ETV Bharat / bharat

JNU Controversy: জেএনইউয়ে দেওয়াল লিখন ঘিরে বিতর্ক, ডিনকে তদন্তের নির্দেশ উপাচার্যের - Akhil Bharatiya Vidyarthi Parishad

নয়া বিতর্কে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ৷ ব্রাহ্মণ ও বৈশ্য সম্প্রদায়ের মানুষদের বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছে কেউ বা কারা ৷ এবিভিপি অবশ্য এর জন্য বামপন্থী ছাত্র সংগঠনগুলির দিকে আঙুল তুলেছে (Anti Brahmin Baniya slogans) ৷

JNU Anti Brahman Slogan
Etv Bharat
author img

By

Published : Dec 2, 2022, 7:51 AM IST

Updated : Dec 2, 2022, 9:54 AM IST

নয়াদিল্লি, 2 ডিসেম্বর: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ফের বিতর্কে ৷ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের একাধিক দেওয়ালে লেখা 'ব্রাহ্মণরা বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাও', 'রক্ত ঝরবে' ৷ ব্রাহ্মণ্য ও বৈশ্যবাদ বিরোধী স্লোগানে ভরে গিয়েছে বিশ্ববিদ্যালয় চত্বর ৷ প্রতিটি স্লোগান লেখা হয়েছে লাল রঙের কালি দিয়ে ৷ জেএনইউর স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের দেওয়ালে ব্রাহ্মণদের নিশানা করে রীতিমতো হুমকি স্লোগান- 'ব্রাহ্মণ-বৈশ্য, তোমাদের জন্য আমরা আসছি ! তোমরা ছাড় পাবে না !' এবং 'তোমরা শাখায় ফিরে যাও' ৷ উপাচার্য এই ঘটনায় স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যান্ড গ্রিভ্যান্স কমিটির (School of International Studies & Grievances Committee) ডিনকে তদন্ত করতে এবং দ্রুত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন ৷

JNU Vice-Chancellor asked to inquire & submit a report
জেএনইউয়ের উপাচার্য ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন

স্বভাবতই এর তীব্র নিন্দা করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি (Akhil Bharatiya Vidyarthi Parishad) ৷ তারা এই কাজের জন্য বামপন্থী ছাত্র সংগঠনগুলিকে দায়ী করেছে ৷ আরএসএস-এর ছাত্র সংগঠনটি টুইট করেছে, "এবিভিপি এই হিংসা এবং হেনস্থাকে ধিক্কার জানাচ্ছে ৷ কমিউনিস্ট গুন্ডারা বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যে ভাঙচুর চালাচ্ছে ৷ জেএনইউ-এর স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের 2 নং বিল্ডিংয়ের দেওয়ালে অশ্লীল কথা লিখেছে কমিউনিস্টরা ৷ তারা স্বাধীন চিন্তাভাবনার অধ্যাপকদের চেম্বারগুলিকে বিকৃত করেছে ৷"

  • ABVP strongly condemns vandalism & Abuse

    ABVP condemns the rampant vandalization of academic spaces by communist goons. The communists have written abuses on walls of JNU in School of International Studies- II building. They have defaced chambers of free thinking professors 1/3 pic.twitter.com/FHj45OKsR6

    — ABVP JNU (@abvpjnu) December 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রামনবমীতে মাংস খাওয়া নিয়ে ধুন্ধুমার জেএনইউ, আহত 6

এবিভিপি ছাড়াও বিতর্কিত দেওয়াল লিখনের ঘটনায় বহু পড়ুয়া এবং ছাত্র সংগঠন প্রতিবাদ করেছে ৷ সোশাল মিডিয়াতেও ব্রাহ্মণ-বৈশ্যবাদ বিরোধী স্লোগানের ছবি ছড়িয়ে পড়েছে ৷ এক অধ্যাপকের কেবিনের দরজায় লেখা 'শাখায় ফিরে যাও' (Shakha Laut Jao) ৷ অনুনান, এই স্লোগানগুলি 30 নভেম্বর রাতে লেখা হয়েছে ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে কোনও মন্তব্য করেনি ৷ তবে এই লেখাগুলি কারা লিখেছে, তার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ ৷

  • JNU की ये वही महिला प्राध्यापिका हैं जिन्हें लगभग 24 घंटे तक वामियों ने बंधक बनाया था और आज उन्हीं के कक्ष के बाहर लिखा है Go Back toशाखा
    इससे ये तो साफ हो गया कि वामपंथी अब अपने ही फैलाए झूठ को समेटने लगे हैं और मानने लगे हैं कि महिलाएं भी शाखा जाती हैं और कोई भेदभाव नहीं हैं। pic.twitter.com/xMHU42nKlW

    — निधि त्रिपाठी நிதி திரிபாதி (@nidhitripathi92) December 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবিভিপি সভাপতি রোহিত কুমারের (ABVP President Rohit Kumar) কথায়, "এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করছে আমাদের সংগঠন ৷" তিনি বামপন্থী আদর্শে বিশ্বাসী পড়ুয়াদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ৷ বামপন্থী সংগঠন এআইএসএ (All India Students Association) এই ঘটনায় জড়িত বলে দাবি কুমারের ৷ তবে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এই অভিযোগ অস্বীকার করেছে ৷ জেএনইউ-এর ইউনিয়নের সদস্য এবং প্রাক্তন সভাপতি এনসি বালাজি অবশ্য এতে বামপন্থী যোগ খুঁজে পাচ্ছেন না ৷

আরও পড়ুন: কানহাইয়াদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি কেজরিওয়াল সরকারের

নয়াদিল্লি, 2 ডিসেম্বর: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ফের বিতর্কে ৷ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের একাধিক দেওয়ালে লেখা 'ব্রাহ্মণরা বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাও', 'রক্ত ঝরবে' ৷ ব্রাহ্মণ্য ও বৈশ্যবাদ বিরোধী স্লোগানে ভরে গিয়েছে বিশ্ববিদ্যালয় চত্বর ৷ প্রতিটি স্লোগান লেখা হয়েছে লাল রঙের কালি দিয়ে ৷ জেএনইউর স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের দেওয়ালে ব্রাহ্মণদের নিশানা করে রীতিমতো হুমকি স্লোগান- 'ব্রাহ্মণ-বৈশ্য, তোমাদের জন্য আমরা আসছি ! তোমরা ছাড় পাবে না !' এবং 'তোমরা শাখায় ফিরে যাও' ৷ উপাচার্য এই ঘটনায় স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যান্ড গ্রিভ্যান্স কমিটির (School of International Studies & Grievances Committee) ডিনকে তদন্ত করতে এবং দ্রুত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন ৷

JNU Vice-Chancellor asked to inquire & submit a report
জেএনইউয়ের উপাচার্য ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন

স্বভাবতই এর তীব্র নিন্দা করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি (Akhil Bharatiya Vidyarthi Parishad) ৷ তারা এই কাজের জন্য বামপন্থী ছাত্র সংগঠনগুলিকে দায়ী করেছে ৷ আরএসএস-এর ছাত্র সংগঠনটি টুইট করেছে, "এবিভিপি এই হিংসা এবং হেনস্থাকে ধিক্কার জানাচ্ছে ৷ কমিউনিস্ট গুন্ডারা বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যে ভাঙচুর চালাচ্ছে ৷ জেএনইউ-এর স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের 2 নং বিল্ডিংয়ের দেওয়ালে অশ্লীল কথা লিখেছে কমিউনিস্টরা ৷ তারা স্বাধীন চিন্তাভাবনার অধ্যাপকদের চেম্বারগুলিকে বিকৃত করেছে ৷"

  • ABVP strongly condemns vandalism & Abuse

    ABVP condemns the rampant vandalization of academic spaces by communist goons. The communists have written abuses on walls of JNU in School of International Studies- II building. They have defaced chambers of free thinking professors 1/3 pic.twitter.com/FHj45OKsR6

    — ABVP JNU (@abvpjnu) December 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রামনবমীতে মাংস খাওয়া নিয়ে ধুন্ধুমার জেএনইউ, আহত 6

এবিভিপি ছাড়াও বিতর্কিত দেওয়াল লিখনের ঘটনায় বহু পড়ুয়া এবং ছাত্র সংগঠন প্রতিবাদ করেছে ৷ সোশাল মিডিয়াতেও ব্রাহ্মণ-বৈশ্যবাদ বিরোধী স্লোগানের ছবি ছড়িয়ে পড়েছে ৷ এক অধ্যাপকের কেবিনের দরজায় লেখা 'শাখায় ফিরে যাও' (Shakha Laut Jao) ৷ অনুনান, এই স্লোগানগুলি 30 নভেম্বর রাতে লেখা হয়েছে ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে কোনও মন্তব্য করেনি ৷ তবে এই লেখাগুলি কারা লিখেছে, তার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ ৷

  • JNU की ये वही महिला प्राध्यापिका हैं जिन्हें लगभग 24 घंटे तक वामियों ने बंधक बनाया था और आज उन्हीं के कक्ष के बाहर लिखा है Go Back toशाखा
    इससे ये तो साफ हो गया कि वामपंथी अब अपने ही फैलाए झूठ को समेटने लगे हैं और मानने लगे हैं कि महिलाएं भी शाखा जाती हैं और कोई भेदभाव नहीं हैं। pic.twitter.com/xMHU42nKlW

    — निधि त्रिपाठी நிதி திரிபாதி (@nidhitripathi92) December 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবিভিপি সভাপতি রোহিত কুমারের (ABVP President Rohit Kumar) কথায়, "এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করছে আমাদের সংগঠন ৷" তিনি বামপন্থী আদর্শে বিশ্বাসী পড়ুয়াদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ৷ বামপন্থী সংগঠন এআইএসএ (All India Students Association) এই ঘটনায় জড়িত বলে দাবি কুমারের ৷ তবে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এই অভিযোগ অস্বীকার করেছে ৷ জেএনইউ-এর ইউনিয়নের সদস্য এবং প্রাক্তন সভাপতি এনসি বালাজি অবশ্য এতে বামপন্থী যোগ খুঁজে পাচ্ছেন না ৷

আরও পড়ুন: কানহাইয়াদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি কেজরিওয়াল সরকারের

Last Updated : Dec 2, 2022, 9:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.