ETV Bharat / bharat

Military Chopper Crash in Tamil Nadu : বায়ুসেনার চপার দুর্ঘটনায় মৃত 13,আশঙ্কাজনক 1 : এএনআই - Military Chopper Crash in Tamil Nadu

সংবাদসংস্থা এএনআই (ANI) সূত্রের খবর, সেনা প্রধান বিপিন রাওয়াত ও অনান্যদের নিয়ে সুলুর থেকে ওয়েলিটং যাওয়ার পথে যে হেলকপ্টার দুর্ঘটনা ঘটে (Military Chopper crash in Tamil Nadu) , তাতে কপ্টারে সওয়ার 14 জনের মধ্যে 13 জনেরই মৃত্যু হয়েছে ৷ মৃতদের পরিচয় জানার জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে ৷

Military Chopper Crash
Army Helicopter Crash : বিপিন রাওয়াত-সহ 14 সেনা আধিকারিককে নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার
author img

By

Published : Dec 8, 2021, 1:57 PM IST

Updated : Dec 8, 2021, 6:40 PM IST

কোয়েম্বাটোর, 8 ডিসেম্বর : তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ের জঙ্গলে ভেঙে পড়ল বায়ুসেনার হেলিকপ্টার MI-17V-5 (Military Chopper Crash in Tamil Nadu) ৷ এই কপ্টারে সওয়ার ছিলেন ভারতের তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত-সহ 14 জন সেনা আধিকারিক (CDS Bipin Rawat) ৷ ছিলেন সেনা প্রধানের স্ত্রী মধুলিকা রাওয়াতও ৷ সংবাদসংস্থা এএনআই (ANI) সূত্রের খবর, কপ্টারে সওয়ার 14 জনের মধ্যে 13 জনেরই মৃত্যু হয়েছে ৷ মৃতদের পরিচয় জানার জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে ৷ কারণ দুর্ঘটনায় পর বেশিরভাগ যাত্রীর শরীর চিহ্নত করা যায়নি ৷

বুধবার তামিলনাড়ুর কুন্নুরের কাছে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে ৷ তবে কী কারণে এমআই-17 হেলিকপ্টারটি (MI-17 Helicopter Crash) ভেঙে পড়ল, সেটা স্পষ্ট নয় ৷ ভেঙে পড়ার পরই কপ্টারে আগুন লেগে যায় ৷ দুর্ঘটনার পরই দ্রুত উদ্ধারকাজ শুরু হয়৷ গুরুতর জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

  • An IAF Mi-17V5 helicopter, with CDS Gen Bipin Rawat on board, met with an accident today near Coonoor, Tamil Nadu.
    An Inquiry has been ordered to ascertain the cause of the accident. pic.twitter.com/cnKn7RNFeR

    — Indian Air Force (@IAF_MCC) December 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : J&K helicopter crash : 72 ঘণ্টা পরেও খোঁজ নেই দুই পাইলটের

দুর্ঘটনার প্রাথমিক তদন্তের কাজ শুরু করা হয়েছে ৷ ঘন কুয়াশায় দুর্ঘটনা ঘটেছে, নাকি এর পিছনে রয়েছে কোনও যান্ত্রিক ত্রুটি, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এদিন কোয়েম্বাটোর জেলার সুলুর থেকে যাত্রা শুরু করেছিল হেলিকপ্টারটি ৷ গন্তব্য ছিল কুন্নুরের ওয়েলিংটন আর্মি সেন্টার ৷ কিন্তু, গন্তব্যে পৌঁছনোর আগেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ৷

আরও পড়ুন : প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল বিমান, মৃত্যু পাইলটের

সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, সব মিলিয়ে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিতে সওয়ার ছিলেন 14 জন ৷ এঁদের মধ্যে বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী ছাড়াও বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক ছিলেন ৷ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান সেনাবাহিনীর স্থানীয় আধিকারিকরা ৷ এলাকার বাসিন্দারা তাঁদের জানান, প্রাথমিকভাবে দু’টি দেহ উদ্ধার করেছেন তাঁরা ৷ দেহ দু’টি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, মৃতদের দেহের 80 শতাংশ অংশই পুড়ে গিয়েছিল ৷ এছাড়া, যেখানে হেলিকপ্টারের ধংসাবশেষ পড়ে ছিল, তার থেকে বেশ খানিকটা নীচে পাহাড়ের ঢালে আরও কয়েকটি মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে বলে দাবি সূত্রের ৷ দেহগুলি উদ্ধার করে মৃতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ৷

কোয়েম্বাটোর, 8 ডিসেম্বর : তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ের জঙ্গলে ভেঙে পড়ল বায়ুসেনার হেলিকপ্টার MI-17V-5 (Military Chopper Crash in Tamil Nadu) ৷ এই কপ্টারে সওয়ার ছিলেন ভারতের তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত-সহ 14 জন সেনা আধিকারিক (CDS Bipin Rawat) ৷ ছিলেন সেনা প্রধানের স্ত্রী মধুলিকা রাওয়াতও ৷ সংবাদসংস্থা এএনআই (ANI) সূত্রের খবর, কপ্টারে সওয়ার 14 জনের মধ্যে 13 জনেরই মৃত্যু হয়েছে ৷ মৃতদের পরিচয় জানার জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে ৷ কারণ দুর্ঘটনায় পর বেশিরভাগ যাত্রীর শরীর চিহ্নত করা যায়নি ৷

বুধবার তামিলনাড়ুর কুন্নুরের কাছে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে ৷ তবে কী কারণে এমআই-17 হেলিকপ্টারটি (MI-17 Helicopter Crash) ভেঙে পড়ল, সেটা স্পষ্ট নয় ৷ ভেঙে পড়ার পরই কপ্টারে আগুন লেগে যায় ৷ দুর্ঘটনার পরই দ্রুত উদ্ধারকাজ শুরু হয়৷ গুরুতর জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

  • An IAF Mi-17V5 helicopter, with CDS Gen Bipin Rawat on board, met with an accident today near Coonoor, Tamil Nadu.
    An Inquiry has been ordered to ascertain the cause of the accident. pic.twitter.com/cnKn7RNFeR

    — Indian Air Force (@IAF_MCC) December 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : J&K helicopter crash : 72 ঘণ্টা পরেও খোঁজ নেই দুই পাইলটের

দুর্ঘটনার প্রাথমিক তদন্তের কাজ শুরু করা হয়েছে ৷ ঘন কুয়াশায় দুর্ঘটনা ঘটেছে, নাকি এর পিছনে রয়েছে কোনও যান্ত্রিক ত্রুটি, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এদিন কোয়েম্বাটোর জেলার সুলুর থেকে যাত্রা শুরু করেছিল হেলিকপ্টারটি ৷ গন্তব্য ছিল কুন্নুরের ওয়েলিংটন আর্মি সেন্টার ৷ কিন্তু, গন্তব্যে পৌঁছনোর আগেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ৷

আরও পড়ুন : প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল বিমান, মৃত্যু পাইলটের

সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, সব মিলিয়ে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিতে সওয়ার ছিলেন 14 জন ৷ এঁদের মধ্যে বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী ছাড়াও বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক ছিলেন ৷ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান সেনাবাহিনীর স্থানীয় আধিকারিকরা ৷ এলাকার বাসিন্দারা তাঁদের জানান, প্রাথমিকভাবে দু’টি দেহ উদ্ধার করেছেন তাঁরা ৷ দেহ দু’টি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, মৃতদের দেহের 80 শতাংশ অংশই পুড়ে গিয়েছিল ৷ এছাড়া, যেখানে হেলিকপ্টারের ধংসাবশেষ পড়ে ছিল, তার থেকে বেশ খানিকটা নীচে পাহাড়ের ঢালে আরও কয়েকটি মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে বলে দাবি সূত্রের ৷ দেহগুলি উদ্ধার করে মৃতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ৷

Last Updated : Dec 8, 2021, 6:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.