মুম্বই, 19 জানুয়ারি: অ্যান্তিলিয়ায় আংটি বদল সেরে ফেললেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ৷ এনকোর হেলথ কেয়ারের সিইও বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে এদিন বাগদান পর্ব সারেন (Anant And Radhika Engagedment) ৷ বিয়ের সমস্ত রীতি মেনে বৃহস্পতিবার অ্যান্তিলিয়ায় বীরেন মার্চেন্ট পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ৷
কয়েক বছর ধরেই অনন্ত ও রাধিকা একে অপরের ভালোবন্ধু ছিলেন ৷ এদিন বাগদান পর্ব সম্পন্ন হলেও আগামী মাসেই তাঁরা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ৷ এদিন বাগদান পর্ব সম্পন্ন হওয়ার পরেই পরিবারের সকলের সঙ্গে ছবি তোলেন অনন্ত ও রাধিকা ৷
উল্লেখ্য, রাধিকা একজন প্রশিক্ষিত ভারতনাট্যম শিল্পী ৷ 8 বছর ধরে তিনি এই নৃত্যশৈলির প্রশিক্ষণ নিয়েছেন শ্রীনিবাস আর্টসের গুরু ভবন থেকে ৷ 2022 সালের জুন মাসে সংবাদ শিরোনামে উঠে এসেছিন রাধিকার নাম ৷ সেসময় রিলায়েন্সের জিও ওয়ার্ল্ডের একটি অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছিল ৷ বিভিন্ন নৃত্য প্রতিযোগিতাতেও তিনি সাফল্য পেয়েছেন ৷
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটার শামির খোরপোশ সংক্রান্ত মামলায় দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
অন্যদিকে, অনিল ও নিতা আম্বানির ছোট ছেলে অনন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেন ৷ পড়াশোনা শেষের পর তিনি পারিবারিক ব্যবসায় যোগ দেন ৷ বর্তমানে তিনি জিও ওয়াল্ডের বোর্ডে আছেন ৷