ETV Bharat / bharat

ভারত-চিন সীমান্তে পরিকাঠামো নিয়ে হিমাচলের রাজ্যপালের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক - ভারত-চিন সীমান্তে পরিকাঠামো নিয়ে হিমাচলের রাজ্যপালের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

ভারত-চিন সীমান্তে পরিকাঠামোগত যে উন্নয়নের কাজ চলছে, তা নিয়েই হিমাচল প্রদেশের রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়ের সঙ্গে বৈঠক করলেন সেনাপ্রধান এমএম নারাভানে ৷

army-chief-discuses-india-china-border-infra-with-hp-guv
ভারত-চিন সীমান্তে পরিকাঠামো নিয়ে হিমাচলের রাজ্যপালের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক
author img

By

Published : Jun 25, 2021, 8:13 PM IST

সিমলা, 25 জুন : হিমাচল প্রদেশের (Himachal Pradesh) রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়ের (Bandaru Dattatreya) সঙ্গে বৈঠক করলেন সেনাপ্রধান এমএম নারাভানে (MM Naravane) ৷ শুক্রবার তিনি ওই বৈঠক করেন ৷ ভারত-চিন (India-China) সীমান্তে পরিকাঠামোগত যে উন্নয়নের কাজ চলছে, তা নিয়েই দু’জনের আলোচনা হয় বলে জানা গিয়েছে ৷ নারাভানে জানিয়েছেন, তিনি সিমলায় (Shimla) অবস্থিত সেনার প্রশিক্ষণ সংক্রান্ত কমান্ডে কাজ করেছেন ৷ তাই তিনি হিমাচল প্রদেশকে নিজের পুরনো বাড়ি বলেই মনে করেন ৷ সেই কারণে ওই রাজ্যে এলে তিনি খুব আনন্দিত হন ৷

একই সঙ্গে তিনি চিনের (China) বিরুদ্ধে নাম না করে হুঁশিয়ারি দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন যে ভারতীয় সেনা (Indian Army) শত্রুদের যে কোনও রকম আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত ৷ আর তিনি জানিয়েছেন, চিনের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা চলছে ৷ এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ৷

আরও পড়ুন : জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো ও বিধানসভা নির্বাচনের দাবি তুলল কংগ্রেস

আগামী 5-10 বছরের মধ্যে সীমান্ত এলাকায় রাস্তা নির্মাণের কাজ শেষ করতে চায় সেনাবাহিনী ৷ তাই তাদের তরফে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নারাভানে ৷

অন্যদিকে হিমাচল প্রদেশের রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় বলেন, ‘‘সীমান্ত এলাকার যুবসমাজ কাজের খোঁজে শহরে চলে যাচ্ছে ৷ এটা খুবই চিন্তার বিষয় ৷ আমাদের স্বনির্ভরতা এবং কর্মসংস্থানের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করতে হবে ৷’’ সেই কারণে চিন সীমান্তে পরিকাঠামো উন্নয়নের উপর তিনি জোর দিয়েছেন ৷

আরও পড়ুন : কাশ্মীর ভারতের একান্ত নিজস্ব বিষয়, পাকিস্তানকে জানাল বিদেশমন্ত্রক

হিমাচল প্রদেশের প্রায় প্রতিটি বাড়ি থেকে একজন করে সেনায় কর্মরত ৷ এই রাজ্যে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্তের সংখ্যাও অনেক বেশি ৷ এদিন এই বিষয়টি উল্লেখ করে সেনাপ্রধানের (The Chief Army Staff) প্রশংসা করেন ওই রাজ্যের রাজ্যপাল ৷ তিনি সেনাপ্রধানের কাছে সিমলায় ওয়াকার হাসপাতাল তৈরির দাবি জানান ৷ সেনাপ্রধান নারাভানে দ্রুত হাসপাতাল নির্মাণের আশ্বাস দিয়েছেন ৷

অন্যদিকে নারাভানে জানিয়েছেন, করোনা নিয়েও সেনাবাহিনীতে কড়া বিধিনিষেধ চালু রয়েছে ৷ কেউ ছুটি থেকে কাজে ফিরলে দু’বার করোনার পরীক্ষা করানো হচ্ছে ৷ তাছাড়া বাধ্যতামূলক 14 দিনের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে ৷

আরও পড়ুন : 1 হাজার 750 টি FICV, 350 টি হালকা ওজনের ট্যাংক অন্তর্ভুক্ত হবে সেনায়

সিমলা, 25 জুন : হিমাচল প্রদেশের (Himachal Pradesh) রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়ের (Bandaru Dattatreya) সঙ্গে বৈঠক করলেন সেনাপ্রধান এমএম নারাভানে (MM Naravane) ৷ শুক্রবার তিনি ওই বৈঠক করেন ৷ ভারত-চিন (India-China) সীমান্তে পরিকাঠামোগত যে উন্নয়নের কাজ চলছে, তা নিয়েই দু’জনের আলোচনা হয় বলে জানা গিয়েছে ৷ নারাভানে জানিয়েছেন, তিনি সিমলায় (Shimla) অবস্থিত সেনার প্রশিক্ষণ সংক্রান্ত কমান্ডে কাজ করেছেন ৷ তাই তিনি হিমাচল প্রদেশকে নিজের পুরনো বাড়ি বলেই মনে করেন ৷ সেই কারণে ওই রাজ্যে এলে তিনি খুব আনন্দিত হন ৷

একই সঙ্গে তিনি চিনের (China) বিরুদ্ধে নাম না করে হুঁশিয়ারি দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন যে ভারতীয় সেনা (Indian Army) শত্রুদের যে কোনও রকম আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত ৷ আর তিনি জানিয়েছেন, চিনের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা চলছে ৷ এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ৷

আরও পড়ুন : জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো ও বিধানসভা নির্বাচনের দাবি তুলল কংগ্রেস

আগামী 5-10 বছরের মধ্যে সীমান্ত এলাকায় রাস্তা নির্মাণের কাজ শেষ করতে চায় সেনাবাহিনী ৷ তাই তাদের তরফে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নারাভানে ৷

অন্যদিকে হিমাচল প্রদেশের রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় বলেন, ‘‘সীমান্ত এলাকার যুবসমাজ কাজের খোঁজে শহরে চলে যাচ্ছে ৷ এটা খুবই চিন্তার বিষয় ৷ আমাদের স্বনির্ভরতা এবং কর্মসংস্থানের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করতে হবে ৷’’ সেই কারণে চিন সীমান্তে পরিকাঠামো উন্নয়নের উপর তিনি জোর দিয়েছেন ৷

আরও পড়ুন : কাশ্মীর ভারতের একান্ত নিজস্ব বিষয়, পাকিস্তানকে জানাল বিদেশমন্ত্রক

হিমাচল প্রদেশের প্রায় প্রতিটি বাড়ি থেকে একজন করে সেনায় কর্মরত ৷ এই রাজ্যে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্তের সংখ্যাও অনেক বেশি ৷ এদিন এই বিষয়টি উল্লেখ করে সেনাপ্রধানের (The Chief Army Staff) প্রশংসা করেন ওই রাজ্যের রাজ্যপাল ৷ তিনি সেনাপ্রধানের কাছে সিমলায় ওয়াকার হাসপাতাল তৈরির দাবি জানান ৷ সেনাপ্রধান নারাভানে দ্রুত হাসপাতাল নির্মাণের আশ্বাস দিয়েছেন ৷

অন্যদিকে নারাভানে জানিয়েছেন, করোনা নিয়েও সেনাবাহিনীতে কড়া বিধিনিষেধ চালু রয়েছে ৷ কেউ ছুটি থেকে কাজে ফিরলে দু’বার করোনার পরীক্ষা করানো হচ্ছে ৷ তাছাড়া বাধ্যতামূলক 14 দিনের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে ৷

আরও পড়ুন : 1 হাজার 750 টি FICV, 350 টি হালকা ওজনের ট্যাংক অন্তর্ভুক্ত হবে সেনায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.