ETV Bharat / bharat

Anand Sharma ভোটমুখী হিমাচলে দলের পদ ছাড়লেন আনন্দ শর্মা, কংগ্রেসের অন্দরে কোন্দলের আভাস - পদত্যাগ

বিধানসভা নির্বাচনের আগে (Himachal Pradesh Assembly Election 2022) হিমাচলপ্রদেশ কংগ্রেসের (Congress) অন্দরে টানাপোড়েন ৷ দলের স্টিয়ারিং কমিটির (Steering Committee) চেয়ারম্য়ান পদ থেকে ইস্তফা দিয়ে সনিয়া গান্ধিকে (Sonia Gandhi) চিঠি পাঠালেন প্রবীণ কংগ্রেস নেতা আনন্দ শর্মা (Anand Sharma) ৷

Anand Sharma resigns from Congress Steering Committee in Himachal Pradesh
Anand Sharma ভোটমুখী হিমাচলে দলের পদ ছাড়লেন আনন্দ শর্মা, কংগ্রেসের অন্দরে কোন্দলের আভাস
author img

By

Published : Aug 21, 2022, 5:16 PM IST

নয়াদিল্লি, 21 অগস্ট: বিধানসভা নির্বাচনের আগে (Himachal Pradesh Assembly Election 2022) হিমাচলপ্রদেশে বড় ধাক্কা খেল কংগ্রেস (Congress) ৷ রবিবার রাজ্যে দলের স্টিয়ারিং কমিটির (Steering Committee) চেয়ারম্য়ান পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ নেতা আনন্দ শর্মা (Anand Sharma) ৷ সূত্রের খবর, নিজের পদত্যাগের কথা জানিয়ে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) একটি চিঠি পাঠিয়েছেন তিনি ৷ সেই চিঠিতে আনন্দ নাকি লিখেছেন, আত্মসম্মানের সঙ্গে কোনও আপোস করতে পারবেন না তিনি ! আর সেই কারণেই সংশ্লিষ্ট পদ থেকে ইস্তফা দিচ্ছেন !

প্রসঙ্গত, দিনকয়েক আগেই জম্মু-কাশ্মীরের স্টিয়ারিং কমিটির চেয়ারম্য়ান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দলের আর এক প্রবীণ নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ উল্লেখ্য, বেশ কিছু সময় আগে শীর্ষ নেতৃত্বে বদলের দাবি তুলে একটি চিঠি লিখেছিলেন কংগ্রেসের 23 জন প্রবীণ নেতা ৷ সেই দলের অন্যতম ছিলেন গুলাম ও আনন্দ ৷ ফলে গুলামের পদত্যাগ নিয়ে ইতিমধ্য়েই কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে ৷ এবার সেই তালিকায় আনন্দ শর্মার নামও জুড়ে গেল ৷ তিনি সোনিয়াকে জানিয়েছেন, দলের অন্দরে তাঁকে নানাভাবে উপেক্ষা করা হচ্ছে ৷ যা তাঁর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় ৷ তবে, আসন্ন নির্বাচনে তিনি যে দলের হয়ে প্রচারে যোগ দেবেন, সেকথাও নেত্রীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বলে দাবি সূত্রের ৷

আরও পড়ুন: মণীশ সিসোদিয়াদের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়নি, জানাল সিবিআই

উল্লেখ্য, আনন্দ শর্মা কংগ্রেসের হেভিওয়েট নেতাদের অন্যতম ৷ তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমানে রাজ্যসভায় দলের ডেপুটি লিডার ৷ গত 26 এপ্রিল তাঁকে হিমাচলপ্রদেশে কংগ্রেসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান পদে আসীন করা হয় ৷ হিমাচলপ্রদেশে কংগ্রেসের যে নেতারা সবথেকে বেশি প্রভাবশালী বলে গণ্য হন বা যাঁদের একটি দৃঢ় জনভিত্তি রয়েছে, তাঁদের মধ্য়ে আনন্দ শর্মা অন্যতম ৷

সোনিয়া গান্ধিকে পাঠানো চিঠিতে আনন্দ শর্মা জানিয়েছেন, ইদানীংকালে দলের কোনও কর্মসূচির কথা তাঁকে জানানো হচ্ছে না ৷ কর্মসূচির আয়োজন নিয়ে পরামর্শ করা থেকে শুরু করে অনুষ্ঠান মঞ্চে আমন্ত্রণ জানানো, তাঁর ক্ষেত্রে মানা হচ্ছে না কোনও নিয়ম ৷ আর এই বিষয়টিই তিনি মানতে পারছেন না বলে জানিয়েছেন আনন্দ ৷

ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, কংগ্রেসের অন্দরের এই কোন্দল আদতে হিমাচলপ্রদেশে বিজেপি-র শক্তিই বাড়াবে ৷ সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বর মাস নাগাদ ভোট হবে এই পার্বত্য রাজ্যে ৷ একটা সময় হিমাচলপ্রদেশ কংগ্রেসের দখলে থাকলেও এখন ক্ষমতায় রয়েছে বিজেপি ৷ আনন্দ শর্মা প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়েছিলেন 1982 সালে ৷ 1984 সালে ইন্দিরা গান্ধি স্বয়ং তাঁকে রাজ্যসভার টিকিট দিয়েছিলেন ৷ তারপর থেকে তিনি রাজ্যসভার সদস্য হিসাবে কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছেন এবং দলে ও সরকারে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন ৷

নয়াদিল্লি, 21 অগস্ট: বিধানসভা নির্বাচনের আগে (Himachal Pradesh Assembly Election 2022) হিমাচলপ্রদেশে বড় ধাক্কা খেল কংগ্রেস (Congress) ৷ রবিবার রাজ্যে দলের স্টিয়ারিং কমিটির (Steering Committee) চেয়ারম্য়ান পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ নেতা আনন্দ শর্মা (Anand Sharma) ৷ সূত্রের খবর, নিজের পদত্যাগের কথা জানিয়ে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) একটি চিঠি পাঠিয়েছেন তিনি ৷ সেই চিঠিতে আনন্দ নাকি লিখেছেন, আত্মসম্মানের সঙ্গে কোনও আপোস করতে পারবেন না তিনি ! আর সেই কারণেই সংশ্লিষ্ট পদ থেকে ইস্তফা দিচ্ছেন !

প্রসঙ্গত, দিনকয়েক আগেই জম্মু-কাশ্মীরের স্টিয়ারিং কমিটির চেয়ারম্য়ান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দলের আর এক প্রবীণ নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ উল্লেখ্য, বেশ কিছু সময় আগে শীর্ষ নেতৃত্বে বদলের দাবি তুলে একটি চিঠি লিখেছিলেন কংগ্রেসের 23 জন প্রবীণ নেতা ৷ সেই দলের অন্যতম ছিলেন গুলাম ও আনন্দ ৷ ফলে গুলামের পদত্যাগ নিয়ে ইতিমধ্য়েই কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে ৷ এবার সেই তালিকায় আনন্দ শর্মার নামও জুড়ে গেল ৷ তিনি সোনিয়াকে জানিয়েছেন, দলের অন্দরে তাঁকে নানাভাবে উপেক্ষা করা হচ্ছে ৷ যা তাঁর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় ৷ তবে, আসন্ন নির্বাচনে তিনি যে দলের হয়ে প্রচারে যোগ দেবেন, সেকথাও নেত্রীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বলে দাবি সূত্রের ৷

আরও পড়ুন: মণীশ সিসোদিয়াদের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়নি, জানাল সিবিআই

উল্লেখ্য, আনন্দ শর্মা কংগ্রেসের হেভিওয়েট নেতাদের অন্যতম ৷ তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমানে রাজ্যসভায় দলের ডেপুটি লিডার ৷ গত 26 এপ্রিল তাঁকে হিমাচলপ্রদেশে কংগ্রেসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান পদে আসীন করা হয় ৷ হিমাচলপ্রদেশে কংগ্রেসের যে নেতারা সবথেকে বেশি প্রভাবশালী বলে গণ্য হন বা যাঁদের একটি দৃঢ় জনভিত্তি রয়েছে, তাঁদের মধ্য়ে আনন্দ শর্মা অন্যতম ৷

সোনিয়া গান্ধিকে পাঠানো চিঠিতে আনন্দ শর্মা জানিয়েছেন, ইদানীংকালে দলের কোনও কর্মসূচির কথা তাঁকে জানানো হচ্ছে না ৷ কর্মসূচির আয়োজন নিয়ে পরামর্শ করা থেকে শুরু করে অনুষ্ঠান মঞ্চে আমন্ত্রণ জানানো, তাঁর ক্ষেত্রে মানা হচ্ছে না কোনও নিয়ম ৷ আর এই বিষয়টিই তিনি মানতে পারছেন না বলে জানিয়েছেন আনন্দ ৷

ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, কংগ্রেসের অন্দরের এই কোন্দল আদতে হিমাচলপ্রদেশে বিজেপি-র শক্তিই বাড়াবে ৷ সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বর মাস নাগাদ ভোট হবে এই পার্বত্য রাজ্যে ৷ একটা সময় হিমাচলপ্রদেশ কংগ্রেসের দখলে থাকলেও এখন ক্ষমতায় রয়েছে বিজেপি ৷ আনন্দ শর্মা প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়েছিলেন 1982 সালে ৷ 1984 সালে ইন্দিরা গান্ধি স্বয়ং তাঁকে রাজ্যসভার টিকিট দিয়েছিলেন ৷ তারপর থেকে তিনি রাজ্যসভার সদস্য হিসাবে কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছেন এবং দলে ও সরকারে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.