ETV Bharat / bharat

Ramdev Divya Pharmacy: রামদেবের কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ ! শো-কজ নোটিশ আধিকারিককে - শোকজ নোটিশ

রামদেবের পতঞ্জলি গ্রুপের দিব্যা ফার্মাসির পাঁচটি ওষুধে নিষেধাজ্ঞা জারি করে নোটিশ পাঠিয়েছিলেন স্বাস্থ্য আধিকারিক ৷ তাঁকে কারণ জানতে পেয়ে শো-কজ নোটিস ধরাল উত্তরাখণ্ড সরকার (Ramdev Divya Pharmacy Controversy) ৷

Ramdev Controversy
ETV Bharat
author img

By

Published : Nov 11, 2022, 8:24 PM IST

দেরাদুন, 11 নভেম্বর: শো-কজ নোটিশ পেলেন স্বাস্থ্য আধিকারিক ৷ উত্তরাখণ্ডে রাম দেবের দিব্যা ফার্মাসির 5টি ওষুধ লাইসেন্স পায়নি ৷ তাই দেরাদুনের আয়ুর্বেদ এবং ইউনানি লাইসেন্সিং কর্তৃপক্ষের সংশ্লিষ্ট আধিকারিককে শোকজ নোটিশ ধরিয়েছে উত্তরাখণ্ড সরকার (Uttarakhand Government sends showcause notice to officer who directed stopping production of Divya Pharmacy) ৷

যোগাগুরু রামদেবের ফার্মাসিউটিক্যাল কোম্পানি পতঞ্জলি গ্রুপের অন্তর্গত দিব্যা ফার্মাসি ৷ দেরাদুনের ওই আধিকারিক এই ফার্মাসির 5টি ওষুধের উৎপাদন বন্ধ করার নির্দেশ দেয় ৷ সূত্র মারফত ইটিভি ভারত জানতে পেরেছে, সরকার ওই আধিকারিকের কাছে এর ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে ৷ তিনি কোন ভিত্তিতে দিব্যা ফার্মাসিকে নোটিশ পাঠিয়েছিলেন, জানতে চায় পুষ্কর সিং ধামী সরকার ৷

আরও পড়ুন: বলিউড তারকাদের মাদকাসক্তি নিয়ে বিস্ফোরক বাবা রামদেব

উত্তরাখণ্ড সরকারের স্বাস্থ্য দফতরের উচ্চাধিকারিক ডাঃ জিসিএন জাঙ্গাপাঙ্গির (Dr GCN Jangapangi) সঙ্গে যোগাযোগ করেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ উচ্চাধিকারিক ফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার তাঁর কাছ থেকে উত্তর চেয়ে পাঠিয়েছে ৷ তিনিও সরকারি নোটিশের উত্তর দেবেন ৷

এই বিতর্ক নিয়ে বাবা রামদেব দিব্যা ফার্মাসির তরফে একটি বিবৃতি জারি করেছেন ৷ সেখানে তিনি পুরো ঘটনার জন্য 'আয়ুর্বেদ-বিরোধী ড্রাগ মাফিয়া' চক্রকে (Anti-Ayurveda drug mafia) দায়ী করেছেন ৷ তাঁর ওষুধের বিজ্ঞাপনে যে দাবি করা হয়েছে তা ভ্রান্ত, এই মর্মে উত্তরাখণ্ড সরকার তাঁর কোম্পানির পাঁচটি ওষুধের উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ স্বভাবতই এতে রামদেব তথা পতঞ্জলির মানহানি হয়েছে ৷

রামদেব এই পুরো ঘটনাকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন বিবৃতিতে ৷ বিতর্কিত ওই ওষুধগুলি রক্তচাপ (Divya BPgrit), ডায়াবেটিস (Divya Madhugrit), গয়েটার (Divya Thyrogrit), গ্লুকোমা (Divya Eyegrit) এবং হাই কোলেস্টেরল (Lipidom) - চিকিৎসায় ব্যবহার্য ৷

দেরাদুন, 11 নভেম্বর: শো-কজ নোটিশ পেলেন স্বাস্থ্য আধিকারিক ৷ উত্তরাখণ্ডে রাম দেবের দিব্যা ফার্মাসির 5টি ওষুধ লাইসেন্স পায়নি ৷ তাই দেরাদুনের আয়ুর্বেদ এবং ইউনানি লাইসেন্সিং কর্তৃপক্ষের সংশ্লিষ্ট আধিকারিককে শোকজ নোটিশ ধরিয়েছে উত্তরাখণ্ড সরকার (Uttarakhand Government sends showcause notice to officer who directed stopping production of Divya Pharmacy) ৷

যোগাগুরু রামদেবের ফার্মাসিউটিক্যাল কোম্পানি পতঞ্জলি গ্রুপের অন্তর্গত দিব্যা ফার্মাসি ৷ দেরাদুনের ওই আধিকারিক এই ফার্মাসির 5টি ওষুধের উৎপাদন বন্ধ করার নির্দেশ দেয় ৷ সূত্র মারফত ইটিভি ভারত জানতে পেরেছে, সরকার ওই আধিকারিকের কাছে এর ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে ৷ তিনি কোন ভিত্তিতে দিব্যা ফার্মাসিকে নোটিশ পাঠিয়েছিলেন, জানতে চায় পুষ্কর সিং ধামী সরকার ৷

আরও পড়ুন: বলিউড তারকাদের মাদকাসক্তি নিয়ে বিস্ফোরক বাবা রামদেব

উত্তরাখণ্ড সরকারের স্বাস্থ্য দফতরের উচ্চাধিকারিক ডাঃ জিসিএন জাঙ্গাপাঙ্গির (Dr GCN Jangapangi) সঙ্গে যোগাযোগ করেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ উচ্চাধিকারিক ফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার তাঁর কাছ থেকে উত্তর চেয়ে পাঠিয়েছে ৷ তিনিও সরকারি নোটিশের উত্তর দেবেন ৷

এই বিতর্ক নিয়ে বাবা রামদেব দিব্যা ফার্মাসির তরফে একটি বিবৃতি জারি করেছেন ৷ সেখানে তিনি পুরো ঘটনার জন্য 'আয়ুর্বেদ-বিরোধী ড্রাগ মাফিয়া' চক্রকে (Anti-Ayurveda drug mafia) দায়ী করেছেন ৷ তাঁর ওষুধের বিজ্ঞাপনে যে দাবি করা হয়েছে তা ভ্রান্ত, এই মর্মে উত্তরাখণ্ড সরকার তাঁর কোম্পানির পাঁচটি ওষুধের উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ স্বভাবতই এতে রামদেব তথা পতঞ্জলির মানহানি হয়েছে ৷

রামদেব এই পুরো ঘটনাকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন বিবৃতিতে ৷ বিতর্কিত ওই ওষুধগুলি রক্তচাপ (Divya BPgrit), ডায়াবেটিস (Divya Madhugrit), গয়েটার (Divya Thyrogrit), গ্লুকোমা (Divya Eyegrit) এবং হাই কোলেস্টেরল (Lipidom) - চিকিৎসায় ব্যবহার্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.