ETV Bharat / bharat

Chandrababu Naidu Arrested: দুর্নীতির অভিযোগ, গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 7:07 AM IST

Updated : Sep 9, 2023, 8:55 AM IST

সিআইডির হাতে গ্রেফতার হলেন তেলেগু দেশম পার্টি বা টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু ৷ তিনি অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷

ETV Bharat
চন্দ্রবাবু নাইডু গ্রেফতার

হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর: গ্রেফতার হলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ শনিবার ভোর 6টায় অন্ধ্রপ্রদেশের নানদয়াল থেকে তাঁকে গ্রেফতার করেছে রাজ্য সিআইডি ৷ পেশাগত দক্ষতার উন্নয়নমূলক মামলায় দুর্নীতির অভিযোগ রয়েছে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর বিরুদ্ধে ৷ তিনি তেলগু দেশম পার্টি বা টিডিপি'র প্রধান ৷ নানদয়ালের আর কে হলে চন্দ্রবাবু নায়ডুর বাসস্থান থেকেই তাঁকে গ্রেফতার করে সিআইডি ৷ তাঁর ছেলে নারা লোকেশও সেই সময় ঘটনাস্থলেই ছিলেন বলে জানা গিয়েছে ৷

হেফাজতে যাওয়ার আগে চন্দ্রবাবু নায়ডু সংবাদসংস্থা এএনআইকে বলেন, "আমি কোনও দুর্নীতি করিনি ৷ গ্রেফতার করার আগে সিআইডি আমাকে কিছু জানায়নি ৷ আমি তাঁদের প্রমাণ দেখাতে বলেছিলাম ৷ কিন্তু তাঁরা তা দেখাতে অস্বীকার করে ৷ কোনও যথার্থ কারণ ছাড়াই এফআইআরে আমার নাম রয়েছে ৷"

  • Andhra Pradesh | "I did not commit any malpractice or corruption. CID arrested me without any proper information and I asked them to show the evidence but they refused to show and attached my name to the FIR without my role," says Andhra Pradesh CM and TDP chief N Chandrababu… https://t.co/gL1NJQFrqg pic.twitter.com/XCSogA8CeC

    — ANI (@ANI) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চন্দ্রবাবুর গ্রেফতারির আগে তাঁর বাড়ির আশপাশে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ৷ খবর পেয়ে টিডিপি নেতা এবং কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন ৷ চন্দ্রবাবুর গ্রেফতারি নিয়ে পুলিশের সঙ্গে টিডিপি নেতা-কর্মীদের বচসা বাধে ৷ এমনকী ধাক্কাধাক্কিও হয় ৷ গ্রেফতারির কারণ নিয়ে প্রশ্ন করা হলে পুলিশ জানায়, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতারির জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হয়েছে ৷

Andhra Pradesh | Criminal Investigation Department (CID) arrest TDP chief and former Andhra Pradesh CM N Chandrababu Naidu in Nandyala: TDP

(File Pic) pic.twitter.com/m6cWcONAVa

— ANI (@ANI) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপরেও চন্দ্রবাবু নাইডুর আইনজীবীরা গ্রেফতারির বিরোধিতা করেন এবং যথোপযুক্ত নথি দেখতে চান ৷ তাঁরা সওয়াল করেন, এফআইআরের কপিতে নায়ডুর নাম উল্লেখ করা নেই ৷ তাহলে কীভাবে এই গ্রেফতারি সম্ভব ? তখন তদন্তকারীরা জানান, চন্দ্রবাবুকে গ্রেফতার করতে যা যা দরকার, সেই সবকিছুই নির্দিষ্ট রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে টিডিপির অভিযোগ, পুলিশ মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে ৷ তাঁকে হেফাজতে নেওয়ার সময় কোনও সংবাদমাধ্যমকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়নি ৷

আরও পড়ুন: চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে হত্যার চেষ্টা ও ষড়যন্ত্রের অভিযোগে জোড়া এফআইআর

এদিন চন্দ্রবাবু নায়ডুর আইনজীবী বলেন, "চন্দ্রবাবুর রক্তচাপ বৃদ্ধি পেয়েছে ৷ তাঁর ডায়াবেটিস আছে ৷ তাই সিআইডি চন্দ্রবাবুকে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে গিয়েছে ৷ হাইকোর্টে জামিনের আবেদন জানাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে ৷"

হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর: গ্রেফতার হলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ শনিবার ভোর 6টায় অন্ধ্রপ্রদেশের নানদয়াল থেকে তাঁকে গ্রেফতার করেছে রাজ্য সিআইডি ৷ পেশাগত দক্ষতার উন্নয়নমূলক মামলায় দুর্নীতির অভিযোগ রয়েছে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর বিরুদ্ধে ৷ তিনি তেলগু দেশম পার্টি বা টিডিপি'র প্রধান ৷ নানদয়ালের আর কে হলে চন্দ্রবাবু নায়ডুর বাসস্থান থেকেই তাঁকে গ্রেফতার করে সিআইডি ৷ তাঁর ছেলে নারা লোকেশও সেই সময় ঘটনাস্থলেই ছিলেন বলে জানা গিয়েছে ৷

হেফাজতে যাওয়ার আগে চন্দ্রবাবু নায়ডু সংবাদসংস্থা এএনআইকে বলেন, "আমি কোনও দুর্নীতি করিনি ৷ গ্রেফতার করার আগে সিআইডি আমাকে কিছু জানায়নি ৷ আমি তাঁদের প্রমাণ দেখাতে বলেছিলাম ৷ কিন্তু তাঁরা তা দেখাতে অস্বীকার করে ৷ কোনও যথার্থ কারণ ছাড়াই এফআইআরে আমার নাম রয়েছে ৷"

  • Andhra Pradesh | "I did not commit any malpractice or corruption. CID arrested me without any proper information and I asked them to show the evidence but they refused to show and attached my name to the FIR without my role," says Andhra Pradesh CM and TDP chief N Chandrababu… https://t.co/gL1NJQFrqg pic.twitter.com/XCSogA8CeC

    — ANI (@ANI) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চন্দ্রবাবুর গ্রেফতারির আগে তাঁর বাড়ির আশপাশে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ৷ খবর পেয়ে টিডিপি নেতা এবং কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন ৷ চন্দ্রবাবুর গ্রেফতারি নিয়ে পুলিশের সঙ্গে টিডিপি নেতা-কর্মীদের বচসা বাধে ৷ এমনকী ধাক্কাধাক্কিও হয় ৷ গ্রেফতারির কারণ নিয়ে প্রশ্ন করা হলে পুলিশ জানায়, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতারির জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হয়েছে ৷

  • Andhra Pradesh | Criminal Investigation Department (CID) arrest TDP chief and former Andhra Pradesh CM N Chandrababu Naidu in Nandyala: TDP

    (File Pic) pic.twitter.com/m6cWcONAVa

    — ANI (@ANI) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপরেও চন্দ্রবাবু নাইডুর আইনজীবীরা গ্রেফতারির বিরোধিতা করেন এবং যথোপযুক্ত নথি দেখতে চান ৷ তাঁরা সওয়াল করেন, এফআইআরের কপিতে নায়ডুর নাম উল্লেখ করা নেই ৷ তাহলে কীভাবে এই গ্রেফতারি সম্ভব ? তখন তদন্তকারীরা জানান, চন্দ্রবাবুকে গ্রেফতার করতে যা যা দরকার, সেই সবকিছুই নির্দিষ্ট রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে টিডিপির অভিযোগ, পুলিশ মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে ৷ তাঁকে হেফাজতে নেওয়ার সময় কোনও সংবাদমাধ্যমকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়নি ৷

আরও পড়ুন: চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে হত্যার চেষ্টা ও ষড়যন্ত্রের অভিযোগে জোড়া এফআইআর

এদিন চন্দ্রবাবু নায়ডুর আইনজীবী বলেন, "চন্দ্রবাবুর রক্তচাপ বৃদ্ধি পেয়েছে ৷ তাঁর ডায়াবেটিস আছে ৷ তাই সিআইডি চন্দ্রবাবুকে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে গিয়েছে ৷ হাইকোর্টে জামিনের আবেদন জানাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে ৷"

Last Updated : Sep 9, 2023, 8:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.