ETV Bharat / bharat

Anand Mahindra reacts on Bill Gates Post: অটো রিকশা চালকের আসনে বিল গেটস, প্রতিযোগিতায় আহ্বান আনন্দ মাহিন্দ্রার - আনন্দ মাহিন্দ্রা

ভারতে এসে ইলেকট্রিক অটো রিকশা চালিয়েছেন বিল গেটস ৷ সেই ভিডিয়ো পোস্ট করেছেন ইনস্টাগ্রামে ৷ তা দেখে কী বললেন আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra reacts on Bill Gates Post) ?

Anand Mahindra invites Bill Gates for a three wheeler EV drag race
ফাইল ছবি
author img

By

Published : Mar 6, 2023, 7:47 PM IST

হায়দরাবাদ, 6 মার্চ: মার্কিন ধনকুবের বিল গেটসকে চ্য়ালেঞ্জ ছুড়ে দিলেন ভারতীয় শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra reacts on Bill Gates Post) ! তবে, পুরোটাই হল মজার ছলে ৷ এর মধ্য়ে কোনও ব্যবসায়িক রেষারেষি কিংবা প্রতিদ্বন্দ্বিতা নেই ৷ আসলে ভারতে এসে সম্প্রতি একটি ইলেকট্রিক অটো রিকশা চালান বিল ৷ সেই ঘটনার ভিডিয়ো পরে নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন ৷ সঙ্গে ক্যাপশন হিসাবে জুড়ে দেন, বলিউডি সিনেমা 'চলতি কা নাম গাড়ি'র জনপ্রিয় একটি গানের লাইন, 'বাবু সমঝো ইশারা' ! বিল গেটসের সেই ভিডিয়ো ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন, করেছেন কমেন্ট ৷ সেই তালিকায় রয়েছেন আনন্দ মাহিন্দ্রাও ৷

বিল গেটসের পোস্ট দেখে আনন্দ মাহিন্দ্রা ওই ভিডিয়োর জন্য অন্য একটি ক্যাপশন তৈরি করেছেন ! লিখেছেন, 'চলতি কা নাম বিল গেটস কি গাড্ডি' ! একইসঙ্গে, বিলকে একটি তিনচাকার ইলেকট্রিক অটো রিকশা চালানোর প্রতিযোগিতায় নামার আহ্বান করেছেন আনন্দ ৷ বিলের কাছে তাঁর প্রস্তাব, এবার যখন তিনি ভারতে আসবেন, তখন এই প্রতিযোগিতা করা যেতে পারে ৷ সেই প্রতিযোগিতায় বিলের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরকেও আমন্ত্রণ জানিয়েছেন ভারতের এই প্রথম সারির শিল্পপতি ৷ একইসঙ্গে, ভারতের রাস্তায় বিল গেটসকে ইলেকট্রিক অটো রিকশা চালাতে দেখে খুশিও প্রকাশ করেছেন তিনি ৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিল গেটসকে করা আনন্দ মাহিন্দ্রার এই প্রস্তাব ৷ তাঁর এমন কথায় ভারী মজা পেয়েছেন নেট নাগরিকরা ৷

  • “Chalti ka Naam Bill Gates ki Gaadi” So glad you found the time to check out the Treo @BillGates Now on your next trip’s agenda should be a 3-wheeler EV drag race between you, @sachin_rt and me… pic.twitter.com/v0jNikYyQg

    — anand mahindra (@anandmahindra) March 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জি20 সম্মেলনে অটো-রিক্সা সফরে মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন

বিল গেটস নিজে তাঁর ইলেকট্রিক অটো রিকশা চালানোর যে ভিডিয়ে পোস্ট করেছেন, তাতে দেখা গিয়েছে, মার্কিন ধনকুবের রয়েছেন চালকের আসনে ৷ গাড়ির একদিকের গোল আয়নায় তাঁর মুখ দেখা যাচ্ছে ৷ বিল যে এই 'অটো রাইড' খুব উপভোগ করছেন, সেটা তাঁর মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে ৷ একই ভিডিয়োয় সংশ্লিষ্ট তিনচাকার যানটির বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন বিল ৷ তাঁর বার্তা, পরিবেশ বাঁচাতে এবং দূষণ বাগে আনতে আগামী দিনে বিশ্ববাসীকে এমনই সব বিদ্যুৎচালিত গাড়ির ব্যবহার বাড়াতে হবে ৷ একইসঙ্গে, পরিবহণ শিল্পে দূষণ কমাতে ভারতের মাহিন্দ্রা সংস্থার অবদানেরও ভূয়সী প্রশংসা করেছেন বিল ৷

হায়দরাবাদ, 6 মার্চ: মার্কিন ধনকুবের বিল গেটসকে চ্য়ালেঞ্জ ছুড়ে দিলেন ভারতীয় শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra reacts on Bill Gates Post) ! তবে, পুরোটাই হল মজার ছলে ৷ এর মধ্য়ে কোনও ব্যবসায়িক রেষারেষি কিংবা প্রতিদ্বন্দ্বিতা নেই ৷ আসলে ভারতে এসে সম্প্রতি একটি ইলেকট্রিক অটো রিকশা চালান বিল ৷ সেই ঘটনার ভিডিয়ো পরে নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন ৷ সঙ্গে ক্যাপশন হিসাবে জুড়ে দেন, বলিউডি সিনেমা 'চলতি কা নাম গাড়ি'র জনপ্রিয় একটি গানের লাইন, 'বাবু সমঝো ইশারা' ! বিল গেটসের সেই ভিডিয়ো ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন, করেছেন কমেন্ট ৷ সেই তালিকায় রয়েছেন আনন্দ মাহিন্দ্রাও ৷

বিল গেটসের পোস্ট দেখে আনন্দ মাহিন্দ্রা ওই ভিডিয়োর জন্য অন্য একটি ক্যাপশন তৈরি করেছেন ! লিখেছেন, 'চলতি কা নাম বিল গেটস কি গাড্ডি' ! একইসঙ্গে, বিলকে একটি তিনচাকার ইলেকট্রিক অটো রিকশা চালানোর প্রতিযোগিতায় নামার আহ্বান করেছেন আনন্দ ৷ বিলের কাছে তাঁর প্রস্তাব, এবার যখন তিনি ভারতে আসবেন, তখন এই প্রতিযোগিতা করা যেতে পারে ৷ সেই প্রতিযোগিতায় বিলের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরকেও আমন্ত্রণ জানিয়েছেন ভারতের এই প্রথম সারির শিল্পপতি ৷ একইসঙ্গে, ভারতের রাস্তায় বিল গেটসকে ইলেকট্রিক অটো রিকশা চালাতে দেখে খুশিও প্রকাশ করেছেন তিনি ৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিল গেটসকে করা আনন্দ মাহিন্দ্রার এই প্রস্তাব ৷ তাঁর এমন কথায় ভারী মজা পেয়েছেন নেট নাগরিকরা ৷

  • “Chalti ka Naam Bill Gates ki Gaadi” So glad you found the time to check out the Treo @BillGates Now on your next trip’s agenda should be a 3-wheeler EV drag race between you, @sachin_rt and me… pic.twitter.com/v0jNikYyQg

    — anand mahindra (@anandmahindra) March 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জি20 সম্মেলনে অটো-রিক্সা সফরে মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন

বিল গেটস নিজে তাঁর ইলেকট্রিক অটো রিকশা চালানোর যে ভিডিয়ে পোস্ট করেছেন, তাতে দেখা গিয়েছে, মার্কিন ধনকুবের রয়েছেন চালকের আসনে ৷ গাড়ির একদিকের গোল আয়নায় তাঁর মুখ দেখা যাচ্ছে ৷ বিল যে এই 'অটো রাইড' খুব উপভোগ করছেন, সেটা তাঁর মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে ৷ একই ভিডিয়োয় সংশ্লিষ্ট তিনচাকার যানটির বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন বিল ৷ তাঁর বার্তা, পরিবেশ বাঁচাতে এবং দূষণ বাগে আনতে আগামী দিনে বিশ্ববাসীকে এমনই সব বিদ্যুৎচালিত গাড়ির ব্যবহার বাড়াতে হবে ৷ একইসঙ্গে, পরিবহণ শিল্পে দূষণ কমাতে ভারতের মাহিন্দ্রা সংস্থার অবদানেরও ভূয়সী প্রশংসা করেছেন বিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.