কোয়েম্বাটোর, 8 ডিসেম্বর : তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ের জঙ্গলে ভেঙে পড়ল বায়ুসেনার হেলিকপ্টার MI-17V-5 (Military Chopper Crash in Tamil Nadu) ৷ এই কপ্টারে সওয়ার ছিলেন ভারতের তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত-সহ 14 জন সেনা আধিকারিক (CDS Bipin Rawat) ৷ ছিলেন সেনা প্রধানের স্ত্রী মধুলিকা রাওয়াতও ৷ সংবাদসংস্থা এএনআই (ANI) সূত্রের খবর, কপ্টারে সওয়ার 14 জনের মধ্যে 13 জনেরই মৃত্যু হয়েছে ৷ মৃতদের পরিচয় জানার জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে ৷ কারণ দুর্ঘটনায় পর বেশিরভাগ যাত্রীর শরীর চিহ্নত করা যায়নি ৷
বুধবার তামিলনাড়ুর কুন্নুরের কাছে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে ৷ তবে কী কারণে এমআই-17 হেলিকপ্টারটি (MI-17 Helicopter Crash) ভেঙে পড়ল, সেটা স্পষ্ট নয় ৷ ভেঙে পড়ার পরই কপ্টারে আগুন লেগে যায় ৷ দুর্ঘটনার পরই দ্রুত উদ্ধারকাজ শুরু হয়৷ গুরুতর জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
-
An IAF Mi-17V5 helicopter, with CDS Gen Bipin Rawat on board, met with an accident today near Coonoor, Tamil Nadu.
— Indian Air Force (@IAF_MCC) December 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
An Inquiry has been ordered to ascertain the cause of the accident. pic.twitter.com/cnKn7RNFeR
">An IAF Mi-17V5 helicopter, with CDS Gen Bipin Rawat on board, met with an accident today near Coonoor, Tamil Nadu.
— Indian Air Force (@IAF_MCC) December 8, 2021
An Inquiry has been ordered to ascertain the cause of the accident. pic.twitter.com/cnKn7RNFeRAn IAF Mi-17V5 helicopter, with CDS Gen Bipin Rawat on board, met with an accident today near Coonoor, Tamil Nadu.
— Indian Air Force (@IAF_MCC) December 8, 2021
An Inquiry has been ordered to ascertain the cause of the accident. pic.twitter.com/cnKn7RNFeR
আরও পড়ুন : J&K helicopter crash : 72 ঘণ্টা পরেও খোঁজ নেই দুই পাইলটের
দুর্ঘটনার প্রাথমিক তদন্তের কাজ শুরু করা হয়েছে ৷ ঘন কুয়াশায় দুর্ঘটনা ঘটেছে, নাকি এর পিছনে রয়েছে কোনও যান্ত্রিক ত্রুটি, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এদিন কোয়েম্বাটোর জেলার সুলুর থেকে যাত্রা শুরু করেছিল হেলিকপ্টারটি ৷ গন্তব্য ছিল কুন্নুরের ওয়েলিংটন আর্মি সেন্টার ৷ কিন্তু, গন্তব্যে পৌঁছনোর আগেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ৷
আরও পড়ুন : প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল বিমান, মৃত্যু পাইলটের
সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, সব মিলিয়ে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিতে সওয়ার ছিলেন 14 জন ৷ এঁদের মধ্যে বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী ছাড়াও বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক ছিলেন ৷ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান সেনাবাহিনীর স্থানীয় আধিকারিকরা ৷ এলাকার বাসিন্দারা তাঁদের জানান, প্রাথমিকভাবে দু’টি দেহ উদ্ধার করেছেন তাঁরা ৷ দেহ দু’টি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, মৃতদের দেহের 80 শতাংশ অংশই পুড়ে গিয়েছিল ৷ এছাড়া, যেখানে হেলিকপ্টারের ধংসাবশেষ পড়ে ছিল, তার থেকে বেশ খানিকটা নীচে পাহাড়ের ঢালে আরও কয়েকটি মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে বলে দাবি সূত্রের ৷ দেহগুলি উদ্ধার করে মৃতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ৷