ETV Bharat / bharat

Margadarsi Chit Fund: হাইকোর্টে ধাক্কা অন্ধ্রপ্রদেশ সরকারের, স্থগিত মার্গদর্শী চিট ফান্ডের অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ

অন্ধ্রপ্রদেশ পুলিশ মার্গদর্শী শাখার আধিকারিকদের নোটিশ দিয়েছিল যাতে তাঁরা চিরালা, বিশাখা এবং সীথামপেট শাখার ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে । সেই নির্দেশই স্থগিত করেছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 9:38 PM IST

হায়দরাবাদ, 19 অক্টোবর: অন্ধ্র হাইকোর্টের রায়ে ধাক্কা খেল অন্ধ্রপ্রদেশ সরকার ৷ মার্গদর্শী চিটফান্ডের অফিসগুলিতে পরিদর্শন স্থগিত করে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে অন্ধ্র হাইকোর্ট । হাইকোর্ট মার্গদর্শী চিট ফান্ডের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার সমস্ত পুলিশ নোটিশ স্থগিত করেছে । এর আগে, অন্ধ্রপ্রদেশ পুলিশ মার্গদর্শী শাখার আধিকারিকদের নোটিশ দিয়েছিল যাতে তাঁরা চিরালা, বিশাখা এবং সীথামপেট শাখার ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে । সেই আদেশকে চ্যালেঞ্জ করে আধিকারিকরা হাইকোর্টে যান ৷ তারপরেই আদালত সমস্ত নোটিশ স্থগিত করায় নির্দেশ দিয়েছে।

এদিনই অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট জি ইউরি রেড্ডির অভিযোগের ভিত্তিতে মার্গদর্শী চিট ফান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান রামোজি রাও এবং ম্যানেজিং ডিরেক্টর শৈলজা কিরণের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশ সিআইডি দ্বারা নথিভুক্ত করা মামলার কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেছে । আদালত এই মামলা নথিভুক্ত করার জন্য অন্ধ্রপ্রদেশ সিআইডির এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে ৷

রামোজি গ্রুপ একটি বিবৃতিতে বলেছে, ‘‘যাবতীয় ঘটনাক্রম রামোজি গ্রুপকে বদনাম করার জন্য অন্ধ্রপ্রদেশ সরকারের প্রচেষ্টা ।’’ অন্যদিকে, 21 অগস্ট অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তেলেগু দেশম পার্টি (টিডিপি) প্রধান, এন চন্দ্রবাবু নাইডু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টির সভাপতি ওয়াইএস জগন মোহন রেড্ডির বিরুদ্ধে ইটিভি নেটওয়ার্কের মালিক রামোজি রাওকে অহেতুক হয়রানি করার অভিযোগ আনেন ৷

টিডিপি প্রধান বলেন, ‘‘সংবাদমাধ্যমে ওয়াইএসআরসিপির কেলেঙ্কারি এবং নোংরা কাজগুলি প্রকাশ করার' খামোকা হয়রানি করা হচ্ছে রামোজি রাওকে ।’’ এক্সে একটি দীর্ঘ পোস্টে চন্দ্রবাবু নাইডু লিখেছেন, ‘‘প্রতিষ্ঠানগুলিকে ভেঙে ফেলার প্রবণতা অব্যাহত ৷ জগন মোহন রেড্ডি এখন মিডিয়াকে ধ্বংস করার চেষ্টা করছেন ৷ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বিপন্ন ।’’

এর আগে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, মার্গদর্শী চিটফান্ড কোম্পানির দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটানো যাবে না ৷ মার্গদর্শী চিটফান্ডের অফিসগুলিতে পরিদর্শন স্থগিত করার অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে অন্ধ্র হাইকোর্ট । অন্যদিকে তেলেঙ্গানা হাইকোর্টও অন্ধ্রপ্রদেশ সিআইডিকে মার্গদর্শী মামলার বিবরণ মিডিয়ার কাছে প্রকাশ না-করার জন্য মৌখিক নির্দেশ দিয়েছে ।

আরও পড়ুন: শেয়ার ট্রান্সফার মামলায় অন্ধ্র হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে রামোজি রাও-শৈলজা কিরণ

হায়দরাবাদ, 19 অক্টোবর: অন্ধ্র হাইকোর্টের রায়ে ধাক্কা খেল অন্ধ্রপ্রদেশ সরকার ৷ মার্গদর্শী চিটফান্ডের অফিসগুলিতে পরিদর্শন স্থগিত করে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে অন্ধ্র হাইকোর্ট । হাইকোর্ট মার্গদর্শী চিট ফান্ডের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার সমস্ত পুলিশ নোটিশ স্থগিত করেছে । এর আগে, অন্ধ্রপ্রদেশ পুলিশ মার্গদর্শী শাখার আধিকারিকদের নোটিশ দিয়েছিল যাতে তাঁরা চিরালা, বিশাখা এবং সীথামপেট শাখার ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে । সেই আদেশকে চ্যালেঞ্জ করে আধিকারিকরা হাইকোর্টে যান ৷ তারপরেই আদালত সমস্ত নোটিশ স্থগিত করায় নির্দেশ দিয়েছে।

এদিনই অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট জি ইউরি রেড্ডির অভিযোগের ভিত্তিতে মার্গদর্শী চিট ফান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান রামোজি রাও এবং ম্যানেজিং ডিরেক্টর শৈলজা কিরণের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশ সিআইডি দ্বারা নথিভুক্ত করা মামলার কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেছে । আদালত এই মামলা নথিভুক্ত করার জন্য অন্ধ্রপ্রদেশ সিআইডির এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে ৷

রামোজি গ্রুপ একটি বিবৃতিতে বলেছে, ‘‘যাবতীয় ঘটনাক্রম রামোজি গ্রুপকে বদনাম করার জন্য অন্ধ্রপ্রদেশ সরকারের প্রচেষ্টা ।’’ অন্যদিকে, 21 অগস্ট অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তেলেগু দেশম পার্টি (টিডিপি) প্রধান, এন চন্দ্রবাবু নাইডু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টির সভাপতি ওয়াইএস জগন মোহন রেড্ডির বিরুদ্ধে ইটিভি নেটওয়ার্কের মালিক রামোজি রাওকে অহেতুক হয়রানি করার অভিযোগ আনেন ৷

টিডিপি প্রধান বলেন, ‘‘সংবাদমাধ্যমে ওয়াইএসআরসিপির কেলেঙ্কারি এবং নোংরা কাজগুলি প্রকাশ করার' খামোকা হয়রানি করা হচ্ছে রামোজি রাওকে ।’’ এক্সে একটি দীর্ঘ পোস্টে চন্দ্রবাবু নাইডু লিখেছেন, ‘‘প্রতিষ্ঠানগুলিকে ভেঙে ফেলার প্রবণতা অব্যাহত ৷ জগন মোহন রেড্ডি এখন মিডিয়াকে ধ্বংস করার চেষ্টা করছেন ৷ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বিপন্ন ।’’

এর আগে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, মার্গদর্শী চিটফান্ড কোম্পানির দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটানো যাবে না ৷ মার্গদর্শী চিটফান্ডের অফিসগুলিতে পরিদর্শন স্থগিত করার অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে অন্ধ্র হাইকোর্ট । অন্যদিকে তেলেঙ্গানা হাইকোর্টও অন্ধ্রপ্রদেশ সিআইডিকে মার্গদর্শী মামলার বিবরণ মিডিয়ার কাছে প্রকাশ না-করার জন্য মৌখিক নির্দেশ দিয়েছে ।

আরও পড়ুন: শেয়ার ট্রান্সফার মামলায় অন্ধ্র হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে রামোজি রাও-শৈলজা কিরণ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.