ETV Bharat / bharat

Apple Store in Mumbai: সিইও টিম কুকের হাতে মুম্বইতে খুলল দেশের প্রথম অ্যাপল স্টোর - অ্যাপলের সিইও

মুম্বইতে দেশের প্রথম অ্যাপল স্টোরের দরজা খুলে দিলেন অ্যাপলের সিইও টিম কুক ৷ আগামী বৃহস্পতিবার দিল্লিতে অ্যাপলের আরও একটি স্টোর খুলছে ৷

Tim Cook ETV Bharat
টিম কুক
author img

By

Published : Apr 18, 2023, 2:19 PM IST

নয়াদিল্লি, 18 এপ্রিল: মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ভারতের প্রথম ফ্ল্যাগশিপ অ্যাপল স্টোরের দ্বারোদ্ঘাটন করলেন অ্যাপলের সিইও টিম কুক । মঙ্গলবার এই উদ্বোধনের জন্য বহু মানুষ গেটের বাইরে অপেক্ষায় ছিলেন ৷ দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বইতে অবস্থিত স্টোরটির নকশা শহরের আইকনিক কালো-হলুদ ক্যাবের দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে । বৃহস্পতিবার দিল্লিতে আরও একটি স্টোর খুলতে চলেছে ।

এই স্টোর খোলা থেকেই বোঝা যায় এ দেশে ব্যবসা সম্প্রসারণে উৎসাহী অ্যাপল ৷ এই উপলক্ষে বর্তমানে মুম্বইতে আছেন অ্যাপলের সিইও টিম কুক ৷ তিনি বলেন, "ভারতের সুন্দর সংস্কৃতি এবং একটি অবিশ্বাস্য শক্তি রয়েছে ৷ আমরা এখানে আমাদের দীর্ঘস্থায়ী ইতিহাস তৈরি করতে আগ্রহী ।" অ্যাপল 25 বছরেরও বেশি সময় ধরে ভারতে কাজ করছে । এখনও পর্যন্ত এটি অনুমোদিত খুচরো বিক্রেতা এবং কয়েক বছর আগে চালু হওয়া ওয়েবসাইটের মাধ্যমে তার পণ্য বিক্রি করছে । আরও আগেই হয়তো স্টোর খুলত ৷ তবে কিছু সমস্যা তৈরি হওয়ায় এবং অতিমারির কারণে এখানে স্টোর খোলার পরিকল্পনা বিলম্বিত হয়েছিল ।

টেক জায়ান্টটি 2020 এবং 2022 সালের মধ্যে ভারতের স্মার্টফোন বাজারে কিছুটা জায়গা করতে পেরেছে ৷ তবে বিশাল দামের ট্যাগ আইফোনকে বেশিরভাগ ভারতীয়দের নাগালের বাইরে করে দিয়েছে ৷ ভারতে আইফোন বিক্রি কেবলমাত্র উচ্চ-মধ্যবিত্ত ও ধনী ভারতীয়দের মধ্যেই বৃদ্ধি পেয়েছে যাঁদের আয়ের পরিমাণ অনেকটা বেশি ৷

সেপ্টেম্বরের শুরুতে অ্যাপল ঘোষণা করেছিল যে তারা ভারতে iPhone 14 উত্পাদন শুরু করবে । এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্থানীয় উত্পাদনকে উত্সাহিত করবে যা তিনি 2014 সাল থেকে প্রচার করছেন ৷ অ্যাপল প্রথম ভারত থেকে 2017 সালে তার আইফোন এসই-এর সঙ্গে উত্পাদন শুরু করে ৷ এটি দেশ থেকে বেশ কয়েকটি আইফোন মডেলের অ্যাসেম্বল করাও শুরু করেছে ।

আরও পড়ুন: বাংলাদেশ সীমান্ত থেকে সাড়ে চার লাখের 'ট্যাপেনটাডল' ট্যাবলেট উদ্ধার বিএসএফের

নয়াদিল্লি, 18 এপ্রিল: মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ভারতের প্রথম ফ্ল্যাগশিপ অ্যাপল স্টোরের দ্বারোদ্ঘাটন করলেন অ্যাপলের সিইও টিম কুক । মঙ্গলবার এই উদ্বোধনের জন্য বহু মানুষ গেটের বাইরে অপেক্ষায় ছিলেন ৷ দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বইতে অবস্থিত স্টোরটির নকশা শহরের আইকনিক কালো-হলুদ ক্যাবের দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে । বৃহস্পতিবার দিল্লিতে আরও একটি স্টোর খুলতে চলেছে ।

এই স্টোর খোলা থেকেই বোঝা যায় এ দেশে ব্যবসা সম্প্রসারণে উৎসাহী অ্যাপল ৷ এই উপলক্ষে বর্তমানে মুম্বইতে আছেন অ্যাপলের সিইও টিম কুক ৷ তিনি বলেন, "ভারতের সুন্দর সংস্কৃতি এবং একটি অবিশ্বাস্য শক্তি রয়েছে ৷ আমরা এখানে আমাদের দীর্ঘস্থায়ী ইতিহাস তৈরি করতে আগ্রহী ।" অ্যাপল 25 বছরেরও বেশি সময় ধরে ভারতে কাজ করছে । এখনও পর্যন্ত এটি অনুমোদিত খুচরো বিক্রেতা এবং কয়েক বছর আগে চালু হওয়া ওয়েবসাইটের মাধ্যমে তার পণ্য বিক্রি করছে । আরও আগেই হয়তো স্টোর খুলত ৷ তবে কিছু সমস্যা তৈরি হওয়ায় এবং অতিমারির কারণে এখানে স্টোর খোলার পরিকল্পনা বিলম্বিত হয়েছিল ।

টেক জায়ান্টটি 2020 এবং 2022 সালের মধ্যে ভারতের স্মার্টফোন বাজারে কিছুটা জায়গা করতে পেরেছে ৷ তবে বিশাল দামের ট্যাগ আইফোনকে বেশিরভাগ ভারতীয়দের নাগালের বাইরে করে দিয়েছে ৷ ভারতে আইফোন বিক্রি কেবলমাত্র উচ্চ-মধ্যবিত্ত ও ধনী ভারতীয়দের মধ্যেই বৃদ্ধি পেয়েছে যাঁদের আয়ের পরিমাণ অনেকটা বেশি ৷

সেপ্টেম্বরের শুরুতে অ্যাপল ঘোষণা করেছিল যে তারা ভারতে iPhone 14 উত্পাদন শুরু করবে । এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্থানীয় উত্পাদনকে উত্সাহিত করবে যা তিনি 2014 সাল থেকে প্রচার করছেন ৷ অ্যাপল প্রথম ভারত থেকে 2017 সালে তার আইফোন এসই-এর সঙ্গে উত্পাদন শুরু করে ৷ এটি দেশ থেকে বেশ কয়েকটি আইফোন মডেলের অ্যাসেম্বল করাও শুরু করেছে ।

আরও পড়ুন: বাংলাদেশ সীমান্ত থেকে সাড়ে চার লাখের 'ট্যাপেনটাডল' ট্যাবলেট উদ্ধার বিএসএফের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.