ETV Bharat / bharat

Karnataka Youth Death: কর্নাটকে ফের খুন, মেঙ্গালুরুতে দুষ্কৃতীদের হাতে প্রাণ গেল তরুণের - মেঙ্গালুরুতে দুষ্কৃতীর হাতে খুন তরুণ

ফাজিলকে সুরথকলের একটি দোকানের বাইরে আততায়ীরা হামলা চালায় । সঙ্গে সঙ্গে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তাঁর মৃত্যু হয় (Another murder took place Mangaluru) ৷

murder took place Mangaluru
murder took place Mangaluru
author img

By

Published : Jul 28, 2022, 10:27 PM IST

মেঙ্গালুরু, 28 জুলাই: মুখ্যমন্ত্রী হিসেবে বাসবরাজ বোম্মাই'য়ের বর্ষপূর্তিতে অশান্ত কর্নাটক । মঙ্গলবার দক্ষিণের রাজ্যে খুন হয়েছেন বিজেপি যুব মোর্চার কর্মী প্রবীণ কুমার নেত্তারু ৷ দক্ষিণ কন্নড়ের ঘটনায় উত্তাল কর্নাটকের উপকূলীয় অঞ্চলগুলি ৷ পুত্তুর, সুল্লিয়া এবং কাদাবা তালুকে 144 ধারাও জারি করা হয়েছে ৷ তারমধ্যেই ফের খুন মেঙ্গালুরুতে । বৃহস্পতিবার সন্ধ্যায় সুরথকাল এলাকায় চার অজ্ঞাত হামলাকারীর হাতে খুন হলেন ফাজিল নামে এক যুবক (Another murder took place Mangaluru) ৷

ফাজিলকে সুরথকলের একটি দোকানের বাইরে আততায়ীরা হামলা চালায় । সঙ্গে সঙ্গে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ সেখানকার দোকান এবং রাস্তায় থাকা সিসিটিভি'তে গোটা ঘটনাটি ধরা পড়েছে ৷

মেঙ্গালুরুতে দুষ্কৃতীর হাতে খুন তরুণ

আরও পড়ুন : বিজেপির যুব মোর্চা কর্মী খুনে উত্তাল কর্নাটক, পুত্তুরে জারি 144 ধারা

সিসিটিভি ফুটেছে দেখা যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে ছিলেন ওই যুবক ৷ সে সময়েই এসে তাঁকে আক্রমণ করে চার যুবক ৷ এলোপাথাড়ি মারা হয় তাঁকে ৷ শেষ পর্যন্ত পালানোর চেষ্টা করলেও রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি ৷

মেঙ্গালুরু, 28 জুলাই: মুখ্যমন্ত্রী হিসেবে বাসবরাজ বোম্মাই'য়ের বর্ষপূর্তিতে অশান্ত কর্নাটক । মঙ্গলবার দক্ষিণের রাজ্যে খুন হয়েছেন বিজেপি যুব মোর্চার কর্মী প্রবীণ কুমার নেত্তারু ৷ দক্ষিণ কন্নড়ের ঘটনায় উত্তাল কর্নাটকের উপকূলীয় অঞ্চলগুলি ৷ পুত্তুর, সুল্লিয়া এবং কাদাবা তালুকে 144 ধারাও জারি করা হয়েছে ৷ তারমধ্যেই ফের খুন মেঙ্গালুরুতে । বৃহস্পতিবার সন্ধ্যায় সুরথকাল এলাকায় চার অজ্ঞাত হামলাকারীর হাতে খুন হলেন ফাজিল নামে এক যুবক (Another murder took place Mangaluru) ৷

ফাজিলকে সুরথকলের একটি দোকানের বাইরে আততায়ীরা হামলা চালায় । সঙ্গে সঙ্গে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ সেখানকার দোকান এবং রাস্তায় থাকা সিসিটিভি'তে গোটা ঘটনাটি ধরা পড়েছে ৷

মেঙ্গালুরুতে দুষ্কৃতীর হাতে খুন তরুণ

আরও পড়ুন : বিজেপির যুব মোর্চা কর্মী খুনে উত্তাল কর্নাটক, পুত্তুরে জারি 144 ধারা

সিসিটিভি ফুটেছে দেখা যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে ছিলেন ওই যুবক ৷ সে সময়েই এসে তাঁকে আক্রমণ করে চার যুবক ৷ এলোপাথাড়ি মারা হয় তাঁকে ৷ শেষ পর্যন্ত পালানোর চেষ্টা করলেও রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.