ETV Bharat / bharat

Army Chief Gen Naravane : চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান সেনাপ্রধান নারাভানে - M M Naravane latest news

দেশের প্রথম সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যুর পর প্রশ্ন উঠেছিল এর পর কে ? কেন্দ্রীয় সরকার চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ করলেন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানেকে (Army Chief Gen M M Naravane assumed the charge as the chairman of the Chiefs of Staff Committee) ৷

Army Chief Gen Naravane
চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান সেনাপ্রধান নারাভানে
author img

By

Published : Dec 16, 2021, 9:15 AM IST

Updated : Dec 16, 2021, 10:11 AM IST

নয়াদিল্লি, 16 ডিসেম্বর : দেশের তিনটি বাহিনীর প্রধানদের নিয়ে গঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে (Army Chief Gen M M Naravane assumed the charge as the chairman of the Chiefs of Staff Committee) ৷

8 ডিসেম্বর বায়ুসেনার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান দেশের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াত (Chief of Defence Staff Gen Bipin Rawat) ৷ তিনি এই পদে ছিলেন ৷ তাই তাঁর মৃত্যুতে স্বভাবত খালি হয়ে যায় চিফস অফ স্টাফ কমিটির এই আসন ৷ তবে এর উত্তরসূরি হিসেবে বারে বারে সেনাপ্রধান জেনারেল নারাভানের নাম উঠে এসেছে ৷ কারণ বর্তমানে তিনজন প্রধানের মধ্যে তিনি সবচেয়ে অভিজ্ঞ, জানিয়েছে সূত্র ৷

বায়ুসেনার প্রধান (IAF Chief) এয়ার চিফ মার্শাল (Air Chief Marshal) ভি আর চৌধুরী (V R Chaudhari) এবং নৌসেনার (Navy Chief) প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার (Admiral R Hari Kumar) যথাক্রমে 30 সেপ্টেম্বর এবং 30 নভেম্বর দায়িত্ব নিয়েছেন ৷ সিডিএস পদ সৃষ্টির আগে পর্যন্ত তিনটি সেনাবাহিনীর প্রধানদের মধ্যে থেকে অভিজ্ঞতম ব্যক্তিকেই চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান করা হত ৷ তাই বৃহস্পতিবার নারাভানে সেই পদে নিযুক্ত হলেন ৷

আরও পড়ুন : Govt to appoint next CDS : জেনারেল বিপিন রাওয়াতের পদ পূরণের দৌড়ে এগিয়ে সেনাপ্রধান এম এম নারাভানে

মঙ্গলবার একটি বৈঠকে মিলিত হন চিফস অফ স্টাফ (Chiefs of Staff Committee, CoSC) কমিটির সদস্যরা ৷ তাঁরা জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা এবং 11 জন সেনা আধিকারিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেন ৷ বুধবার কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত সদস্য গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংও বেঙ্গালুরুর সামরিক হাসপাতালে মারা গিয়েছেন ৷

ইতিমধ্যে জেনারেল নারাভানে, রয়্যাল সৌদি সেনাবাহিনীর (Royal Saudi Armed Forces) কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহিদ বিন আবদুল্লা আল-মুতায়ারের (Lt Gen Fahd bin Abdullah Al-Mutair) সঙ্গে ফোন কথা বলেছেন ৷ সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে দু'দেশের সামরিক সমঝোতার দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা হয়েছে ৷

নয়াদিল্লি, 16 ডিসেম্বর : দেশের তিনটি বাহিনীর প্রধানদের নিয়ে গঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে (Army Chief Gen M M Naravane assumed the charge as the chairman of the Chiefs of Staff Committee) ৷

8 ডিসেম্বর বায়ুসেনার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান দেশের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াত (Chief of Defence Staff Gen Bipin Rawat) ৷ তিনি এই পদে ছিলেন ৷ তাই তাঁর মৃত্যুতে স্বভাবত খালি হয়ে যায় চিফস অফ স্টাফ কমিটির এই আসন ৷ তবে এর উত্তরসূরি হিসেবে বারে বারে সেনাপ্রধান জেনারেল নারাভানের নাম উঠে এসেছে ৷ কারণ বর্তমানে তিনজন প্রধানের মধ্যে তিনি সবচেয়ে অভিজ্ঞ, জানিয়েছে সূত্র ৷

বায়ুসেনার প্রধান (IAF Chief) এয়ার চিফ মার্শাল (Air Chief Marshal) ভি আর চৌধুরী (V R Chaudhari) এবং নৌসেনার (Navy Chief) প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার (Admiral R Hari Kumar) যথাক্রমে 30 সেপ্টেম্বর এবং 30 নভেম্বর দায়িত্ব নিয়েছেন ৷ সিডিএস পদ সৃষ্টির আগে পর্যন্ত তিনটি সেনাবাহিনীর প্রধানদের মধ্যে থেকে অভিজ্ঞতম ব্যক্তিকেই চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান করা হত ৷ তাই বৃহস্পতিবার নারাভানে সেই পদে নিযুক্ত হলেন ৷

আরও পড়ুন : Govt to appoint next CDS : জেনারেল বিপিন রাওয়াতের পদ পূরণের দৌড়ে এগিয়ে সেনাপ্রধান এম এম নারাভানে

মঙ্গলবার একটি বৈঠকে মিলিত হন চিফস অফ স্টাফ (Chiefs of Staff Committee, CoSC) কমিটির সদস্যরা ৷ তাঁরা জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা এবং 11 জন সেনা আধিকারিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেন ৷ বুধবার কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত সদস্য গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংও বেঙ্গালুরুর সামরিক হাসপাতালে মারা গিয়েছেন ৷

ইতিমধ্যে জেনারেল নারাভানে, রয়্যাল সৌদি সেনাবাহিনীর (Royal Saudi Armed Forces) কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহিদ বিন আবদুল্লা আল-মুতায়ারের (Lt Gen Fahd bin Abdullah Al-Mutair) সঙ্গে ফোন কথা বলেছেন ৷ সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে দু'দেশের সামরিক সমঝোতার দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা হয়েছে ৷

Last Updated : Dec 16, 2021, 10:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.