গমপলাগুড়েম (অন্ধ্রপ্রদেশ), 3 মে: মদ্যপানের জন্য টাকা না দেওয়ায় বৃদ্ধা মাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের এনটিআর জেলার গমপলাগুড়েম মণ্ডলের চেন্নাভরম এলাকায় ৷ অভিযুক্ত ছেলের নাম মারিদু ভেঙ্কটেশ্বরলু ৷ মৃতার নাম ভেঙ্কাম্মা ৷ বয়স 70 বছর ৷
স্থানীয়দের দাবি, অভিযুক্ত ছেলে ভেঙ্কটেশ্বরলু 17 বছর বয়সে তাঁর বাবাকে হত্যা করেছিলেন। সেই মামলায় কারাদণ্ড হয় তাঁর ৷ তার পর তিনি ফিরে এসে আবার মায়ের সঙ্গে থাকতে শুরু করেন ৷ তাঁর বিয়েও হয়েছিল ৷ কিন্তু মদ্যপানের অভ্যাসের কারণে স্ত্রী ছেড়ে চলে যান ৷ তার পরও পরস্থিতি পালটায়নি ৷ বরং ভেঙ্কটেশ্বরলুর মদ্যপানের অভ্যাস আরও বেড়ে যায় ৷ কোনও কাজ না করে তিনি এদিক ওদিক ঘুরে বেড়াতেন ও মায়ের কাছ থেকে টাকা চাইতেন ৷ টাকা না পেলে শুরু হত অশান্তি ৷
যা গত সোমবার রাতে চরম আকার ধারণ করে ৷ অভিযোগ, তিনি মদ খাওয়ার জন্য সোমবার মায়ের কাছ থেকে পেনশনের টাকা চেয়েছিলেন । কিন্তু বৃদ্ধা মা তা দিতে অস্বীকার করেন ৷ ওষুধের জন্য ওই টাকা রেখে দিয়েছেন বলে তিনি ছেলেকে জানান ৷ এর পরই অভিযুক্ত ছেলে লাঠি দিয়ে পিটিয়ে মাকে হত্য়া করে বলে অভিযোগ ৷
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে ভেঙ্কটেশ্বরলুর মদ্যপানের অভ্যাস নতুন নয় ৷ কৈশোর থেকেই তিনি মদ্যপ হয়ে পড়েন ৷ 2006 সালে মদের জন্য টাকা চেয়ে না পেয়ে বাবা জগন্নাথকে খুন করেছিলেন তিনি ৷ এবার তাঁর মাকে খুন করলেন ৷
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার তাদের কাছে ঘটনার খবর আসে ৷ তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ তবে এই ঘটনায় অভিযুক্ত ভেঙ্কটেশ্বরলুকে গ্রেফতার করা হয়েছে কি না, সেই বিষয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি ৷
আরও পড়ুন: মাদক সেবন করিয়ে তেলেঙ্গানায় মহিলাকে গণধর্ষণের অভিযোগ