দিল্লি, 10 ডিসেম্বর : কৃষি আইন নিয়ে দেশজুড়ে কৃষকদের বিক্ষোভ অব্যাহত ৷ তবে সরকারের তরফে আলোচনার সমস্ত রাস্তা খোলা আছে বলে আজ জানালেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর ৷
সাংবাদিক বৈঠকে নরেন্দ্র সিং তোমর বলেন, ‘‘কৃষি আইন লোকসভা ও রাজ্যসভায় সমস্ত দলের আলোচনা ও সম্মতিতে প্রণয়ন করা হয়েছে ৷ এই আইনে কৃষকদের স্বার্থের কোনও ক্ষতি হবে না ৷ তবে কৃষকরা ক্রমাগত দাবি করে আসছে এই আইন বাতিল করতে হবে ৷ তবে সরকারের তরফে আমরা আইনের যেখানে কৃষকদের সমস্যা হচ্ছে তা নিয়ে আলোচনা করতে প্রস্তুত ৷ এখানে ইগোর কোনও ইশু নেই ৷’’
কেন্দ্রীয় সরকার এমএসপি নিয়ে কৃষকদের আশ্বস্ত করতে চায় ৷ তাই তাঁরা তা লিখিত আকারে কৃষকদের দিতে রাজি ৷ ‘‘সরকার কৃষকদের লিখিতভাবে আশ্বস্ত করতে রাজি যে এই নতুন আইনে এমএসপির উপর কোনও প্রভাব পড়বে না এবং আগের মতোই এটি চলতে থাকবে, ’’ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সাংবাদিক বৈঠকে একথা বলেন ৷
নতুন আইনে কৃষকদের জমি কৃষকদেরই থাকবে বলে মন্তব্য করেন নরেন্দ্র সিং তোমর ৷ তিনি জানান, ‘‘নতুন কৃষি আইনে কৃষকদের জমি নিয়ে কোনও চুক্তি হবে না ৷ শুধুমাত্র ব্যবসায়ী ও কৃষকদের ফসলের মধ্যেই চুক্তি হবে ৷ কৃষকদের জমি কৃষকদেরই থাকবে ৷ আইনের সবকিছুই কৃষকদের সুবিধার্থে ৷ যখন খুশি চুক্তি ভেঙে কৃষকরা তাদের ফসল বাইরে বিক্রি করতে পারবে ৷ তবে ব্যবসায়ীরা চুক্তি ভাঙতে পারবে না ৷’’
কৃষি আইন নিয়ে সরকারের দেওয়া প্রস্তাবের উপর চর্চা করার আহ্বানও জানান কেন্দ্রীয় কৃষি মন্ত্রী ৷ তিনি কৃষক সংগঠনগুলির কাছে আবেদন করেন, তাঁদের যে কোনও সমস্যা নিয়ে আলোচনা করতে সরকার তৈরি ৷ তাই তাঁদের দেওয়া প্রস্তাবগুলি যেন আলোচনা করে দেখা হয় ৷
কৃষকদের উৎপাদিত ফসল বিক্রি করা নিয়েও কথা বলেন নরেন্দ্র সিং তোমর ও কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ৷ আজ পীযূষ গোয়েল বলেন, ‘‘ একটা চিন্তা ছিল যে কৃষকরা তাঁদের ফসল বেসরকারি বাজারে বিক্রি করতে বাধ্য হবেন ৷ তবে সরকার জানাতে চায় এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ৷ আইনে কৃষকদের জন্য বাধ্যতামূলক কোনও বিষয় নেই ৷’’
তবে কেন্দ্রীয় সরকারের আবেদনে চিঁড়ে ভিজছে না ৷ ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাজেশ তিকায়িত বলছেন যতক্ষণ পর্যন্ত না এই কৃষি আইন প্রত্যাহার করা হচ্ছে, ততক্ষণ কৃষকদের আন্দোলন চলবে ৷ কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর সাংবাদিক বৈঠক নিয়ে তাঁর মত, মন্ত্রী যা বলেছেন, তাতে নতুন কিছু নেই ৷ এবং কৃষকরা চাইছেন তাঁদের যেন দাবি পূরণ করা হয় ৷
রাজেশ তিকায়িত বলেন, ‘‘ আজ উনি নতুন কিছু বলেননি ৷ শুধু মাত্র প্রকল্প সম্পর্কে বলা হয়েছে ৷ কৃষি বিল নিয়ে কিছু বলা হয়নি ৷ আমরা এমএসপির উপর আইন চেয়েছিলাম ৷ আপনি এখনও সেটা করেননি ৷ সারা দেশের কৃষকরা সেটা চায় ৷ আমাদের কোঅর্ডিনেশন ঠিক করবে আমরা আবার বৈঠক করব কি না ৷’’ তিনি আরও জানান, কৃষকদের ডাকা 12 ও 14 তারিখের দেশজুড়ে প্রতিবাদ শান্তিপূর্ণ হবে ৷ কৃষকদের তরফে জানানো হয়েছে তাঁদের দাবি না মিটলে তাঁরা রেল অবরোধের পথেও যাবেন ৷
তবে কৃষি আইনের সপক্ষে যুক্তি দিয়েছেন নরেন্দ্র সিং তোমর ৷ আজ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘ কোনও আইনই সম্পূর্ণ ত্রুটিযুক্ত হতে পারে না ৷ সরকার কৃষকদের সঙ্গে আলোচনা করে তাঁদের সমস্যাগুলি পর্যালোচনা করে আইনে পরিবর্তন করতে পারে ৷ ’’