ETV Bharat / bharat

Apple Phone Factory in Karnataka: কর্ণাটকে 300 একরের কারখানা তৈরি করতে চলেছে অ্য়াপল

ভারতে বড় বিনিয়োগ করতে চলেছে অ্য়াপল ৷ কর্ণাটকে 300 একর জমির উপর নয়া কারখানা তৈরি করবে তারা (Apple Phone Factory in Karnataka) ৷

Apple will set up a Phone Factory in Karnataka which creates one lakh jobs
ফাইল ছবি
author img

By

Published : Mar 3, 2023, 10:21 PM IST

বেঙ্গালুরু, 3 মার্চ: কর্ণাটকবাসীর জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মানি এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর ৷ তাঁরা জানিয়েছেন, দক্ষিণের এই রাজ্য়ে নতুন একটি কারখানা তৈরি করবে বিশ্ববিখ্য়াত মোবাইল প্রস্তুতকারী সংস্থা অ্য়াপল (Apple Phone Factory in Karnataka) ৷ রাজ্য়ের 300 একর জমি নিয়ে তৈরি হবে এই নয়া উৎপাদনকেন্দ্র ৷ এই কারখানায় অন্তত 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে ৷

এ নিয়ে একটি টুইটও করেছেন রাজীব চন্দ্রশেখর ৷ তাতে তিনি লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবং মুখ্যমন্ত্রী বিএস বোম্মানির ডাবল ইঞ্জিন সরকার কর্ণাটকে বিনিয়োগ, কর্মসংস্থান এবং 1 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরির জন্য কাজ করে চলেছে ৷" এই টুইটটি প্রধানমন্ত্রী মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ট্য়াগও করেছেন রাজীব ৷

অন্যদিকে, এই একই প্রসঙ্গে বাসবরাজ বোম্মানি জানিয়েছেন, "খুব শীঘ্রই রাজ্য়ে অ্য়াপল ফোন তৈরি হবে ৷ এর জেরে 1 লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি কর্ণাটকে অসংখ্য নতুন সম্ভাবনাও সৃষ্টি হবে ৷ 2025 সালের মধ্যে ভারতে 5 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরি করার জন্য দূরদর্শী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আমরা আমাদের ভাগের কাজ করে চলেছি ৷"

এই প্রেক্ষাপটে শুক্রবার বেঙ্গালুরুতে এসে পৌঁছয় অ্য়াপলের সহযোগী সংস্থা হন হাই টেকনোলজি গোষ্ঠীর একটি প্রতিনিধিদল ৷ এই দলের নেতৃত্বে ছিলেন সংস্থার চেয়ারম্যান ইয়ং লিউ ৷ কর্ণাটকের তথ্যপ্রযুক্তি মন্ত্রী সি এন অশ্বথ নারায়ণের সঙ্গে একটি বৈঠক করেন প্রতিনিধিদলের সদস্যরা ৷ সংশ্লিষ্ট প্রকল্পের রূপায়নের জন্য এটি একেবারেই প্রাথমিক স্তরের আলোচনা বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: সিটিব্যাংকের গ্রাহকদের টেনে ব্যবসা বাড়াল অ্য়াক্সিস

পরবর্তীতে রাজ্যের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, এই প্রতিনিধিদলটি জরুরি আলোচনার পাশাপাশি প্রকল্প এলাকাটিও ঘুরে দেখবে ৷ এদিন এই প্রতিনিধিদলের সদস্যদের আমন্ত্রণ জানাতে নিজে বিমানবন্দরে হাজির ছিলেন সি এন অশ্বথ নারায়ণ ৷ এই সফর প্রসঙ্গে প্রশ্ন করা হলে ইয়ং লিউ জানিয়েছেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বেঙ্গালুরু একটি অন্যতম আকর্ষণীয় গন্তব্য ৷

বেঙ্গালুরু, 3 মার্চ: কর্ণাটকবাসীর জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মানি এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর ৷ তাঁরা জানিয়েছেন, দক্ষিণের এই রাজ্য়ে নতুন একটি কারখানা তৈরি করবে বিশ্ববিখ্য়াত মোবাইল প্রস্তুতকারী সংস্থা অ্য়াপল (Apple Phone Factory in Karnataka) ৷ রাজ্য়ের 300 একর জমি নিয়ে তৈরি হবে এই নয়া উৎপাদনকেন্দ্র ৷ এই কারখানায় অন্তত 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে ৷

এ নিয়ে একটি টুইটও করেছেন রাজীব চন্দ্রশেখর ৷ তাতে তিনি লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবং মুখ্যমন্ত্রী বিএস বোম্মানির ডাবল ইঞ্জিন সরকার কর্ণাটকে বিনিয়োগ, কর্মসংস্থান এবং 1 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরির জন্য কাজ করে চলেছে ৷" এই টুইটটি প্রধানমন্ত্রী মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ট্য়াগও করেছেন রাজীব ৷

অন্যদিকে, এই একই প্রসঙ্গে বাসবরাজ বোম্মানি জানিয়েছেন, "খুব শীঘ্রই রাজ্য়ে অ্য়াপল ফোন তৈরি হবে ৷ এর জেরে 1 লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি কর্ণাটকে অসংখ্য নতুন সম্ভাবনাও সৃষ্টি হবে ৷ 2025 সালের মধ্যে ভারতে 5 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরি করার জন্য দূরদর্শী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আমরা আমাদের ভাগের কাজ করে চলেছি ৷"

এই প্রেক্ষাপটে শুক্রবার বেঙ্গালুরুতে এসে পৌঁছয় অ্য়াপলের সহযোগী সংস্থা হন হাই টেকনোলজি গোষ্ঠীর একটি প্রতিনিধিদল ৷ এই দলের নেতৃত্বে ছিলেন সংস্থার চেয়ারম্যান ইয়ং লিউ ৷ কর্ণাটকের তথ্যপ্রযুক্তি মন্ত্রী সি এন অশ্বথ নারায়ণের সঙ্গে একটি বৈঠক করেন প্রতিনিধিদলের সদস্যরা ৷ সংশ্লিষ্ট প্রকল্পের রূপায়নের জন্য এটি একেবারেই প্রাথমিক স্তরের আলোচনা বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: সিটিব্যাংকের গ্রাহকদের টেনে ব্যবসা বাড়াল অ্য়াক্সিস

পরবর্তীতে রাজ্যের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, এই প্রতিনিধিদলটি জরুরি আলোচনার পাশাপাশি প্রকল্প এলাকাটিও ঘুরে দেখবে ৷ এদিন এই প্রতিনিধিদলের সদস্যদের আমন্ত্রণ জানাতে নিজে বিমানবন্দরে হাজির ছিলেন সি এন অশ্বথ নারায়ণ ৷ এই সফর প্রসঙ্গে প্রশ্ন করা হলে ইয়ং লিউ জানিয়েছেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বেঙ্গালুরু একটি অন্যতম আকর্ষণীয় গন্তব্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.