ETV Bharat / bharat

Jawan Dies Consuming Illicit Liquor: ছত্তিশগড়ে বিষমদ পান করে মৃত সেনা জওয়ান - বিষমদ পান করে মৃত্যু

বিয়ের পর বাড়িতে অতিথিদের নিমন্ত্রণ করেছিলেন ছত্তিশগড়ের জাঞ্জগির-চম্পা জেলার বাসিন্দা তথা সেনা জওয়ান নন্দলাল কাশ্যপ ৷ সেই উপলক্ষ্যে বন্ধুদের সঙ্গে মদ্যপান করেছিলেন ৷ কিন্তু, সেই মদ্যপানের জেরে মৃত্যু হল তাঁর ৷ মৃত্যু হয়েছে তাঁর 2 বন্ধুরও ৷ অভিযোগ বিষমদ পান করে মৃত্যু হয়েছে তাঁদের ৷

Jawan Dies Due to Illicit Liquor ETV BHARAT
Jawan Dies Due to Illicit Liquor
author img

By

Published : May 15, 2023, 3:53 PM IST

জাঞ্জগির-চম্পা (ছত্তিশগড়), 15 মে: বিষমদ পান করে মৃত্যু হল এক সেনা জওয়ানের ৷ বিষমদের বলি তাঁর দুই বন্ধুও ৷ সোমবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের জাঞ্জগির-চম্পা জেলার নবগড় পুলিশ স্টেশনের অন্তর্গত রোগদা গ্রামে ৷ জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম নন্দলাল কাশ্যপ এবং তাঁর দুই বন্ধু সতীশ কাশ্যপ এবং পরশ রাম সাহু ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নন্দলাল কাশ্যপ ছুটিতে ছিলেন ৷ গত সপ্তাহেই তাঁর বিয়ে হয় ৷ সোমবার সকালে যখন তাঁর বাড়িতে অতিথিরা এসেছিলেন, তখনই ঘটে দুর্ঘটনাটি ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

জাঞ্জগির-চম্পা জেলার পুলিশ সুপার বিজয় আগরওয়াল জানিয়েছেন, বিয়ের পর এদিন বাড়িতে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছিলেন নন্দলাল কাশ্যপ ৷ তিনি নিজেই অতিথিদের জন্য রান্না করছিলেন ৷ তার পাশাপাশি দুই বন্ধুর সঙ্গে মদ্যপানও করেন ৷ জানা গিয়েছে, গ্রামেরই এক ব্যক্তির থেকে সেই মদ কিনেছিলেন সেনাকর্মী নন্দলাল কাশ্যপ ৷ গ্রামবাসীরা অভিযোগ করেছেন, ওই ব্যক্তি নকল বা বিষমদ বিক্রি করেন ৷ সেই মদ্যপান করেই নন্দলাল কাশ্যপ এবং তাঁর দুই বন্ধুর মৃত্যু হয়েছে ৷

বাড়িতে কাজ করতে করতে এদিন তিনজনই জ্ঞান হারান ৷ তৎক্ষণাৎ তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন ৷ তদন্তে নেমে পুলিশ একটি ছোট খাবারের দোকানে হানা দেয় এবং নমুনা সংগ্রহ করে ৷ পুলিশ সূত্রে খবর, ওই দোকান থেকেই বিষমদ বিক্রি করা হয়েছিল ৷ তবে, এখনই মৃত্যুর কারণ নিয়ে কিছু জানায়নি পুলিশ ৷ জেলা পুলিশ সুপার জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ জানা যাবে ৷

আরও পড়ুন: বিষমদ-কাণ্ডে 22 জনের মৃত্যু, 4 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা নীতীশের

অন্যদিকে, এ নিয়ে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সরকারকে নিশানা করেছে ছত্তিশগড় বিধানসভার বিরোধী দল বিজেপি ৷ দলনেতা তথা জাঞ্জগিরের বিধায়ক নারায়ণ চান্ডেল অভিযোগ করেছেন, রাজ্য সরকারের মদতে এই বিষ মদ বিক্রি করা হচ্ছে ৷ পুরো বিষয়টিতে উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন তিনি ৷ পাশাপাশি, ছত্তিশগড়ে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারির দাবি জানানো হয়েছে ৷

জাঞ্জগির-চম্পা (ছত্তিশগড়), 15 মে: বিষমদ পান করে মৃত্যু হল এক সেনা জওয়ানের ৷ বিষমদের বলি তাঁর দুই বন্ধুও ৷ সোমবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের জাঞ্জগির-চম্পা জেলার নবগড় পুলিশ স্টেশনের অন্তর্গত রোগদা গ্রামে ৷ জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম নন্দলাল কাশ্যপ এবং তাঁর দুই বন্ধু সতীশ কাশ্যপ এবং পরশ রাম সাহু ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নন্দলাল কাশ্যপ ছুটিতে ছিলেন ৷ গত সপ্তাহেই তাঁর বিয়ে হয় ৷ সোমবার সকালে যখন তাঁর বাড়িতে অতিথিরা এসেছিলেন, তখনই ঘটে দুর্ঘটনাটি ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

জাঞ্জগির-চম্পা জেলার পুলিশ সুপার বিজয় আগরওয়াল জানিয়েছেন, বিয়ের পর এদিন বাড়িতে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছিলেন নন্দলাল কাশ্যপ ৷ তিনি নিজেই অতিথিদের জন্য রান্না করছিলেন ৷ তার পাশাপাশি দুই বন্ধুর সঙ্গে মদ্যপানও করেন ৷ জানা গিয়েছে, গ্রামেরই এক ব্যক্তির থেকে সেই মদ কিনেছিলেন সেনাকর্মী নন্দলাল কাশ্যপ ৷ গ্রামবাসীরা অভিযোগ করেছেন, ওই ব্যক্তি নকল বা বিষমদ বিক্রি করেন ৷ সেই মদ্যপান করেই নন্দলাল কাশ্যপ এবং তাঁর দুই বন্ধুর মৃত্যু হয়েছে ৷

বাড়িতে কাজ করতে করতে এদিন তিনজনই জ্ঞান হারান ৷ তৎক্ষণাৎ তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন ৷ তদন্তে নেমে পুলিশ একটি ছোট খাবারের দোকানে হানা দেয় এবং নমুনা সংগ্রহ করে ৷ পুলিশ সূত্রে খবর, ওই দোকান থেকেই বিষমদ বিক্রি করা হয়েছিল ৷ তবে, এখনই মৃত্যুর কারণ নিয়ে কিছু জানায়নি পুলিশ ৷ জেলা পুলিশ সুপার জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ জানা যাবে ৷

আরও পড়ুন: বিষমদ-কাণ্ডে 22 জনের মৃত্যু, 4 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা নীতীশের

অন্যদিকে, এ নিয়ে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সরকারকে নিশানা করেছে ছত্তিশগড় বিধানসভার বিরোধী দল বিজেপি ৷ দলনেতা তথা জাঞ্জগিরের বিধায়ক নারায়ণ চান্ডেল অভিযোগ করেছেন, রাজ্য সরকারের মদতে এই বিষ মদ বিক্রি করা হচ্ছে ৷ পুরো বিষয়টিতে উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন তিনি ৷ পাশাপাশি, ছত্তিশগড়ে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারির দাবি জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.