ETV Bharat / bharat

Ancient MP Shiv Temple Unlocks: সারা বছর তালাবন্ধ, শুধু শিবরাত্রিতে খোলে এই শিব মন্দির

সারা বছর তালা বন্ধ অবস্থায় থাকে ৷ বছরে শুধু একবার, শিবরাত্রির (Mahashivratri 2023) দিন খোলে মধ্যপ্রদেশের প্রাচীন একটি শিব মন্দির (Ancient MP Shiv Temple Unlocks)৷

MP Shiv Temple ETV Bharat
শিব মন্দির
author img

By

Published : Feb 16, 2023, 7:15 PM IST

ভোপাল, 16 ফেব্রুয়ারি: দেশের অন্যতম উৎসব মহাশিবরাত্রি (Mahashivratri 2023)। এটি প্রতি বছর সারাদেশে খুব ধুমধাম করে পালিত হয় । চলতি বছর মহাশিবরাত্রি পড়েছে 18 ফেব্রুয়ারি । দেশজুড়ে বিভিন্ন শিব মন্দিরে ভক্তের ঢল নামবে ৷ ভক্তরা যাবেন মধ্যপ্রদেশে পাহাড়ের চূড়ায় এমনই একটি শিব মন্দিরে (Ancient MP Shiv Temple Unlocks)৷ এই মন্দির খোলা হয় বছরে মাত্র একবার, এই শিবরাত্রির দিনেই ৷ কয়েক দশক ধরে এই মন্দির সারা বছর তালাবন্ধ অবস্থায় থাকে ৷

1000 ফিট উচ্চতায় মন্দির: বিখ্যাত মন্দিরটি ভোপাল থেকে 48 কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের রাইসেন জেলায় অবস্থিত ৷ এটি পরিচিত সোমেশ্বর মন্দির নামে । 1000 ফিট উঁচু পাহাড়ের উপর রয়েছে এই মন্দির । ঐতিহাসিকদের মতে, দুর্গের মধ্যে থাকা দশম শতাব্দীর এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস ৷

মন্দিরে জড়িয়ে ইতিহাস: 1283 সালে জালালুদ্দিন খিজলি মন্দিরটি দখল করেন ৷ তারপরে এটি একে একে দখল করেন মালিক কাফুর, মহম্মদ শাহ তুঘলক এবং সাহেব খান ৷ 1543 সালে এই মন্দির দখল করেন শের শাহ সুরি । 1974 সালে সাধারণ মানুষের জন্য মন্দিরটি খুলে দেওয়ার জন্য আন্দোলন হয়েছিল । এরপর তৎকালীন মুখ্যমন্ত্রী প্রকাশচন্দ্র শেঠি সাধারণ মানুষের জন্য মন্দিরের তালা খোলার অনুমতি দেন । তারপর থেকেই শুধুমাত্র মহাশিবরাত্রি পুজো করতে মন্দিরের তালা খোলা হচ্ছে ৷ মন্দিরটির রক্ষণাবেক্ষণ করেছে প্রত্নতত্ত্ব বিভাগ ।

আরও পড়ুন: সকাল থেকেই ভক্তের ঢল, তারকেশ্বরে সাড়ম্বরে পালিত শিবরাত্রি

শুধু শিবরাত্রিতে খোলে মন্দির: মন্দিরটি শুধুমাত্র মহাশিবরাত্রিতে 12 ঘন্টা অর্থাৎ সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে । গত বছর পণ্ডিত প্রদীপ মিশ্র একটি ধর্মীয় অনুষ্ঠানে এই মন্দিরের কথা উল্লেখ করার সময় এই মন্দিরের কথা জানতে পারেন অনেকে ৷ মিশ্র বলেন, "শিবরাজ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিব এখানে কারাগারে । শিব মন্দির তালাবন্ধ এবং আপনি দীপাবলি উদযাপন করছেন !" এর পর প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী মন্দিরে পৌঁছে বাইরে থেকে মন্দিরে জলাভিষেক করেন ।

প্রত্নতাত্ত্বিক দফতরের ভোপাল সার্কেলের ডিরেক্টর মনোজ কুর্মির কথায়, "মন্দিরের তালা খোলার সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্র ও রাজ্য সরকারকে । আমাদের কাজ ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ করা, যা আমরা করছি ।"

এ বছরও পুজোর আয়োজন করেছে প্রশাসন: এ বারও প্রশাসনের উপস্থিতিতে মহাশিবরাত্রির দিন সকাল 6টায় খুলে দেওয়া হবে মন্দির । রাইসেনের কালেক্টর অরবিন্দ দুবের মতে, এ বছরও প্রচুর সংখ্যক ভক্ত মন্দিরে আসবেন বলে আশা করা হচ্ছে । সেই মতোই আয়োজন করা হচ্ছে । অন্যদিকে, স্থানীয় লোকজনের পক্ষ থেকে পাঁচ কুইন্টাল খিচুড়ি ও ফল বিতরণের ব্যবস্থা করা হয়েছে ।

ভোপাল, 16 ফেব্রুয়ারি: দেশের অন্যতম উৎসব মহাশিবরাত্রি (Mahashivratri 2023)। এটি প্রতি বছর সারাদেশে খুব ধুমধাম করে পালিত হয় । চলতি বছর মহাশিবরাত্রি পড়েছে 18 ফেব্রুয়ারি । দেশজুড়ে বিভিন্ন শিব মন্দিরে ভক্তের ঢল নামবে ৷ ভক্তরা যাবেন মধ্যপ্রদেশে পাহাড়ের চূড়ায় এমনই একটি শিব মন্দিরে (Ancient MP Shiv Temple Unlocks)৷ এই মন্দির খোলা হয় বছরে মাত্র একবার, এই শিবরাত্রির দিনেই ৷ কয়েক দশক ধরে এই মন্দির সারা বছর তালাবন্ধ অবস্থায় থাকে ৷

1000 ফিট উচ্চতায় মন্দির: বিখ্যাত মন্দিরটি ভোপাল থেকে 48 কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের রাইসেন জেলায় অবস্থিত ৷ এটি পরিচিত সোমেশ্বর মন্দির নামে । 1000 ফিট উঁচু পাহাড়ের উপর রয়েছে এই মন্দির । ঐতিহাসিকদের মতে, দুর্গের মধ্যে থাকা দশম শতাব্দীর এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস ৷

মন্দিরে জড়িয়ে ইতিহাস: 1283 সালে জালালুদ্দিন খিজলি মন্দিরটি দখল করেন ৷ তারপরে এটি একে একে দখল করেন মালিক কাফুর, মহম্মদ শাহ তুঘলক এবং সাহেব খান ৷ 1543 সালে এই মন্দির দখল করেন শের শাহ সুরি । 1974 সালে সাধারণ মানুষের জন্য মন্দিরটি খুলে দেওয়ার জন্য আন্দোলন হয়েছিল । এরপর তৎকালীন মুখ্যমন্ত্রী প্রকাশচন্দ্র শেঠি সাধারণ মানুষের জন্য মন্দিরের তালা খোলার অনুমতি দেন । তারপর থেকেই শুধুমাত্র মহাশিবরাত্রি পুজো করতে মন্দিরের তালা খোলা হচ্ছে ৷ মন্দিরটির রক্ষণাবেক্ষণ করেছে প্রত্নতত্ত্ব বিভাগ ।

আরও পড়ুন: সকাল থেকেই ভক্তের ঢল, তারকেশ্বরে সাড়ম্বরে পালিত শিবরাত্রি

শুধু শিবরাত্রিতে খোলে মন্দির: মন্দিরটি শুধুমাত্র মহাশিবরাত্রিতে 12 ঘন্টা অর্থাৎ সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে । গত বছর পণ্ডিত প্রদীপ মিশ্র একটি ধর্মীয় অনুষ্ঠানে এই মন্দিরের কথা উল্লেখ করার সময় এই মন্দিরের কথা জানতে পারেন অনেকে ৷ মিশ্র বলেন, "শিবরাজ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিব এখানে কারাগারে । শিব মন্দির তালাবন্ধ এবং আপনি দীপাবলি উদযাপন করছেন !" এর পর প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী মন্দিরে পৌঁছে বাইরে থেকে মন্দিরে জলাভিষেক করেন ।

প্রত্নতাত্ত্বিক দফতরের ভোপাল সার্কেলের ডিরেক্টর মনোজ কুর্মির কথায়, "মন্দিরের তালা খোলার সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্র ও রাজ্য সরকারকে । আমাদের কাজ ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ করা, যা আমরা করছি ।"

এ বছরও পুজোর আয়োজন করেছে প্রশাসন: এ বারও প্রশাসনের উপস্থিতিতে মহাশিবরাত্রির দিন সকাল 6টায় খুলে দেওয়া হবে মন্দির । রাইসেনের কালেক্টর অরবিন্দ দুবের মতে, এ বছরও প্রচুর সংখ্যক ভক্ত মন্দিরে আসবেন বলে আশা করা হচ্ছে । সেই মতোই আয়োজন করা হচ্ছে । অন্যদিকে, স্থানীয় লোকজনের পক্ষ থেকে পাঁচ কুইন্টাল খিচুড়ি ও ফল বিতরণের ব্যবস্থা করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.