ETV Bharat / bharat

ফের লকডাউন হলে অসহনীয় হবে পরিস্থিতি, প্রকাশ আরবিআই নোটে - লকডাউন

আর বি আই নোটে প্রকাশ করা হয়েছে ফের লকডাউন করা হলে উৎপাদন কমবে এবং সাধারণ মানুষ যে পরিমাণ সমস্য়ায় পড়বে তা অসহনীয় ৷ ডয়েচে ব্য়াঙ্কের ভারতের প্রধান কৌশিক দাস বলেছেন, লকডাউনের ফলে অর্থনীতিতে ফের ব্য়াপক প্রভাব পড়বে ৷

lockdowns
লকডাউন
author img

By

Published : Mar 23, 2021, 4:18 PM IST

নয়াদিল্লি, 23 মার্চ : দেশে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া ৷ সংক্রমণ আটকাতে কী করণীয় তা নিয়ে মুখ্য়মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ অনেকেই মনে করছেন, হয়তো আবার লকডাউনের পথে হাঁটবে সরকার ৷ এখনও অবশ্য় সে নিয়ে কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি ৷ তবে তার আগেই একটি আশঙ্কার কথা শোনা গেল রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়াকে পাঠানো একটি নোটে ৷

অর্থনীতিবিদ এবং সেন্ট্রাল ব্য়াঙ্কারের ডেপুটি গভর্নর মাইকেল দেবব্রত পাত্র আর বিআইকে একটি নোট লেখেন ৷ সেখানে তিনি লিখেছেন, সবক্ষেত্রেই উৎপাদন বাড়াতে কঠোর প্রচেষ্টা করা হচ্ছে ৷ বিনোদন, হসপিটালিটি এবং পার্সোনাল কেয়ারের ক্ষেত্রে অতিরিক্ত জোর দেওয়া হচ্ছে ৷ কিন্তু আবার একটা লকডাউন হলে তা গরিব মানুষরা বিরাট সমস্য়ার সম্মুখীন হবেন ৷ ভাইরাসকে সঙ্গে মানুষ যেভাবে বাঁচতে শিখেছে সেখান থেকে তাঁদের পিছিয়ে আসতে হবে ৷ শুধু এটাই নয়, এর পাশাপাশি ফের লকডাউন হলে সাধারণ মানুষ যে পরিমাণ সমস্য়ায় পড়বেন তা সহ্য় করা সম্ভব হবে না ৷

একই মন্তব্য় করে ডয়েচে ব্য়াঙ্কের ভারতের প্রধান অর্থনীতিবিদ কৌশিক দাস জানিয়েছেন, করোনায় আক্রান্তের হার যদি একইভাবে বাড়তে থাকে তাহলে তা অর্থনীতিতে প্রভাব পড়বে ৷ এপ্রিল থেকে জুন এই ত্রৈমাসিকে অর্থনীতি বৃদ্ধির হার ফের কমবে ৷

আরও পড়ুন- "বাইরে থেকে অপরাধীদের এনে নন্দীগ্রামে আশ্রয় দিচ্ছেন শুভেন্দু", কমিশনে চিঠি তৃণমূলের

গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্য়া ব্য়াপকভাবে বৃদ্ধি পাচ্ছে ৷ গত সপ্তাহে দেশে করোনা আক্রান্তের সংখ্য়া 1 লাখ ছাড়িয়েছে ৷ এর পাশাপাশি মৃতের সংখ্য়াও বাড়ছে ৷ আর তাতেই চিন্তা বেড়েছে সরকারের ৷

করোনা প্রতিরোধে প্রায় 1 বছর ধরে লড়াই চলছে ৷ কথনও সম্পূর্ণ লকডাউন কখনও আংশিক লকডাউন করে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও এর ফলে অর্থনীতিতে ব্য়াপক প্রভাব পড়েছে বলে অনেক অর্থনীতিবিদ জানিয়েছেন ৷ উৎপাদন যেমন বন্ধ ছিল তেমন উৎপাদিত পণ্য়ের বিক্রিও বন্ধ ছিল দীর্ঘদিন ৷ পর্যটন বন্ধ থাকায় সবথেকে বেশি প্রভাব পড়েছিল পর্যটন ব্য়বসার সঙ্গে যুক্ত অনেকেই ৷ তবে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক করা গেলেও ফের করোনা সংক্রমণ বাড়ায় বাড়ছে দুশ্চিন্তা ৷

নয়াদিল্লি, 23 মার্চ : দেশে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া ৷ সংক্রমণ আটকাতে কী করণীয় তা নিয়ে মুখ্য়মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ অনেকেই মনে করছেন, হয়তো আবার লকডাউনের পথে হাঁটবে সরকার ৷ এখনও অবশ্য় সে নিয়ে কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি ৷ তবে তার আগেই একটি আশঙ্কার কথা শোনা গেল রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়াকে পাঠানো একটি নোটে ৷

অর্থনীতিবিদ এবং সেন্ট্রাল ব্য়াঙ্কারের ডেপুটি গভর্নর মাইকেল দেবব্রত পাত্র আর বিআইকে একটি নোট লেখেন ৷ সেখানে তিনি লিখেছেন, সবক্ষেত্রেই উৎপাদন বাড়াতে কঠোর প্রচেষ্টা করা হচ্ছে ৷ বিনোদন, হসপিটালিটি এবং পার্সোনাল কেয়ারের ক্ষেত্রে অতিরিক্ত জোর দেওয়া হচ্ছে ৷ কিন্তু আবার একটা লকডাউন হলে তা গরিব মানুষরা বিরাট সমস্য়ার সম্মুখীন হবেন ৷ ভাইরাসকে সঙ্গে মানুষ যেভাবে বাঁচতে শিখেছে সেখান থেকে তাঁদের পিছিয়ে আসতে হবে ৷ শুধু এটাই নয়, এর পাশাপাশি ফের লকডাউন হলে সাধারণ মানুষ যে পরিমাণ সমস্য়ায় পড়বেন তা সহ্য় করা সম্ভব হবে না ৷

একই মন্তব্য় করে ডয়েচে ব্য়াঙ্কের ভারতের প্রধান অর্থনীতিবিদ কৌশিক দাস জানিয়েছেন, করোনায় আক্রান্তের হার যদি একইভাবে বাড়তে থাকে তাহলে তা অর্থনীতিতে প্রভাব পড়বে ৷ এপ্রিল থেকে জুন এই ত্রৈমাসিকে অর্থনীতি বৃদ্ধির হার ফের কমবে ৷

আরও পড়ুন- "বাইরে থেকে অপরাধীদের এনে নন্দীগ্রামে আশ্রয় দিচ্ছেন শুভেন্দু", কমিশনে চিঠি তৃণমূলের

গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্য়া ব্য়াপকভাবে বৃদ্ধি পাচ্ছে ৷ গত সপ্তাহে দেশে করোনা আক্রান্তের সংখ্য়া 1 লাখ ছাড়িয়েছে ৷ এর পাশাপাশি মৃতের সংখ্য়াও বাড়ছে ৷ আর তাতেই চিন্তা বেড়েছে সরকারের ৷

করোনা প্রতিরোধে প্রায় 1 বছর ধরে লড়াই চলছে ৷ কথনও সম্পূর্ণ লকডাউন কখনও আংশিক লকডাউন করে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও এর ফলে অর্থনীতিতে ব্য়াপক প্রভাব পড়েছে বলে অনেক অর্থনীতিবিদ জানিয়েছেন ৷ উৎপাদন যেমন বন্ধ ছিল তেমন উৎপাদিত পণ্য়ের বিক্রিও বন্ধ ছিল দীর্ঘদিন ৷ পর্যটন বন্ধ থাকায় সবথেকে বেশি প্রভাব পড়েছিল পর্যটন ব্য়বসার সঙ্গে যুক্ত অনেকেই ৷ তবে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক করা গেলেও ফের করোনা সংক্রমণ বাড়ায় বাড়ছে দুশ্চিন্তা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.