ETV Bharat / bharat

কৃষকদের সমর্থনে অনশনের হুঁশিয়ারি আন্না হাজারের - কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে চিঠ

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলন অব্যাহত। এবার তাঁদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি আন্না হাজারের।

আন্না হাজারে
আন্না হাজারে
author img

By

Published : Dec 28, 2020, 9:22 PM IST

পুনে, 28 ডিসেম্বর : এবার আন্না হাজারেকে পাশে পেলেন দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকরা ৷ কৃষি আইন ও কৃষকদের স্বার্থের বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত যদি তাঁর দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে অনশন, প্রতিবাদের হুমকি দিয়েছেন আন্না হাজারে ৷ এটিই তাঁর "শেষ প্রতিবাদ" হবে বলেও জানিয়েছেন তিনি ৷

মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রালেগাঁও সিদ্দিকি গ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে 83 বছরের সমাজকর্মী আন্না হাজারে বলেন, বিগত তিন বছর ধরে চাষিদের স্বার্থে প্রতিবাদ করছি ৷ কিন্তু সরকার সেই সকল সমস্যার সমাধানের কোনও পদক্ষেপ গ্রহণ করেনি ৷ তিনি বলেন, "এতদিন ধরে সরকার শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েছে ৷ যে কারণে সরকারের প্রতি আমার কোনও বিশ্বাস বেঁচে নেই ৷ এবার দেখা যাক সরকার আমার দাবিগুলি নিয়ে কী সিদ্ধান্ত গ্রহণ করে ৷ ওরা একমাস সময় চেয়েছিল, আমি দিয়েছি ৷ আমি ওদের জানুয়ারির শেষ পর্যন্ত সময় দিয়েছি ৷ এই সময়ের মধ্যে আমার দাবি যদি পূরণ না হয়, তাহলে আমি পুনরায় অনশন আন্দোলন শুরু করব ৷ এটাই হবে আমার শেষ প্রতিবাদ ৷"

আরও পড়ুন : দিল্লির শৈত্যপ্রবাহেও আন্দোলনে অবিচল কৃষকরা

18 ডিসেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে চিঠি লেখেন আন্না হাজারে ৷ চিঠিতে এমএস স্বামীনাথন কমিটির সুপারিশ বাস্তবায়নের পাশাপাশি সিএসিপিকে স্বায়ত্ত্বশাসন দেওয়ার দাবি জানান তিনি ৷ দাবি পূরণ না হলে অনশনের হুঁশিয়ারি দিয়েছেন হাজারে ৷ ওই চিঠির পরই সম্প্রতি আন্না হাজারের সঙ্গে দেখা করেন মহারাষ্ট্র বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা বর্যীয়ান বিজেপি নেতা হরিভাউ বাগদে ৷ বৈঠকে তিনটি কৃষি আইন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন হাজারেকে ৷ প্রসঙ্গত, নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে 8 ডিসেম্বর কৃষকদের ডাকা ভারত বনধের সমর্থনে অনশন করেন আন্না হাজারে ৷

আরও পড়ুন : মানা হচ্ছে না গান্ধির গ্রামীণ উন্নয়নের আদর্শ, আক্ষেপ আন্না হাজারের

আজ 32 দিনে পড়ল কৃষকদের আন্দোলন ৷ একমাসের বেশি সময় ধরে দিল্লির বিভিন্ন সীমান্তে কৃষকদের ক্ষমতায়ন এবং সুরক্ষা ও নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছেন কৃষকরা৷ মূলত, অত্যাবশ্যক পণ্য (সংশোধনী) আইন, 2020, সহ মোট তিনটি আইনের প্রতিবাদে বিক্ষোভ জারি রয়েছে তাঁদের ৷

পুনে, 28 ডিসেম্বর : এবার আন্না হাজারেকে পাশে পেলেন দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকরা ৷ কৃষি আইন ও কৃষকদের স্বার্থের বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত যদি তাঁর দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে অনশন, প্রতিবাদের হুমকি দিয়েছেন আন্না হাজারে ৷ এটিই তাঁর "শেষ প্রতিবাদ" হবে বলেও জানিয়েছেন তিনি ৷

মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রালেগাঁও সিদ্দিকি গ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে 83 বছরের সমাজকর্মী আন্না হাজারে বলেন, বিগত তিন বছর ধরে চাষিদের স্বার্থে প্রতিবাদ করছি ৷ কিন্তু সরকার সেই সকল সমস্যার সমাধানের কোনও পদক্ষেপ গ্রহণ করেনি ৷ তিনি বলেন, "এতদিন ধরে সরকার শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েছে ৷ যে কারণে সরকারের প্রতি আমার কোনও বিশ্বাস বেঁচে নেই ৷ এবার দেখা যাক সরকার আমার দাবিগুলি নিয়ে কী সিদ্ধান্ত গ্রহণ করে ৷ ওরা একমাস সময় চেয়েছিল, আমি দিয়েছি ৷ আমি ওদের জানুয়ারির শেষ পর্যন্ত সময় দিয়েছি ৷ এই সময়ের মধ্যে আমার দাবি যদি পূরণ না হয়, তাহলে আমি পুনরায় অনশন আন্দোলন শুরু করব ৷ এটাই হবে আমার শেষ প্রতিবাদ ৷"

আরও পড়ুন : দিল্লির শৈত্যপ্রবাহেও আন্দোলনে অবিচল কৃষকরা

18 ডিসেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে চিঠি লেখেন আন্না হাজারে ৷ চিঠিতে এমএস স্বামীনাথন কমিটির সুপারিশ বাস্তবায়নের পাশাপাশি সিএসিপিকে স্বায়ত্ত্বশাসন দেওয়ার দাবি জানান তিনি ৷ দাবি পূরণ না হলে অনশনের হুঁশিয়ারি দিয়েছেন হাজারে ৷ ওই চিঠির পরই সম্প্রতি আন্না হাজারের সঙ্গে দেখা করেন মহারাষ্ট্র বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা বর্যীয়ান বিজেপি নেতা হরিভাউ বাগদে ৷ বৈঠকে তিনটি কৃষি আইন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন হাজারেকে ৷ প্রসঙ্গত, নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে 8 ডিসেম্বর কৃষকদের ডাকা ভারত বনধের সমর্থনে অনশন করেন আন্না হাজারে ৷

আরও পড়ুন : মানা হচ্ছে না গান্ধির গ্রামীণ উন্নয়নের আদর্শ, আক্ষেপ আন্না হাজারের

আজ 32 দিনে পড়ল কৃষকদের আন্দোলন ৷ একমাসের বেশি সময় ধরে দিল্লির বিভিন্ন সীমান্তে কৃষকদের ক্ষমতায়ন এবং সুরক্ষা ও নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছেন কৃষকরা৷ মূলত, অত্যাবশ্যক পণ্য (সংশোধনী) আইন, 2020, সহ মোট তিনটি আইনের প্রতিবাদে বিক্ষোভ জারি রয়েছে তাঁদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.