ETV Bharat / bharat

' আমাদের মৃত্যুর জন্য দায়ী প্রতিবেশীরা', সুইসাইড নোট লিখে আত্মঘাতী গোটা পরিবার! - Family Died by Suicide

Family Died by Suicide: নোটে লেখা, মৃত্যুর জন্য দায়ী প্রতিবেশীরা ৷ তাদের মৃতদেহের যেন ময়নাতদন্ত না করা হয় ৷ এই নোট লিখেই আত্মঘাতী হল কর্ণাটকের একটি পরিবারের 5 সদস্য ৷ কিন্তু কেন ?

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 9:58 AM IST

তুমাকুরু, 27 নভেম্বর: প্রতিবেশীদের দ্বারা হয়রানির শিকার, এই অভিযোগ করে আত্মহত্যা করলেন একই পরিবারের পাঁচজন সদস্য ৷ রবিবার এমনই ঘটনা ঘটেছে কর্ণাটকের তুমাকুরুর সদাশিবনগরে ৷ আত্মঘাতী গরিব সাব (32), স্ত্রী সুমাইয়া (30), তাঁদের মেয়ে হাজিরা, দুই ছেলে মহম্মদ সুবান ও মহম্মদ মুনির ৷

পুলিশ জানিয়েছে, এর আগে গরিব সাব তাঁর প্রপিতামহকে (বাবার ঠাকুমা) একটি নোটে তাঁদের এই আত্মহত্যা করে মারা যাওয়ার পরিকল্পনা সম্পর্কে লিখেছিলেন ৷ সেখানে তিনি জানিয়েছিলেন তাঁর ঋণ নেওয়ার কথা ৷ এর জন্য প্রতিবেশীরা যে তাঁর পরিবারকে হয়রানি করত তাও উল্লেখ করেছিলেন সেই নোটে ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আইন অনুযায়ী তাদের শাস্তির দাবিও জানান ৷ নোটে লিখেছিলেন,"আমরা প্রতিবেশীদের হয়রানির জন্য আমাদের জীবন হারাচ্ছি ৷"

সাব তাঁর ছেলেমেয়েদের পড়াশোনার জন্য তুমাকুরুতে থাকতেন ৷ তিনি তাঁর পরিবারের সদস্যদের নাম-সহ সবকিছু মোবাইল ফোনে লিখে গিয়েছেন বলে জানিয়েছে পুলিশ ৷ এই ঘটনায় তুমাকুরের এসপি অশোক কেভি বলেন,"আমরা জানতে পেরেছি যে একই পরিবারের 5 জন আত্মহত্যা করেছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ৷ দুটি দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে ৷ তিনটি বাচ্চার দেহ মিলেছে খাটে ৷ মৃতরা শিরা তালুকের লাক্কানাহাল্লির বাসিন্দা ৷ মৃত্যুর আগে গরিব সাব একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন ৷ আত্মীয়দের কাছে একটি ভিডিয়ো বার্তাও পাঠিয়েছেন ৷ তাতে কী কী তথ্য রয়েছে তা আমরা খতিয়ে দেখব ৷ সেই ভিডিয়ো বার্তা ও অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব ৷"

ভিডিয়ো বার্তায় বলা হয়েছে, "আমাদের বাড়ির নিচে থাকা কালান্দরের নেতৃত্বে প্রতিবেশীরা হয়রানি করেছে ৷ এই আত্মহত্যার জন্য তারাই দায়ী ৷ আমাদের দেহের ময়নাতদন্ত করবেন না ৷"

আত্মহত্যা কোনও সমাধান নয়

আপনি যদি আত্মহত্যার চিন্তাভাবনা করে থাকেন বা এই বিষয়ে কোনও বন্ধু ও আত্মীয়কে নিয়ে চিন্তায় থাকেন তাহলে আপনার মানসিক সাহায্যের প্রয়োজন ৷ মনে রাখবেন, আপনার কথা শোনার জন্যও কেউ আছে সবসময় ৷ স্নেহা ফাউন্ডেশনে ফোন করতে পারেন এই নম্বরে 04424640050 (24x7 উপলব্ধ) অথবা iCall, টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস হেল্পলাইন - 9152987821-এই নম্বরে ফোন করতে পারেন (সোম থেকে শনিবার সকাল 8 টা থেকে 10 টা পর্যন্ত উপলব্ধ)।

আরও পড়ুন :

1 সুইসাইড নোট লিখে আত্মঘাতী আইটিআই পড়ুয়া

2 রাখাল ও বাঘের গল্প বাস্তবে ! একাধিকবার আত্মহত্যার হুমকি, 16 বারে সত্যিই লাগল ফাঁস

3 বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক নির্যাতন প্রেমিকের, অপমানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা নাবালিকার

তুমাকুরু, 27 নভেম্বর: প্রতিবেশীদের দ্বারা হয়রানির শিকার, এই অভিযোগ করে আত্মহত্যা করলেন একই পরিবারের পাঁচজন সদস্য ৷ রবিবার এমনই ঘটনা ঘটেছে কর্ণাটকের তুমাকুরুর সদাশিবনগরে ৷ আত্মঘাতী গরিব সাব (32), স্ত্রী সুমাইয়া (30), তাঁদের মেয়ে হাজিরা, দুই ছেলে মহম্মদ সুবান ও মহম্মদ মুনির ৷

পুলিশ জানিয়েছে, এর আগে গরিব সাব তাঁর প্রপিতামহকে (বাবার ঠাকুমা) একটি নোটে তাঁদের এই আত্মহত্যা করে মারা যাওয়ার পরিকল্পনা সম্পর্কে লিখেছিলেন ৷ সেখানে তিনি জানিয়েছিলেন তাঁর ঋণ নেওয়ার কথা ৷ এর জন্য প্রতিবেশীরা যে তাঁর পরিবারকে হয়রানি করত তাও উল্লেখ করেছিলেন সেই নোটে ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আইন অনুযায়ী তাদের শাস্তির দাবিও জানান ৷ নোটে লিখেছিলেন,"আমরা প্রতিবেশীদের হয়রানির জন্য আমাদের জীবন হারাচ্ছি ৷"

সাব তাঁর ছেলেমেয়েদের পড়াশোনার জন্য তুমাকুরুতে থাকতেন ৷ তিনি তাঁর পরিবারের সদস্যদের নাম-সহ সবকিছু মোবাইল ফোনে লিখে গিয়েছেন বলে জানিয়েছে পুলিশ ৷ এই ঘটনায় তুমাকুরের এসপি অশোক কেভি বলেন,"আমরা জানতে পেরেছি যে একই পরিবারের 5 জন আত্মহত্যা করেছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ৷ দুটি দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে ৷ তিনটি বাচ্চার দেহ মিলেছে খাটে ৷ মৃতরা শিরা তালুকের লাক্কানাহাল্লির বাসিন্দা ৷ মৃত্যুর আগে গরিব সাব একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন ৷ আত্মীয়দের কাছে একটি ভিডিয়ো বার্তাও পাঠিয়েছেন ৷ তাতে কী কী তথ্য রয়েছে তা আমরা খতিয়ে দেখব ৷ সেই ভিডিয়ো বার্তা ও অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব ৷"

ভিডিয়ো বার্তায় বলা হয়েছে, "আমাদের বাড়ির নিচে থাকা কালান্দরের নেতৃত্বে প্রতিবেশীরা হয়রানি করেছে ৷ এই আত্মহত্যার জন্য তারাই দায়ী ৷ আমাদের দেহের ময়নাতদন্ত করবেন না ৷"

আত্মহত্যা কোনও সমাধান নয়

আপনি যদি আত্মহত্যার চিন্তাভাবনা করে থাকেন বা এই বিষয়ে কোনও বন্ধু ও আত্মীয়কে নিয়ে চিন্তায় থাকেন তাহলে আপনার মানসিক সাহায্যের প্রয়োজন ৷ মনে রাখবেন, আপনার কথা শোনার জন্যও কেউ আছে সবসময় ৷ স্নেহা ফাউন্ডেশনে ফোন করতে পারেন এই নম্বরে 04424640050 (24x7 উপলব্ধ) অথবা iCall, টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস হেল্পলাইন - 9152987821-এই নম্বরে ফোন করতে পারেন (সোম থেকে শনিবার সকাল 8 টা থেকে 10 টা পর্যন্ত উপলব্ধ)।

আরও পড়ুন :

1 সুইসাইড নোট লিখে আত্মঘাতী আইটিআই পড়ুয়া

2 রাখাল ও বাঘের গল্প বাস্তবে ! একাধিকবার আত্মহত্যার হুমকি, 16 বারে সত্যিই লাগল ফাঁস

3 বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক নির্যাতন প্রেমিকের, অপমানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা নাবালিকার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.