়েছেন আরও বেশ কয়েকজন ৷ পুঞ্চের ভিম্বারগালি এলাকার কাছে ভাটা ধুরিয়ান গ্রামে বৃহস্পতিবার তল্লাশি অভিযান চলাকালীন জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয় ৷ চলে গুলির লড়াই ৷ সেই সংঘর্ষেই একজন সেনা জওয়ান নিহত হয়েছেন ৷ দেহরা কি গলির উপর দিয়ে যাওয়া জঙ্গলের একটি পকেট অঞ্চলে সেনা-জঙ্গির এই সংঘর্ষ বাধে ৷ এই এলাকায় গত সোমবার সকালেও এনকাউন্টার ঘটেছিল ৷ সেই ঘটনায় পাঁচ সেনা জওয়ান প্রাণ হারান ৷ তারপরই বৃহস্পতিবার সেখানে ফের অভিযান চালানো হচ্ছিল ৷ সেদিনও এক সেনা জওয়ান প্রাণ হারালেন ৷
জানা গিয়েছে, ভিম্বারগালি সেনা ছাউনির কাছে পুঞ্চের ভাতা ধুরিয়ান গ্রামে বৃহস্পতিবার অভিযান চালায় সেনাবাহিনী ৷ পাশাপাশি পুলিশের তরফেও এই এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছিল ৷ সেই তল্লাশি চলাকালীনই এই গুলির লড়াই শুরু হয় ৷ তাতেই সেনাবাহিনীর এক জওয়ান নিহত হয়েছেন ৷ পাশাপাশি আরও বেশ কয়েকজন জওয়ান জখম হয়েছেন বলেও জানা গিয়েছে ৷
এই ঘটনার জেরে সংশ্লিষ্ট এলাকার উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে ৷ মেনধরের বিজির কাছে জম্মু-পুঞ্চ জাতীয় সড়ক আপাতত বন্ধ রাখা হয়েছে ৷
আরও পড়ুন : Rajouri : সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালাতে গিয়ে রাজৌরিতে শহিদ 5 সেনা জওয়ান