ETV Bharat / bharat

Uri Infiltrator : উরিতে গুলি লড়াইয়ে মৃত এক অনুপ্রবেশকারী, আহত 4 জওয়ান - উত্তর কাশ্মীর

লাইন অফ কন্ট্রোল ও তৎসংলগ্ন অঞ্চল দিয়ে ভারতে অনুপ্রবেশকারীদের চলাফেরায় উপর নজর রাখছিল ভারতীয় সেনাবাহিনীর এক অনুসন্ধানকারী দল ৷ সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মারা গেল এক অনুপ্রবেশকারী ৷

উরিতে গুলিযুদ্ধে মৃত 1 অনুপ্রবেশকারী
উরিতে গুলিযুদ্ধে মৃত 1 অনুপ্রবেশকারী
author img

By

Published : Sep 28, 2021, 8:28 AM IST

উরি, 28 সেপ্টেম্বর : অনুপ্রবেশকারী (Infiltrator) ও সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে নিহত এক অনুপ্রবেশকারী ৷ জখম হয়েছেন 4 জন জওয়ান ৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে উত্তর কাশ্মীরে বারামুল্লার (Baramulla) এলওসিতে (Line of Control) ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, ভারত-পাকিস্তান সীমান্তে এলওসি-তে বেশ কিছু অনুপ্রবেশকারীর গতিবিধির উপর নজর রাখছিল অনুসন্ধানকারী একটি দল ৷ এর মধ্যে অনুপ্রবেশকারীরা সেনার উপর গুলি চালাতে শুরু করে ৷ পালটা গুলি চালায় সেনা ৷ ঘটনায় মারা গিয়েছে একজন অনুপ্রবেশকারী ৷ আহত হয়েছেন চার জওয়ান ৷ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, উরির গোহালান সেক্টর (Gohalan Sector) থেকে ওই মৃত অনুপ্রবেশকারীর দেহ উদ্ধার করা হয়েছে ৷ সঙ্গে মিলেছে একে-47 (AK-47) রাইফেল এবং 4টি ম্যাগাজিন (magazines) ৷

আরও পড়ুন : Shopian Encounter : শোপিয়ানে এনকাউন্টারে খতম 1 জঙ্গি, চলছে গুলির লড়াই

গত সপ্তাহে বারামুল্লার উরিতে অনুপ্রবেশকারীদের অবৈধ চলাফেরা রুখতে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) তরফে একটি অপারেশন (search operation) চালু হয় ৷ যদিও পরে সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল ৷

সম্প্রতি জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে উরির (Uri) রামপুর সেক্টরে (Rampur Sector) 3 জন জঙ্গি মারা গিয়েছে এবং বহু সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে ৷ ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, সেনাবাহিনী মৃত অনুপ্রবেশকারীর দেহ উরি থানায় (Uri police station) পাঠিয়ে দেওয়া হয়েছে ৷

উরি, 28 সেপ্টেম্বর : অনুপ্রবেশকারী (Infiltrator) ও সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে নিহত এক অনুপ্রবেশকারী ৷ জখম হয়েছেন 4 জন জওয়ান ৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে উত্তর কাশ্মীরে বারামুল্লার (Baramulla) এলওসিতে (Line of Control) ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, ভারত-পাকিস্তান সীমান্তে এলওসি-তে বেশ কিছু অনুপ্রবেশকারীর গতিবিধির উপর নজর রাখছিল অনুসন্ধানকারী একটি দল ৷ এর মধ্যে অনুপ্রবেশকারীরা সেনার উপর গুলি চালাতে শুরু করে ৷ পালটা গুলি চালায় সেনা ৷ ঘটনায় মারা গিয়েছে একজন অনুপ্রবেশকারী ৷ আহত হয়েছেন চার জওয়ান ৷ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, উরির গোহালান সেক্টর (Gohalan Sector) থেকে ওই মৃত অনুপ্রবেশকারীর দেহ উদ্ধার করা হয়েছে ৷ সঙ্গে মিলেছে একে-47 (AK-47) রাইফেল এবং 4টি ম্যাগাজিন (magazines) ৷

আরও পড়ুন : Shopian Encounter : শোপিয়ানে এনকাউন্টারে খতম 1 জঙ্গি, চলছে গুলির লড়াই

গত সপ্তাহে বারামুল্লার উরিতে অনুপ্রবেশকারীদের অবৈধ চলাফেরা রুখতে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) তরফে একটি অপারেশন (search operation) চালু হয় ৷ যদিও পরে সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল ৷

সম্প্রতি জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে উরির (Uri) রামপুর সেক্টরে (Rampur Sector) 3 জন জঙ্গি মারা গিয়েছে এবং বহু সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে ৷ ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, সেনাবাহিনী মৃত অনুপ্রবেশকারীর দেহ উরি থানায় (Uri police station) পাঠিয়ে দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.