ETV Bharat / bharat

Amritpal Singh NRI Wife: কোনও ভুল করেননি অমৃতপাল, বলছেন তাঁর এনআরআই স্ত্রী - ওয়ারিস পাঞ্জাব

অমৃতপাল সিংয়ের এনআরআই স্ত্রী কিরণদীপ কৌর (Amritpal Singh NRI Wife Kirandeep Kaur) তাঁর সঙ্গে অমৃতপালের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ৷ এই নিয়ে সংবাদমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি ৷

Amritpal Singh NRI Wife
Amritpal Singh NRI Wife
author img

By

Published : Mar 29, 2023, 1:40 PM IST

Updated : Mar 29, 2023, 3:55 PM IST

চণ্ডীগড়, 29 মার্চ: ওয়ারিস পাঞ্জাবের (Waris Punjab) প্রধান অমৃতপাল সিং গত 18 মার্চ থেকে পলাতক ৷ তাঁকে পঞ্জাব পুলিশ এখনও খুঁজছে । এই পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছেন অমৃতপালের এনআরআই স্ত্রী কিরণদীপ কৌর (Kirandeep Kaur On Friendship And Marriage) ৷ তবে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি অমৃতপাল ও ওয়ারিশ পঞ্জাবের মধ্যে কী সম্পর্ক ছিল, তা নিয়ে খুব বেশি মন্তব্য করেননি ৷ তবে তিনি জানিয়েছেন, অমৃতপাল (Amritpal Singh) দিনের বেশিরভাগ সময় ধর্মীয় প্রচারে ব্যস্ত থাকতেন ৷ অমৃতপাল কখনও কোনও ভুল করেননি বলেও দাবি কিরণদীপের ৷ তাঁর কথায়, অমৃতপালের জীবনে প্রথম অগ্রাধিকার শিখ ধর্ম ও দ্বিতীয় তিনি ৷

অমৃতপাল সিংয়ের সঙ্গে কিরণদীপের বন্ধুত্ব কেমন ছিল ? কিরণদীপ জানিয়েছেন যে তাঁদের বন্ধুত্ব ইনস্টাগ্রামে হয় ৷ সেখানেই তিনি অমৃতপালের সঙ্গে পরিচিত হন ৷ তাঁর চিন্তাভাবনা ও পোস্টের দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন ৷ তাঁর কথায়, ‘‘আমি বুঝতে পেরেছিলাম যে ওই ব্যক্তি (অমৃতপাল) মানবতা ও ধর্মের জন্য কাজ করে । এরপর এই সম্পর্ক বন্ধুত্ব থেকে বিয়েতে পরিবর্তিত হয় ।’’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, ধর্ম প্রচার করা কোনও ভুল কাজ নয় ৷

অমৃতপাল সিং কোথায় ? কিরণদীপ কৌরের দাবি, 18 মার্চের পরে তাঁর আর অমৃতপালের সঙ্গে কোনও কথাবার্তা হয়নি । মিডিয়ার থেকেই তাঁরা সব খবর জানতে পারছেন না ৷ এই নিয়ে অমৃতপালের পরিবারও খুব চিন্তিত বলে জানিয়েছেন তিনি৷ অমৃতপাল কোথায় আছেন, ঠিক আছেন কি না, সেই প্রশ্নের উত্তর তাঁরা জানতে চান বলে কিরণদীপের দাবি ৷

অমৃতপাল পাঞ্জাবে কী ভুল করেছিলেন ? অমৃতপাল সিংয়ের কারণে পঞ্জাবের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সম্বন্ধে কিরণদীপ জানান, অমৃতপাল সিং সর্বদা পঞ্জাব ও ধর্মের পক্ষে আওয়াজ তুলেছেন । তাই অমৃতপাল কোনও অন্যায় করেননি, তিনি নির্দোষ । নিজের ধর্ম প্রচারে কোনও দোষ নেই । অমৃতপাল সিং পঞ্জাবের যুবকদের মাদক থেকে দূরে থাকতে অমৃতপান করতে বাধ্য করেছেন । যার কারণে তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে ।

পুরো ব্যাপারটা কী ? ওয়ারিস পাঞ্জাব প্রধান অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ৷ তাঁকে পুলিশ খুঁজছে গত 18 মার্চ থেকে ৷ তাঁর বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ উঠেছে ৷ নেশামুক্তি কেন্দ্র চালানোর নামে তিনি পঞ্জাবের যুবকদের ভুল পথে চালিত করছিলেন ৷

আরও পড়ুন: অমৃতপালের খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি পঞ্জাব পুলিশের

চণ্ডীগড়, 29 মার্চ: ওয়ারিস পাঞ্জাবের (Waris Punjab) প্রধান অমৃতপাল সিং গত 18 মার্চ থেকে পলাতক ৷ তাঁকে পঞ্জাব পুলিশ এখনও খুঁজছে । এই পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছেন অমৃতপালের এনআরআই স্ত্রী কিরণদীপ কৌর (Kirandeep Kaur On Friendship And Marriage) ৷ তবে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি অমৃতপাল ও ওয়ারিশ পঞ্জাবের মধ্যে কী সম্পর্ক ছিল, তা নিয়ে খুব বেশি মন্তব্য করেননি ৷ তবে তিনি জানিয়েছেন, অমৃতপাল (Amritpal Singh) দিনের বেশিরভাগ সময় ধর্মীয় প্রচারে ব্যস্ত থাকতেন ৷ অমৃতপাল কখনও কোনও ভুল করেননি বলেও দাবি কিরণদীপের ৷ তাঁর কথায়, অমৃতপালের জীবনে প্রথম অগ্রাধিকার শিখ ধর্ম ও দ্বিতীয় তিনি ৷

অমৃতপাল সিংয়ের সঙ্গে কিরণদীপের বন্ধুত্ব কেমন ছিল ? কিরণদীপ জানিয়েছেন যে তাঁদের বন্ধুত্ব ইনস্টাগ্রামে হয় ৷ সেখানেই তিনি অমৃতপালের সঙ্গে পরিচিত হন ৷ তাঁর চিন্তাভাবনা ও পোস্টের দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন ৷ তাঁর কথায়, ‘‘আমি বুঝতে পেরেছিলাম যে ওই ব্যক্তি (অমৃতপাল) মানবতা ও ধর্মের জন্য কাজ করে । এরপর এই সম্পর্ক বন্ধুত্ব থেকে বিয়েতে পরিবর্তিত হয় ।’’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, ধর্ম প্রচার করা কোনও ভুল কাজ নয় ৷

অমৃতপাল সিং কোথায় ? কিরণদীপ কৌরের দাবি, 18 মার্চের পরে তাঁর আর অমৃতপালের সঙ্গে কোনও কথাবার্তা হয়নি । মিডিয়ার থেকেই তাঁরা সব খবর জানতে পারছেন না ৷ এই নিয়ে অমৃতপালের পরিবারও খুব চিন্তিত বলে জানিয়েছেন তিনি৷ অমৃতপাল কোথায় আছেন, ঠিক আছেন কি না, সেই প্রশ্নের উত্তর তাঁরা জানতে চান বলে কিরণদীপের দাবি ৷

অমৃতপাল পাঞ্জাবে কী ভুল করেছিলেন ? অমৃতপাল সিংয়ের কারণে পঞ্জাবের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সম্বন্ধে কিরণদীপ জানান, অমৃতপাল সিং সর্বদা পঞ্জাব ও ধর্মের পক্ষে আওয়াজ তুলেছেন । তাই অমৃতপাল কোনও অন্যায় করেননি, তিনি নির্দোষ । নিজের ধর্ম প্রচারে কোনও দোষ নেই । অমৃতপাল সিং পঞ্জাবের যুবকদের মাদক থেকে দূরে থাকতে অমৃতপান করতে বাধ্য করেছেন । যার কারণে তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে ।

পুরো ব্যাপারটা কী ? ওয়ারিস পাঞ্জাব প্রধান অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ৷ তাঁকে পুলিশ খুঁজছে গত 18 মার্চ থেকে ৷ তাঁর বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ উঠেছে ৷ নেশামুক্তি কেন্দ্র চালানোর নামে তিনি পঞ্জাবের যুবকদের ভুল পথে চালিত করছিলেন ৷

আরও পড়ুন: অমৃতপালের খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি পঞ্জাব পুলিশের

Last Updated : Mar 29, 2023, 3:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.