ETV Bharat / bharat

প্রবল তুষারপাতে আটকে পড়েছিল মা ও সদ্যোজাত, বাড়ি পৌঁছে দিল সেনা

শনিবার কুপওয়ারার হাসপাতালে সন্তানের জন্ম দেন এক মহিলা ৷ এরপর হাসপাতাল ছেড়ে দিলেও প্রবল তুষারপাতের কারণে বাড়ি ফিরতে পারছিল না তারা ৷

army-helps-woman-her-newborn-reach-home-in-j-ks-snow-laden-kupwara
army-helps-woman-her-newborn-reach-home-in-j-ks-snow-laden-kupwara
author img

By

Published : Jan 24, 2021, 9:11 AM IST

শ্রীনগর, 24 জানুয়ারি : প্রবল তুষারপাতে মা ও সদ্যোজাত আটকে পড়েছিল জম্মু-কাশ্মীরের কুপওয়ারার একটি হাসপাতালে ৷ অবশেষে তাদের বাড়িতে পৌঁছে দিলেন সেনা জওয়ানরা ৷

আরও পড়ুন: জম্মুতে সেনার গুলিতে খতম 3 অনুপ্রবেশকারী, আহত 4 জওয়ান

ফারুক খাসানার বাড়ি দর্দপোরায় ৷ প্রসব যন্ত্রণা ওঠায় স্ত্রীকে কুপওয়ারার হাসপাতালে ভরতি করেন তিনি ৷ শনিবার সন্তানের জন্ম দেন তিনি । কিন্তু তুষারপাতের কারণে ঘরে ফিরতে পারছিলেন না ৷ শেষ পর্যন্ত ওই মহিলা ও তাঁর সন্তানকে বাড়িতে পৌঁছে দেন জওয়ানরা ৷

আরও পড়ুন: উপত্যকায় ভারী তুষারপাত, বাড়ছে পর্যটকদের ভিড়

স্ত্রী ও সন্তানকে ঘরে পৌঁছে দেওয়ায় ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়েছেন ফারুক খাসানা ৷

শ্রীনগর, 24 জানুয়ারি : প্রবল তুষারপাতে মা ও সদ্যোজাত আটকে পড়েছিল জম্মু-কাশ্মীরের কুপওয়ারার একটি হাসপাতালে ৷ অবশেষে তাদের বাড়িতে পৌঁছে দিলেন সেনা জওয়ানরা ৷

আরও পড়ুন: জম্মুতে সেনার গুলিতে খতম 3 অনুপ্রবেশকারী, আহত 4 জওয়ান

ফারুক খাসানার বাড়ি দর্দপোরায় ৷ প্রসব যন্ত্রণা ওঠায় স্ত্রীকে কুপওয়ারার হাসপাতালে ভরতি করেন তিনি ৷ শনিবার সন্তানের জন্ম দেন তিনি । কিন্তু তুষারপাতের কারণে ঘরে ফিরতে পারছিলেন না ৷ শেষ পর্যন্ত ওই মহিলা ও তাঁর সন্তানকে বাড়িতে পৌঁছে দেন জওয়ানরা ৷

আরও পড়ুন: উপত্যকায় ভারী তুষারপাত, বাড়ছে পর্যটকদের ভিড়

স্ত্রী ও সন্তানকে ঘরে পৌঁছে দেওয়ায় ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়েছেন ফারুক খাসানা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.