ETV Bharat / bharat

প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে জামিন দিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট - হাইকোর্ট

Andhra Pradesh High Court Grants Bail To AP Former CM N Chandrababu Naidu: টিডিপি প্রধান এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে সোমবারই অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট নিয়মিত জামিন দিয়েছে। এর আগে শর্তসাপেক্ষে গত 31 অক্টোবর অন্তর্বর্তী তাঁর জামিন মঞ্জুর করেছিল হাইকোর্ট ৷ এরপর এদিন নিয়মিত জামিন মঞ্জুর করেছে আদালত ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 5:26 PM IST

অমরাবতি (অন্ধ্রপ্রদেশ), 20 নভেম্বর: টিডিপি প্রধান এবং অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর জামিন মঞ্জুর করেছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ৷ একই সঙ্গে, হাইকোর্ট সাফ জানিয়েছে বাক স্বাধীনতার মৌলিক অধিকার কোনওভাবেই খর্ব করা যাবে না ৷ অন্ধ্র হাইকোর্টের এই রায়ের পর স্বাভাবিকভাবেই স্পষ্ট 28 নভেম্বর রাজামুন্দ্রি কেন্দ্রীয় সংশোধনাগারে পা রাখার দরকার নেই চন্দ্রবাবুর ৷

টিডিপি প্রধান এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে সোমবারই অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট নিয়মিত জামিন দিয়েছে। এর আগে শর্তসাপেক্ষে গত 31 অক্টোবর অন্তর্বর্তী তাঁর জামিন মঞ্জুর করেছিল হাইকোর্ট ৷ এরপর এদিন নিয়মিত জামিন মঞ্জুর করেছে আদালত ৷ এই রায়ের পরই টিডিপির তরফে দাবি করা হচ্ছে, হাইকোর্টের রায় আবারও প্রমাণ করল যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ক্রমাগত এবং বারবার ভুলভাবে জগন সরকারের দ্বারা অভিযুক্ত করা হচ্ছে।

এদিন আদালত নির্দেশ দিয়েছে, এই মুহূর্ত থেকেই রায় কার্যকর হবে ৷ সুতরাং এই মাসের 28 তারিখে রাজামুন্দ্রি জেলে যেতে হবে না চন্দ্রবাবু নাইডুর। আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আবেদনকারী তেলেগু দেশম পার্টির জাতীয় সভাপতির পদে অধিষ্ঠিত এবং অন্তর্বর্তী জামিনের সময় তাঁকে প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া বা যে কোনও সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের সামনে বিবৃতি দিতে বা মতামত প্রকাশ করার জন্য সীমাবদ্ধ আরোপ করা আদতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৌলিক বিষয়গুলিকেই প্রভাবিত করে। এক্ষেত্রে বাক স্বাধীনতার অধিকার খর্ব হবে বলেও পর্যবেক্ষণে জানায় হাইকোর্ট। সুতরাং কোনওভাবেই তাঁর মৌলিক অধিকার হরণ করা যাবে না ৷

আর হাইকোর্টের এই নির্দেশের পর টিডিপি'র তরফে জানানো হয়েছে, রাজ্যের শাসক দল ওয়াইএসআরসিপি দ্বারা ক্রমাগত এন চন্দ্রবাবু নাইডুকে তদন্তের অধীনে রাখার এবং তাঁকে একজন অপরাধী হিসাবে চিহ্নিত করার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও, অবশেষে তাদের এদিন সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে ৷ এটি দেখায় যে ওয়াইএসআরসিপি টিডিপি'র প্রতি কীভাবে ভীত এবং আতঙ্কিত। এন চন্দ্রবাবু নাইডুকে জামিন দেওয়ার হাইকোর্টের রায় আদতে ক্ষমতাসীন ওয়াইএসআরসিপির গালে একটি কড়া চড় বলেও জানিয়েছে টিডিপি ৷ তাদের দাবি, এটি প্রমাণ করে যে ওয়াইএসআরসিপি মিথ্যা এবং রাজনৈতিক ষড়যন্ত্রের দল থেকে কম কিছু নয়।

অমরাবতি (অন্ধ্রপ্রদেশ), 20 নভেম্বর: টিডিপি প্রধান এবং অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর জামিন মঞ্জুর করেছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ৷ একই সঙ্গে, হাইকোর্ট সাফ জানিয়েছে বাক স্বাধীনতার মৌলিক অধিকার কোনওভাবেই খর্ব করা যাবে না ৷ অন্ধ্র হাইকোর্টের এই রায়ের পর স্বাভাবিকভাবেই স্পষ্ট 28 নভেম্বর রাজামুন্দ্রি কেন্দ্রীয় সংশোধনাগারে পা রাখার দরকার নেই চন্দ্রবাবুর ৷

টিডিপি প্রধান এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে সোমবারই অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট নিয়মিত জামিন দিয়েছে। এর আগে শর্তসাপেক্ষে গত 31 অক্টোবর অন্তর্বর্তী তাঁর জামিন মঞ্জুর করেছিল হাইকোর্ট ৷ এরপর এদিন নিয়মিত জামিন মঞ্জুর করেছে আদালত ৷ এই রায়ের পরই টিডিপির তরফে দাবি করা হচ্ছে, হাইকোর্টের রায় আবারও প্রমাণ করল যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ক্রমাগত এবং বারবার ভুলভাবে জগন সরকারের দ্বারা অভিযুক্ত করা হচ্ছে।

এদিন আদালত নির্দেশ দিয়েছে, এই মুহূর্ত থেকেই রায় কার্যকর হবে ৷ সুতরাং এই মাসের 28 তারিখে রাজামুন্দ্রি জেলে যেতে হবে না চন্দ্রবাবু নাইডুর। আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আবেদনকারী তেলেগু দেশম পার্টির জাতীয় সভাপতির পদে অধিষ্ঠিত এবং অন্তর্বর্তী জামিনের সময় তাঁকে প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া বা যে কোনও সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের সামনে বিবৃতি দিতে বা মতামত প্রকাশ করার জন্য সীমাবদ্ধ আরোপ করা আদতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৌলিক বিষয়গুলিকেই প্রভাবিত করে। এক্ষেত্রে বাক স্বাধীনতার অধিকার খর্ব হবে বলেও পর্যবেক্ষণে জানায় হাইকোর্ট। সুতরাং কোনওভাবেই তাঁর মৌলিক অধিকার হরণ করা যাবে না ৷

আর হাইকোর্টের এই নির্দেশের পর টিডিপি'র তরফে জানানো হয়েছে, রাজ্যের শাসক দল ওয়াইএসআরসিপি দ্বারা ক্রমাগত এন চন্দ্রবাবু নাইডুকে তদন্তের অধীনে রাখার এবং তাঁকে একজন অপরাধী হিসাবে চিহ্নিত করার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও, অবশেষে তাদের এদিন সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে ৷ এটি দেখায় যে ওয়াইএসআরসিপি টিডিপি'র প্রতি কীভাবে ভীত এবং আতঙ্কিত। এন চন্দ্রবাবু নাইডুকে জামিন দেওয়ার হাইকোর্টের রায় আদতে ক্ষমতাসীন ওয়াইএসআরসিপির গালে একটি কড়া চড় বলেও জানিয়েছে টিডিপি ৷ তাদের দাবি, এটি প্রমাণ করে যে ওয়াইএসআরসিপি মিথ্যা এবং রাজনৈতিক ষড়যন্ত্রের দল থেকে কম কিছু নয়।

আরও পড়ুন

5 রাজ্যের ভোটে 1 হাজার 760 কোটি টাকার বেশি মূল্যের মাদক-নগদ বাজেয়াপ্ত করল কমিশন!

3 বছর কী করছিলেন রাজ্যপাল ? তামিলনাড়ুর রাজ্যপাল বিল আটকে রাখায় প্রশ্ন সুপ্রিম কোর্টের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.