তেজপুর, 16 মার্চ: ফের ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর চপার ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে অরুণাচলপ্রদেশের পশ্চিম কামেং জেলায় (Army Chopper Crashes in Arunachal Pradesh) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, রুটিন উড়ানে গিয়েছিল সেনার চিতা হেলিকপ্টারটি ৷ সেই সময়েই সেটি 'নিখোঁজ' হয়ে যায় ৷ পরে জানা যায়, দুর্ঘটনার কবলে পড়েছে যানটি ৷ অরুণাচলপ্রদেশে এই নিয়ে গত ছ'মাসে তিনটি চপার দুর্ঘটনা ঘটল ৷
সেনাবাহিনীর একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, এদিন সকাল 9টা 15 মিনিটে উড়ান শুরু করেছিল চপারটি ৷ তারপর সেটি 'নিরুদ্দেশ' হয়ে যায় ৷ হাজার চেষ্টা করেও সেনাবাহিনীর ব়্য়াডারে আর চপারটির খোঁজ পাওয়া যায়নি ৷ সেটিতে সওয়ার ছিলেন বাহিনীর একজন উচ্চপদস্থ আধিকারিক, কেবিন ক্রু-এর সদস্য এবং একজন চালক বা পাইলট ৷ পরবর্তীতে খবর আসে, ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে ৷ অরুণাচলপ্রদেশের পশ্চিম কেমাং জেলার দিরাংয়ের কাছে ভেঙে পড়েছে চপারটি ৷ এই খবর পাওয়ার পরই দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় সেনাবাহিনীর উদ্ধারকারী দল ৷
অন্যদিকে, স্থানীয় একটি সূত্রের তরফে দাবি করা হয়েছে, দিরাং থেকে 100 কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে ৷ কারণ, এখানকার মান্ডালা এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা একটি জায়গা থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হতে দেখেছেন ৷ মনে করা হচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার থেকেই এই ধোঁয়া বের হতে দেখেছেন স্থানীয় বাসিন্দারা ৷ এই খবরের উপর ভিত্তি করে ঘটনাস্থলের উদ্দেশ রওনা দিয়েছে অরুণাচল পুলিশের একটি দল ৷ এই এলাকাটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র হিসাবে গণ্য করা হয় ৷ সেখানে 100টি বৌদ্ধ স্তূপ রয়েছে ৷
আরও পড়ুন: টেক-অফের পর যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ করল মুখ্যমন্ত্রীর চপার
বারবার এমন ঘটনায় উদ্বিগ্ন সেনাবাহিনীর কর্তারা ৷ এর আগে গত বছরের অক্টোবর মাসে রাজ্যের আপার সিয়াং জেলার একটি গ্রামে দুর্ঘটনা ঘটে ৷ সেখানে ভেঙে পড়ে সেনাবাহিনীর একটি চপার ৷ সেই ঘটনায় প্রাণ যায় চারজনের ৷ গত অক্টোবর মাসেই ভারতীয় সেনাবাহিনীর আরও একটি চিতা হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয় ৷ সেটি ভেঙে পড়ে অরুণাচলের তাওয়াংয়ের কাছে ৷ সেই ঘটনায় হেলিকপ্টারে সওয়ার দু'জন চালকেরই মৃত্যু হয় ৷ বাহিনী সূত্রে দাবি করা হয়, চিন সীমান্ত লাগোয়া এলাকায় রুটিন উড়ানে বেরিয়েছিল চিতা হেলিকপ্টারটি ৷ তখনই ঘটে যায় দুর্ঘটনা ৷