ETV Bharat / bharat

করোনা মোকাবিলায় ভারতকে সাহায্য ঘোষণা অ্যাপেল সিইও টিম কুকের - টেক জায়েন্ট

মাইক্রোসফ্ট এবং গুগলের পর এবার ভারতে করোনা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল মার্কিন টেক জায়েন্ট অ্যাপেল ৷ সংস্থার সিইও টিম কুক টুইট করে সে কথা জানিয়েছেন ৷

apple-ceo-tim-cook-announced-supporting-relief-efforts-on-the-ground-in-india-amid-covid-19-situation
করোনা মোকাবিলায় ভারতকে সাহায্য অ্যাপেল সংস্থার
author img

By

Published : Apr 27, 2021, 3:55 PM IST

ওয়াশিংটন, 27 এপ্রিল : ভারতে করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে এবার সাহায্যের হাত বাড়িয়ে দল মার্কিন টেক জায়েন্ট অ্যাপেল ৷ সংস্থার সিইও টিম কুক টুইটে একথা জানিয়েছেন ৷ করোনার বিরুদ্ধে লড়াইয়ে মাঠে নেমে সাহায্য করবে এবং ত্রাণবিলি করবে ৷ প্রসঙ্গত, গত কয়েকদিনে ভারতে প্রায় সাড়ে 3 লক্ষ মানুষ রোজ সংক্রমিত হচ্ছে ৷ যার ফলে প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেনের মতো জরুরি পরিষেবায় ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে ৷ এই পরিস্থিতিতে ভারতে সাহায্যের হাত বাড়িতে দেওয়ার কথা ঘোষণা করলেন টিম কুক ৷

তিনি এ নিয়ে একটি টুইট করে লেখেন, ‘‘ভারতে করোনার ব্যাপক সংক্রমণের আবহে সেখানকার সকল স্বাস্থ্যকর্মীদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে ৷ মহামারির এই সঙ্কটে আমাদের অ্যাপেল পরিবার এবং সেখানে উপস্থিত সবার সবাই একসঙ্গে লড়াই করব ৷ অ্যাপল মাঠে নেমে সাহায্য করবে এবং ত্রাণ (চিকিৎসা) যোগাবে ৷’’ অ্য়াপেলের সিইও ছাড়াও মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা ভারতে করোনার মোকাবিলার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন ৷ যেখানে প্রয়োজনীয় ওষুধের কাঁচামাল থেকে শুরু করে, প্রযুক্তিগত সাহায্য এবং অক্সিজেনের সঙ্কট মেটাতে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন ৷

আরও পড়ুন : আর মাত্র 48 ঘণ্টা, আমেরিকা থেকে ভারতে আসছে ভ্যাকসিনের ওষুধ, কাঁচামাল

এছাড়াও গুগলের সিইও সুন্দর পিচাই সংস্থার তরফে 135 কোটি টাকা তহবিল গঠন করে, তা ‘গিভ ইন্ডিয়া’ এবং ইউনিসেফকে চিকিৎসা সংক্রান্ত সাহায্য প্রদানের করার কথা জানান ৷

ওয়াশিংটন, 27 এপ্রিল : ভারতে করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে এবার সাহায্যের হাত বাড়িয়ে দল মার্কিন টেক জায়েন্ট অ্যাপেল ৷ সংস্থার সিইও টিম কুক টুইটে একথা জানিয়েছেন ৷ করোনার বিরুদ্ধে লড়াইয়ে মাঠে নেমে সাহায্য করবে এবং ত্রাণবিলি করবে ৷ প্রসঙ্গত, গত কয়েকদিনে ভারতে প্রায় সাড়ে 3 লক্ষ মানুষ রোজ সংক্রমিত হচ্ছে ৷ যার ফলে প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেনের মতো জরুরি পরিষেবায় ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে ৷ এই পরিস্থিতিতে ভারতে সাহায্যের হাত বাড়িতে দেওয়ার কথা ঘোষণা করলেন টিম কুক ৷

তিনি এ নিয়ে একটি টুইট করে লেখেন, ‘‘ভারতে করোনার ব্যাপক সংক্রমণের আবহে সেখানকার সকল স্বাস্থ্যকর্মীদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে ৷ মহামারির এই সঙ্কটে আমাদের অ্যাপেল পরিবার এবং সেখানে উপস্থিত সবার সবাই একসঙ্গে লড়াই করব ৷ অ্যাপল মাঠে নেমে সাহায্য করবে এবং ত্রাণ (চিকিৎসা) যোগাবে ৷’’ অ্য়াপেলের সিইও ছাড়াও মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা ভারতে করোনার মোকাবিলার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন ৷ যেখানে প্রয়োজনীয় ওষুধের কাঁচামাল থেকে শুরু করে, প্রযুক্তিগত সাহায্য এবং অক্সিজেনের সঙ্কট মেটাতে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন ৷

আরও পড়ুন : আর মাত্র 48 ঘণ্টা, আমেরিকা থেকে ভারতে আসছে ভ্যাকসিনের ওষুধ, কাঁচামাল

এছাড়াও গুগলের সিইও সুন্দর পিচাই সংস্থার তরফে 135 কোটি টাকা তহবিল গঠন করে, তা ‘গিভ ইন্ডিয়া’ এবং ইউনিসেফকে চিকিৎসা সংক্রান্ত সাহায্য প্রদানের করার কথা জানান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.