ETV Bharat / bharat

Ankita Bhandari Murder Case: 'আমার ছেলে সাদাসিধে !' দাবি মূল অভিযুক্ত পুলকিতের বাবার

অঙ্কিতা ভাণ্ডারী খুনের মামলায় (Ankita Bhandari Murder Case) ছেলেকে দোষী মানতে নারাজ মূল অভিযুক্ত পুলকিত আর্যর (Pulkit Arya) বাবা বিনোদ আর্য (Vinod Arya) ৷ তিনি বলেন, "আমার ছেলে এমন কোনও কাজ করতেই পারে না ৷ ও খুব সাদাসিধে !"

Ankita Bhandari Murder Case main accused Pulkit Arya father Vinod Arya claims his son is a simple boy
Ankita Bhandari Murder Case: 'আমার ছেলে সাদাসিধে বালক !' দাবি মূল অভিযুক্ত পুলকিতের বাবার
author img

By

Published : Sep 25, 2022, 8:54 PM IST

দেরাদুন, 25 সেপ্টেম্বর: অঙ্কিতা ভাণ্ডারী খুনের মামলায় (Ankita Bhandari Murder Case) এবার মুখ খুললেন মূল অভিযুক্ত পুলকিত আর্যর (Pulkit Arya) বাবা বিনোদ আর্য (Vinod Arya) ৷ এই ঘটনার জেরে ইতিমধ্যেই বিনোদকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি ৷ পুলকিতকেও গ্রেফতার করা হয়েছে ৷ ভেঙে দেওয়া হয়েছে তাঁর রিসর্ট ৷ তবুও ছেলের বিরুদ্ধে কোনও কথা শুনতে রাজি নন বিনোদ ৷ রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমার ছেলে এমন কোনও কাজ করতেই পারে না ৷ ও খুব সাদাসিধে !"

অঙ্কিতা ভাণ্ডারীর খুনের ঘটনা নিয়ে তাঁর মতামত জানতে বিনোদের মুখোমুখি হয়েছিল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম ৷ সেই সময়েই তিনি বলেন, "ও খুব সাদাসিধে ৷ শুধুমাত্র নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে ৷ আমি আমার ছেলে পুলকিত এবং ওই নিহত তরুণী, দু'জনের জন্যই সুবিচার চাই ৷ আমার ছেলে কখনও এমন কোনও কাজ করতেই পারে না !" একইসঙ্গে, বিনোদ এও জানান যে দীর্ঘদিন ধরেই পুলকিত তাঁদের সঙ্গে থাকেন না ৷

আরও পড়ুন: অঙ্কিতা ভাণ্ডারি খুনে নয়া মোড়, মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাঙা হল ঋষিকেশের রিসর্ট

প্রসঙ্গত, 19 বছরের অঙ্কিতাকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠেছে পুলকিত ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ৷ সূত্রের দাবি, খুনের আগে অঙ্কিতাকে যে মারধর করা হয়েছিল, তার প্রমাণও মিলেছে ৷ কারণ, তাঁর শরীরে প্রচুর আঘাতের চিহ্ন মিলেছে ৷ এদিকে, অঙ্কিতার দেহ ময়নাতদন্তের পর তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ৷ কিন্তু, তাঁরা দেহ সৎকার করতে অস্বীকার করেন ৷ পরিবারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, আগে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে ৷ তবেই তাঁরা দেহ সৎকার করবেন ৷ ঘটনার জেরে বহু মানুষ খুনির শাস্তির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ৷ এই প্রেক্ষাপটে বিনোদ আর্যর তাঁর ছেলে সম্পর্কে এমন বয়ান জনরোষ আরও বাড়াবে বলেই আশঙ্কা সংশ্লিষ্ট মহলের ৷

এদিকে, রাতারাতি অঙ্কিতের রিসর্ট কেন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন অঙ্কিতার বাবা ৷ অঙ্কিতার এক ফেসবুক বন্ধুর মাধ্যমে জানা গিয়েছে, ওই রিসর্টে অতিথিদের সঙ্গে মহিলা কর্মীদের যৌন সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা হত ৷ অঙ্কিতা তাতে রাজি হননি বলেই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ এই অবস্থায় অঙ্কিতার বাবার দাবি, পুলকিতের অপরাধ ধামাচাপা দিতেই তড়িঘড়ি তাঁর রিসর্ট ভেঙে দেওয়া হয় ৷ উত্তরাখণ্ড সরকার আসলে প্রমাণ লোপাটের চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি ৷ যদিও সরকার পক্ষের বক্তব্য, বেআইনি নির্মাণ হওয়ার কারণেই মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই রিসর্ট ভেঙে দেওয়া হয়েছে ৷

দেরাদুন, 25 সেপ্টেম্বর: অঙ্কিতা ভাণ্ডারী খুনের মামলায় (Ankita Bhandari Murder Case) এবার মুখ খুললেন মূল অভিযুক্ত পুলকিত আর্যর (Pulkit Arya) বাবা বিনোদ আর্য (Vinod Arya) ৷ এই ঘটনার জেরে ইতিমধ্যেই বিনোদকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি ৷ পুলকিতকেও গ্রেফতার করা হয়েছে ৷ ভেঙে দেওয়া হয়েছে তাঁর রিসর্ট ৷ তবুও ছেলের বিরুদ্ধে কোনও কথা শুনতে রাজি নন বিনোদ ৷ রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমার ছেলে এমন কোনও কাজ করতেই পারে না ৷ ও খুব সাদাসিধে !"

অঙ্কিতা ভাণ্ডারীর খুনের ঘটনা নিয়ে তাঁর মতামত জানতে বিনোদের মুখোমুখি হয়েছিল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম ৷ সেই সময়েই তিনি বলেন, "ও খুব সাদাসিধে ৷ শুধুমাত্র নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে ৷ আমি আমার ছেলে পুলকিত এবং ওই নিহত তরুণী, দু'জনের জন্যই সুবিচার চাই ৷ আমার ছেলে কখনও এমন কোনও কাজ করতেই পারে না !" একইসঙ্গে, বিনোদ এও জানান যে দীর্ঘদিন ধরেই পুলকিত তাঁদের সঙ্গে থাকেন না ৷

আরও পড়ুন: অঙ্কিতা ভাণ্ডারি খুনে নয়া মোড়, মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাঙা হল ঋষিকেশের রিসর্ট

প্রসঙ্গত, 19 বছরের অঙ্কিতাকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠেছে পুলকিত ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ৷ সূত্রের দাবি, খুনের আগে অঙ্কিতাকে যে মারধর করা হয়েছিল, তার প্রমাণও মিলেছে ৷ কারণ, তাঁর শরীরে প্রচুর আঘাতের চিহ্ন মিলেছে ৷ এদিকে, অঙ্কিতার দেহ ময়নাতদন্তের পর তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ৷ কিন্তু, তাঁরা দেহ সৎকার করতে অস্বীকার করেন ৷ পরিবারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, আগে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে ৷ তবেই তাঁরা দেহ সৎকার করবেন ৷ ঘটনার জেরে বহু মানুষ খুনির শাস্তির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ৷ এই প্রেক্ষাপটে বিনোদ আর্যর তাঁর ছেলে সম্পর্কে এমন বয়ান জনরোষ আরও বাড়াবে বলেই আশঙ্কা সংশ্লিষ্ট মহলের ৷

এদিকে, রাতারাতি অঙ্কিতের রিসর্ট কেন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন অঙ্কিতার বাবা ৷ অঙ্কিতার এক ফেসবুক বন্ধুর মাধ্যমে জানা গিয়েছে, ওই রিসর্টে অতিথিদের সঙ্গে মহিলা কর্মীদের যৌন সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা হত ৷ অঙ্কিতা তাতে রাজি হননি বলেই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ এই অবস্থায় অঙ্কিতার বাবার দাবি, পুলকিতের অপরাধ ধামাচাপা দিতেই তড়িঘড়ি তাঁর রিসর্ট ভেঙে দেওয়া হয় ৷ উত্তরাখণ্ড সরকার আসলে প্রমাণ লোপাটের চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি ৷ যদিও সরকার পক্ষের বক্তব্য, বেআইনি নির্মাণ হওয়ার কারণেই মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই রিসর্ট ভেঙে দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.