নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: বুধবার পেশ হয়েছে 2023-24 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট ৷ আর তার 48 ঘণ্টার মধ্যেই দুধের দাম লিটার প্রতি 3 টাকা করে বাড়িয়ে দিল আমুল ইন্ডিয়া (Amul Hikes Milk Price by Rs 3 Per Litre) ৷ দেশের সর্বত্র আজ অর্থাৎ, 3 ফেব্রুয়ারি থেকে নতুন দরে কিনতে হবে এই ব্র্যান্ডের দুধ ৷ আমুল তাজার 1 লিটারের প্যাকেটের দাম বেড়ে হয়েছে 54 টাকা ৷ সেখানে আমুল গোল্ডের দাম করা হয়েছে 66 টাকা প্রতি লিটার ৷ সেখানেই আমুল কাউ মিল্ক 56 টাকা প্রতি লিটার এবং আমুলের এ2 বাফেলো (মোষ) মিল্ক 70 টাকা প্রতি লিটার দরে কিনতে হবে গ্রাহকদের ৷
উল্লেখ্য়, বৃহস্পতিবার এ নিয়ে একটি বিবৃতি জারি করেছিল সংস্থা ৷ তাতে বলা হয়েছে, প্রতি লিটার দুধে সংস্থার তরফে 3 টাকা করে বাড়ানো হচ্ছে ৷ নতুন দাম শুক্রবার থেকেই কার্যকর হবে ৷ গত বছর অক্টোবর মাসেই আমূলের তরফে প্রতিটি ব্র্যান্ডে 1 লিটার দুধের দাম 2 টাকা করে বাড়ানো হয়েছিল ৷ 3 মাস অতিক্রান্ত হতেই আরও 3 টাকা প্রতি লিটারে দাম বাড়াল এই সংস্থা ৷
-
Amul has increased prices of Amul pouch milk (All variants) by Rs 3 per litre: Gujarat Cooperative Milk Marketing Federation Limited pic.twitter.com/At3bxoGNPW
— ANI (@ANI) February 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Amul has increased prices of Amul pouch milk (All variants) by Rs 3 per litre: Gujarat Cooperative Milk Marketing Federation Limited pic.twitter.com/At3bxoGNPW
— ANI (@ANI) February 3, 2023Amul has increased prices of Amul pouch milk (All variants) by Rs 3 per litre: Gujarat Cooperative Milk Marketing Federation Limited pic.twitter.com/At3bxoGNPW
— ANI (@ANI) February 3, 2023
বিবৃতি প্রকাশ আমূল ইন্ডিয়ার
আমূলের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, "দুধের পরিচালন ও উৎপাদন সংক্রান্ত দ্রব্যের সামগ্রিক ব্যয় বৃদ্ধির কারণে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এমনকী গবাদি পশুর খাবারের খরচ গত বছরের থেকে প্রায় 20 শতাংশ বেড়েছে ৷ আভ্যন্তরীণ খরচ বাড়ার কারণে, আমাদের সদস্য ইউনিয়নগুলি গত বছরের তুলনায় কর্মীদের খরচ 8-9 শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷" উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে ‘মাদার ডেয়ারি’ প্রতি লিটার দুধের দাম 2 টাকা করে বাড়িয়েছিল রাজধানী দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে ৷
তবে, আচমকা এই মূল্যবৃদ্ধির কারণে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ৷ আর গৃুহস্থের ধরে দুধ এক অত্যন্ত প্রয়োজনীয় এবং আবশ্যক খাদ্যদ্রব্য ৷ তাই দাম বাড়লেও তা সাধারণ মানুষকে কিনতেই হয় ৷ এই পরিস্থিতিতে আমূল সংস্থা তাদের সবধরণের ব্র্যান্ডের দুধে 3 টাকা করে বাড়িয়ে দেওয়ায় সাধারণের সাংসদের খরচে প্রভাব পড়বে তা স্বাভাবিক ৷
দেখে নেওয়া যাক আমুলের পরিবর্তিত দাম
1. তাজা 500 এমএল 27 টাকা
2. তাজা 1 লিটার 54 টাকা
3. তাজা 2 লিটার 108 টাকা
4. তাজা 6 লিটার 324 টাকা
5. তাজা 180 মিলিলিটার 10 টাকা
6. গোল্ড 500 এমএল 33 টাকা
7. গোল্ড 1 লিটার 66 টাকা
8. গোল্ড 6 লিটার 396 টাকা
9. কাউ মিল্ক 500 এমএল 28 টাকা
10. কাউ মিল্ক 1 লিটার 56 টাকা
11. এ2 বাফেলো মিল্ক 500 এমএল 35 টাকা
12. এ2 বাফেলো মিল্ক 1 লিটার 70 টাকা
13. এ2 বাফেলো মিল্ক 6 লিটার 420 টাকা