ETV Bharat / bharat

Ankita murder case: অঙ্কিতার খুনি শাহরুখকে জীবন্ত পুড়িয়ে মারলেই 11 লক্ষ পুরস্কার, ঘোষণা অযোধ্যার পুরোহিতের - ঝাড়খণ্ডের দুমকার মেয়ে অঙ্কিতা

বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলে শাহরুখ নামে এক যুবক পেট্রল ঢেলে জ্বালিয়ে হত্যা করেছিল ঝাড়খণ্ডের দুমকার মেয়ে অঙ্কিতাকে (Ankita murder case) ৷ এই হত্যাকাণ্ডে অভিযুক্তকেও (Murderer of Ankita) জীবন্ত পেট্রল ঢেলে জ্বালিয়ে দিলে 11 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ৷ এমনই ঘোষণা করলেন অযোধ্যার প্রধান সিদ্ধপীঠ হনুমানগড়ীর প্রবীণ পুরোহিত রাজু দাস (Priest announces prize money to kill Murdered) ৷

Ankita murder case
Ankita murder case
author img

By

Published : Sep 3, 2022, 9:51 PM IST

অযোধ্যা, 3 সেপ্টেম্বর: ঝাড়খণ্ডের দুমকার মেয়ে অঙ্কিতাকে নৃশংস খুনের ঘটনায় (Ankita murder case) দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে । একইসঙ্গে দেশের বিভিন্ন রাজ্যের মানুষ এই ঘটনায় খুনের আসামির ফাঁসির দাবি জানিয়েছে । অঙ্কিতা বিয়ে করতে না-চাওয়ায় অভিযুক্ত শাহরুখ তাঁকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় ৷

অযোধ্যার প্রধান সিদ্ধপীঠ হনুমানগড়ীর প্রবীণ পুরোহিত রাজু দাস এ বিষয়ে একটি বিবৃতি দিয়ে জানান, যে অঙ্কিতার খুনি শাহরুখকে (Murderer of Ankita) জীবন্ত পেট্রল ঢেলে পুড়িয়ে ফেলবে, তাকে 11 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে (prize on killing of culprit of Ankita murder case) । শুধু তাই নয়, রাজু দাস দাবি করেছেন, যে পুরস্কারের টাকা তাঁর কাছে ইতিমধ্যে এসে গিয়েছে ৷ এখন দেখার অপেক্ষায় কে ঝাড়খণ্ডের মেয়েকে ন্যায়বিচার দেয় ৷ অর্থাৎ হত্যাকারী শাহরুখকে খুন করে এই পুরস্কারের টাকা নিয়ে যায় ।

ভিডিয়োটি প্রকাশ করে পুরোহিত রাজু দাস বলেন, "ঝাড়খণ্ডের মেয়ে অঙ্কিতার কী দোষ ছিল ? সে বলেছিল, অভিযুক্ত শাহরুখ তাঁকে জোর করে বিয়ে করার চেষ্টা করেছিল ৷ অঙ্কিতা অস্বীকার করলে সে তাকে জীবন্ত পুড়িয়ে দেয় । শেষ নিঃশ্বাস পর্যন্ত অঙ্কিতা শুধু বলতে থাকে, সে যেভাবে যন্ত্রণায় মারা যাচ্ছেন, শাহরুখেরও সেই যন্ত্রণা পায়।"

অঙ্কিতার খুনি শাহরুখকে জীবন্ত পুড়িয়ে মারলেই 11 লক্ষ পুরস্কার, ঘোষণা অযোধ্যার পুরোহিতের

তিনি আরও বলেন, "আজ আমাদের বোন এই পৃথিবীতে নেই ৷ তবে তার আত্মার শান্তির জন্য এই ধরনের দানবদের সঙ্গে সেরকমই আচরণ করা উচিত, যেটা অঙ্কিতার সঙ্গে করা হয়েছে । তাই আমি ঘোষণা করছি, যে ব্যক্তি শাহরুখকে পেট্রল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারবে, তাকে আমাদের পক্ষ থেকে 11 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ।"

আরও পড়ুন: শ্লীলতাহানিতে বাধা, মহিলাকে চলন্ত ট্রেন থেকে ফেলে খুন যুবকের

এছাড়াও রাজু দাস বলেন, "দেশের সকল কন্যা লাভ জিহাদে যেন না-পড়ে, তার বিষয়ে সচেতন হতে হবে ৷ এর জন্য কারও সঙ্গে পরিচয় বাড়ানোর আগে তার পরিবার ও সংস্কার সম্পর্কে ভালোভাবে জানা দরকার ও তথ্য নিয়ে রাখতে হবে ।"

অযোধ্যা, 3 সেপ্টেম্বর: ঝাড়খণ্ডের দুমকার মেয়ে অঙ্কিতাকে নৃশংস খুনের ঘটনায় (Ankita murder case) দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে । একইসঙ্গে দেশের বিভিন্ন রাজ্যের মানুষ এই ঘটনায় খুনের আসামির ফাঁসির দাবি জানিয়েছে । অঙ্কিতা বিয়ে করতে না-চাওয়ায় অভিযুক্ত শাহরুখ তাঁকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় ৷

অযোধ্যার প্রধান সিদ্ধপীঠ হনুমানগড়ীর প্রবীণ পুরোহিত রাজু দাস এ বিষয়ে একটি বিবৃতি দিয়ে জানান, যে অঙ্কিতার খুনি শাহরুখকে (Murderer of Ankita) জীবন্ত পেট্রল ঢেলে পুড়িয়ে ফেলবে, তাকে 11 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে (prize on killing of culprit of Ankita murder case) । শুধু তাই নয়, রাজু দাস দাবি করেছেন, যে পুরস্কারের টাকা তাঁর কাছে ইতিমধ্যে এসে গিয়েছে ৷ এখন দেখার অপেক্ষায় কে ঝাড়খণ্ডের মেয়েকে ন্যায়বিচার দেয় ৷ অর্থাৎ হত্যাকারী শাহরুখকে খুন করে এই পুরস্কারের টাকা নিয়ে যায় ।

ভিডিয়োটি প্রকাশ করে পুরোহিত রাজু দাস বলেন, "ঝাড়খণ্ডের মেয়ে অঙ্কিতার কী দোষ ছিল ? সে বলেছিল, অভিযুক্ত শাহরুখ তাঁকে জোর করে বিয়ে করার চেষ্টা করেছিল ৷ অঙ্কিতা অস্বীকার করলে সে তাকে জীবন্ত পুড়িয়ে দেয় । শেষ নিঃশ্বাস পর্যন্ত অঙ্কিতা শুধু বলতে থাকে, সে যেভাবে যন্ত্রণায় মারা যাচ্ছেন, শাহরুখেরও সেই যন্ত্রণা পায়।"

অঙ্কিতার খুনি শাহরুখকে জীবন্ত পুড়িয়ে মারলেই 11 লক্ষ পুরস্কার, ঘোষণা অযোধ্যার পুরোহিতের

তিনি আরও বলেন, "আজ আমাদের বোন এই পৃথিবীতে নেই ৷ তবে তার আত্মার শান্তির জন্য এই ধরনের দানবদের সঙ্গে সেরকমই আচরণ করা উচিত, যেটা অঙ্কিতার সঙ্গে করা হয়েছে । তাই আমি ঘোষণা করছি, যে ব্যক্তি শাহরুখকে পেট্রল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারবে, তাকে আমাদের পক্ষ থেকে 11 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ।"

আরও পড়ুন: শ্লীলতাহানিতে বাধা, মহিলাকে চলন্ত ট্রেন থেকে ফেলে খুন যুবকের

এছাড়াও রাজু দাস বলেন, "দেশের সকল কন্যা লাভ জিহাদে যেন না-পড়ে, তার বিষয়ে সচেতন হতে হবে ৷ এর জন্য কারও সঙ্গে পরিচয় বাড়ানোর আগে তার পরিবার ও সংস্কার সম্পর্কে ভালোভাবে জানা দরকার ও তথ্য নিয়ে রাখতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.