ETV Bharat / bharat

ফের লকডাউন হলে অসহনীয় হবে পরিস্থিতি, প্রকাশ আরবিআই নোটে

আর বি আই নোটে প্রকাশ করা হয়েছে ফের লকডাউন করা হলে উৎপাদন কমবে এবং সাধারণ মানুষ যে পরিমাণ সমস্য়ায় পড়বে তা অসহনীয় ৷ ডয়েচে ব্য়াঙ্কের ভারতের প্রধান কৌশিক দাস বলেছেন, লকডাউনের ফলে অর্থনীতিতে ফের ব্য়াপক প্রভাব পড়বে ৷

lockdowns
লকডাউন
author img

By

Published : Mar 23, 2021, 4:18 PM IST

নয়াদিল্লি, 23 মার্চ : দেশে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া ৷ সংক্রমণ আটকাতে কী করণীয় তা নিয়ে মুখ্য়মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ অনেকেই মনে করছেন, হয়তো আবার লকডাউনের পথে হাঁটবে সরকার ৷ এখনও অবশ্য় সে নিয়ে কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি ৷ তবে তার আগেই একটি আশঙ্কার কথা শোনা গেল রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়াকে পাঠানো একটি নোটে ৷

অর্থনীতিবিদ এবং সেন্ট্রাল ব্য়াঙ্কারের ডেপুটি গভর্নর মাইকেল দেবব্রত পাত্র আর বিআইকে একটি নোট লেখেন ৷ সেখানে তিনি লিখেছেন, সবক্ষেত্রেই উৎপাদন বাড়াতে কঠোর প্রচেষ্টা করা হচ্ছে ৷ বিনোদন, হসপিটালিটি এবং পার্সোনাল কেয়ারের ক্ষেত্রে অতিরিক্ত জোর দেওয়া হচ্ছে ৷ কিন্তু আবার একটা লকডাউন হলে তা গরিব মানুষরা বিরাট সমস্য়ার সম্মুখীন হবেন ৷ ভাইরাসকে সঙ্গে মানুষ যেভাবে বাঁচতে শিখেছে সেখান থেকে তাঁদের পিছিয়ে আসতে হবে ৷ শুধু এটাই নয়, এর পাশাপাশি ফের লকডাউন হলে সাধারণ মানুষ যে পরিমাণ সমস্য়ায় পড়বেন তা সহ্য় করা সম্ভব হবে না ৷

একই মন্তব্য় করে ডয়েচে ব্য়াঙ্কের ভারতের প্রধান অর্থনীতিবিদ কৌশিক দাস জানিয়েছেন, করোনায় আক্রান্তের হার যদি একইভাবে বাড়তে থাকে তাহলে তা অর্থনীতিতে প্রভাব পড়বে ৷ এপ্রিল থেকে জুন এই ত্রৈমাসিকে অর্থনীতি বৃদ্ধির হার ফের কমবে ৷

আরও পড়ুন- "বাইরে থেকে অপরাধীদের এনে নন্দীগ্রামে আশ্রয় দিচ্ছেন শুভেন্দু", কমিশনে চিঠি তৃণমূলের

গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্য়া ব্য়াপকভাবে বৃদ্ধি পাচ্ছে ৷ গত সপ্তাহে দেশে করোনা আক্রান্তের সংখ্য়া 1 লাখ ছাড়িয়েছে ৷ এর পাশাপাশি মৃতের সংখ্য়াও বাড়ছে ৷ আর তাতেই চিন্তা বেড়েছে সরকারের ৷

করোনা প্রতিরোধে প্রায় 1 বছর ধরে লড়াই চলছে ৷ কথনও সম্পূর্ণ লকডাউন কখনও আংশিক লকডাউন করে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও এর ফলে অর্থনীতিতে ব্য়াপক প্রভাব পড়েছে বলে অনেক অর্থনীতিবিদ জানিয়েছেন ৷ উৎপাদন যেমন বন্ধ ছিল তেমন উৎপাদিত পণ্য়ের বিক্রিও বন্ধ ছিল দীর্ঘদিন ৷ পর্যটন বন্ধ থাকায় সবথেকে বেশি প্রভাব পড়েছিল পর্যটন ব্য়বসার সঙ্গে যুক্ত অনেকেই ৷ তবে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক করা গেলেও ফের করোনা সংক্রমণ বাড়ায় বাড়ছে দুশ্চিন্তা ৷

নয়াদিল্লি, 23 মার্চ : দেশে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া ৷ সংক্রমণ আটকাতে কী করণীয় তা নিয়ে মুখ্য়মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ অনেকেই মনে করছেন, হয়তো আবার লকডাউনের পথে হাঁটবে সরকার ৷ এখনও অবশ্য় সে নিয়ে কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি ৷ তবে তার আগেই একটি আশঙ্কার কথা শোনা গেল রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়াকে পাঠানো একটি নোটে ৷

অর্থনীতিবিদ এবং সেন্ট্রাল ব্য়াঙ্কারের ডেপুটি গভর্নর মাইকেল দেবব্রত পাত্র আর বিআইকে একটি নোট লেখেন ৷ সেখানে তিনি লিখেছেন, সবক্ষেত্রেই উৎপাদন বাড়াতে কঠোর প্রচেষ্টা করা হচ্ছে ৷ বিনোদন, হসপিটালিটি এবং পার্সোনাল কেয়ারের ক্ষেত্রে অতিরিক্ত জোর দেওয়া হচ্ছে ৷ কিন্তু আবার একটা লকডাউন হলে তা গরিব মানুষরা বিরাট সমস্য়ার সম্মুখীন হবেন ৷ ভাইরাসকে সঙ্গে মানুষ যেভাবে বাঁচতে শিখেছে সেখান থেকে তাঁদের পিছিয়ে আসতে হবে ৷ শুধু এটাই নয়, এর পাশাপাশি ফের লকডাউন হলে সাধারণ মানুষ যে পরিমাণ সমস্য়ায় পড়বেন তা সহ্য় করা সম্ভব হবে না ৷

একই মন্তব্য় করে ডয়েচে ব্য়াঙ্কের ভারতের প্রধান অর্থনীতিবিদ কৌশিক দাস জানিয়েছেন, করোনায় আক্রান্তের হার যদি একইভাবে বাড়তে থাকে তাহলে তা অর্থনীতিতে প্রভাব পড়বে ৷ এপ্রিল থেকে জুন এই ত্রৈমাসিকে অর্থনীতি বৃদ্ধির হার ফের কমবে ৷

আরও পড়ুন- "বাইরে থেকে অপরাধীদের এনে নন্দীগ্রামে আশ্রয় দিচ্ছেন শুভেন্দু", কমিশনে চিঠি তৃণমূলের

গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্য়া ব্য়াপকভাবে বৃদ্ধি পাচ্ছে ৷ গত সপ্তাহে দেশে করোনা আক্রান্তের সংখ্য়া 1 লাখ ছাড়িয়েছে ৷ এর পাশাপাশি মৃতের সংখ্য়াও বাড়ছে ৷ আর তাতেই চিন্তা বেড়েছে সরকারের ৷

করোনা প্রতিরোধে প্রায় 1 বছর ধরে লড়াই চলছে ৷ কথনও সম্পূর্ণ লকডাউন কখনও আংশিক লকডাউন করে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও এর ফলে অর্থনীতিতে ব্য়াপক প্রভাব পড়েছে বলে অনেক অর্থনীতিবিদ জানিয়েছেন ৷ উৎপাদন যেমন বন্ধ ছিল তেমন উৎপাদিত পণ্য়ের বিক্রিও বন্ধ ছিল দীর্ঘদিন ৷ পর্যটন বন্ধ থাকায় সবথেকে বেশি প্রভাব পড়েছিল পর্যটন ব্য়বসার সঙ্গে যুক্ত অনেকেই ৷ তবে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক করা গেলেও ফের করোনা সংক্রমণ বাড়ায় বাড়ছে দুশ্চিন্তা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.